Site icon Trickbd.com

How to Use Pocket Mode Any Xiaomi Phone ( যে কোনো শাওমি মোবাইলে যেভাবে Pocket Mode ব্যবহার করবেন)।

Unnamed

What is Pocket Mode?
পকেট মোড কি?

∆ Pocket Mode হল আমরা স্বাভাবিক
ভাবেই যেমন মোবাইল ফোন প্যান্টের
পকেটে রাখি।

∆ কিন্তু এখন বিষয়টি হল আমাদের পকেটে
অনেক সময় আমরা দেখি যে মোবাইলটিতে
কোনো একটা অপশন চালু হয়ে আছে। কিন্তু
কিভাবে আমরা কেউ বলতে পারিনা। তাই
আজকের টপিক হল আপনার মোবাইল
আপনার পকেটে থাকলেও অন্য কোনো
অপশন চালু হবেনা।

∆ Full Tutorial টি আমি Screen Short দিয়ে
Step by Step নিচে বুঝিয়ে দিয়েছি, আপনি

দেখে নিয়ে ব্যবহার করতে পারেন! যদি মনে
করেন এই টপিক টি আপনার জন্য উপকারী।

∆ প্রথমে আপনার মোবাইলের সেটিংস ওপেন করুন

Next

Next

Next

Next

∆ এবং Pocket Mode অন করার পর যেভাবে
Test করবেন আসলেই কাজ করে কিনা তার
জন্য নিচের মত মোবাইল আলো বন্ধ করে সেন্সরে
আংগুল দিয়ে Power Button ক্লিক করুন।

∆ নিচের মত উইন্ডো আসবে এবং লেখা থাকবে

[ Don’t cover the earphone area ]

∆ তাহলে বুঝা গেল যে মোবাইল এখন থেকে
পকেটে থাকলেও আর কোনো সমস্যা পোহাতে
হবেনা।
(ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন)