Site icon Trickbd.com

Chrome ব্রাউজারে সেভ করে রাখা পাসওয়ার্ড গুলো ১ মিনিটে বের করে ফেলুন!

Unnamed

আসসালামু আলাইকুম

Welcome to Trickbd

প্রথমে বলেই রাখি এটা সিম্পল বিষয় অনেকেই জানে বাট আবার অনেকেই জানে না তাই যারা জানেন তারা পোস্ট টা ইগনোর করতে পারেন।

এখন আসি মেইন পোস্টে, দেখা যায় আমরা অনেক সাইটে একাউন্ট খুলে রাখি অথবা অনেক কয়েকটা ফেসবুক একাউন্ট লগিন করে রাখি অথবা জিমেইল লগিন করে রাখি কিন্তু দেখা যায় এগুলার অধিকাংশ পাসওয়ার্ড আমাদের মনে থাকে না!
আমরা এই পাসওয়ার্ড গুলো দেখতে পারবো যদি এগুলো Chrome ব্রাউজারে লগিন করি আর লগিন করার সময় পাসওয়ার্ড সেভ করে রাখি।

আর আপনারা চাইলেও যে কারো সেভ করা পাসওয়ার্ড তার মোবাইল টা নিয়ে ১ মিনিটে দেখে নিতে পারেন! বাট এটা যাস্ট শেখার জন্য কারো ক্ষতি করার জন্য নয়।

চলুন প্রোসেস টা দেখে নেওয়া যাক।
প্রথমে Chrome ব্রাউজার টা ওপেন করুন তারপর নিচের স্ক্রিনশটে দেখানো তিন ডটের যায়গায় ক্লিক করুন।

তারপর সেটিং এ ক্লিক করুন।

তারপর পাসওয়ার্ড এ ক্লিক করুন।

তারপর দেখুন আপনারা যেগুলো সাইটের পাসওয়ার্ড সেভ করে রেখেছেন সেই সব সাইট দেখা যাচ্ছে

এখন আপনি যে সাইটের লগিন পাসওয়ার্ড টা বের করতে চান সেটাতে ক্লিক করুন এবং স্ক্রিনশটে দেখানো যায়গায় ক্লিক করলে পাসওয়ার্ড টা সো করবে, এখানে আপনারা ইউজারনেম সব দেখতে পারবেন!

আজকে এ পর্যন্ত
ভাল থাকুন আর ট্রিকবিডির সাথেই থাকুন।
ফেসবুকে আমি