Site icon Trickbd.com

আপনার Android চালানোর সময় স্কিনের ক্ষতিকারক রশ্মি থেকে আপনার চোখকে রক্ষা করুন মাত্র ১.৫ mb এর একটি অ্যাপ দিয়ে।

Unnamed

আসসালামু আলাইকুম,
আশা করি ভালো আছেন।


আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি অসাধারণ আলো নিয়ন্ত্রন অ্যাপ যা আপনাদের চোখ কে রাখবে সুরক্ষিত।এই আপ্পটি আপনি দিনে এবং রাতে যেকোনো সময় ব্যবহার করতে পারবেন।
এই আপ্পটি ব্যবহার এর সুবিধা গুলো একবার চলুন দেখে নিই।::;
• আলো কমানো বা বাড়ানোরর জন্য বার বার আপ্পে প্রবেশ করতে হবে না।
• এই অ্যাপ টিতে আপনি যেকোনো সময় আপনার নোটিফিকেশন বার থেকে আলো বাড়াতে না কমাতে পারবেন।
• আপ্পটিতে আপনার ইচ্ছা মতো আলো ব্যবহার করতে পারবেন।

• app link:::; Eye protector
তো এবার চলুন স্কিনশট গুলো দেখে নেওয়া যাক।

এখানে আপনি আপনার পছন্দের স্কিন-কালার সিলেক্ট করতে পারবেন।

এবার আপনার ফোন হোম এ চলে আসুন এবং নোটিফিকেশন বারে দেখুন আলো বাড়া – কমার জন্য নোটিফিকেশন চলে এসেছে।এখানে আপনি যখন (-)  টাইপ করবেন তখন আলো বারবে আর যখন (+) টাইপ করবেন তখন আলো কমবে। আর যখন ব্যবহার করবেন না তখন লাল সুইচ অফ তে ক্লিক করলেই হয়ে যাবে।

প্রুফ::;


• কোনো কিছুর প্রয়োজনে ফ্রি ফেসবুকে আমি
পোষ্টটি ছোট হতে পারে তবে অনেক কাজের।
• খারাপ মন্তব্য থেকে দূরে থাকবেন
• মোডারেটর ভাইকে বলছি আমি আমার পোস্টের রিপ্লাই দিতে পারতেছি না কেন একটু দেখবেন।
ধন্যবাদ সকলকে।

Exit mobile version