Site icon Trickbd.com

FusionBD এর মতো ডাউনলোড সাইট তৈরি করুন ফ্রিতে খুব সহজেই মাত্র ১০ মিনিটের মধ্যে। [পর্ব- ১/২]

Unnamed

কেমন আছেন সবাই? আশা করি ভালো।

আজ আপনাদের শিখাবো কিভাবে FusionBD.Com এর মতো একটা ওয়েসাইট তৈরি করবেন ফ্রিতে। এই পদ্ধতিটা খুবই ইজি। খুব সহজেই মাত্র ১০ মিনিটের মধ্যে আপনি একটা ডাউনলোড সাইট বানিয়ে ফেলতে পারবেন।

তো চলুন শুরু করা যাক। আমরা সাইট তৈরি করবো ওয়েপকিজ দিয়ে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে Wapkiz দিয়ে কেন সাইট তৈরি করবেন!

কেন Wapkiz দিয়ে সাইট তৈরি করবেনঃ

১. Wapkiz আপনাকে দিচ্ছে ২৫ জিবি ব্যান্ডউইথ ফ্রি সবসময়ের জন্য । ২৫ জিবি ব্যান্ডউইথ! আপনি যদি ২৫ জিবি ব্যান্ডউইথ কিনতে যান তাহলে কত টাকা খরচ হবে ভাবতে পারছেন?

২. কোনোপ্রকার কোডিং বা ওয়েব ডেভেলপমেন্ট না জেনেই আপনি FusionBD.Com এর মতো একটা সাইট বানাতে পারবেন ফ্রিতে।

৩. Wapkiz এ আপনি ২/৩ টি ডোমেন একসাথে অ্যাড করতে পারবেন।

৪. এছাড়াও আপনি যদি শুধু html জানেন তাহলে ইচ্ছা মতো আপনার সাইট ডিজাইন করতে পারবেন। আপনি যেখানে যা দেখাতে চাইবেন তা ই পারবেন।

তো চলুন শুরু করা যাকঃ

প্রথমে Wapkiz.Com এই সাইটে যান। এবার Register এ ক্লিক করুন। নিচের স্ক্রিনশটের মতো আসবে।

User Name এ একটি ইউনিক ইউজার নেম দিন। যেমনঃ Shanto4567। আপনার ইমেইল দিন। পাসওয়ার্ড দিন। আর ঠিক মতো ক্যাপচা পূরণ করুন। এরপর I have read and agreed to terms and condition এ মার্ক করুন। এখন Create এ ক্লিক করুন।

এবার Create New Site এ যান। create domain এ আপনার ওয়েবসাইটের যে নাম দিতে চান তা দিন। যেমন আমি দিলাম wizbddownload. এবার নিচের স্ক্রিনশটের মার্ক করা অপশন থেকে যে কোনো একটি বেছে নিতে পারেন। সাইটের ডেস্ক্রিপশন দিন। Categories এ Download সিলেক্ট করুন আর Create এ ক্লিক করুন।

এবার সাইট তৈরি হয়ে গেলে Panel এ ক্লিক করুন। প্যানেল থেকে Preset (templet) এ ক্লিক করুন।

এবার নিচের স্ক্রিনশটের মার্ক করা apply তে ক্লিক করুন।

ব্যাস, view তে ক্লিক করে আপনার সাইটটি কেমন হয়েছে দেখতে পারবেন। আপনার ডাউনলোড সাইট তৈরি হয়ে গেলো। এখন এটাকে আমরা fusionbd.com এর মতো ডিজাইন করবো। তো আজ এই পর্যন্তই বাকিটুকু পরের পর্বে দেখানো হবে। সাথেই থাকুন। ধন্যবাদ।

আমার পোস্টি যদি আপনাদের ভালো লাগে আমার সাইট TipsNow24.Com ভিজিট করে আসবেন

আমাদের সাইটে ১ টি পোস্ট করলে ১০ টাকা।আর ৩০ টাকা হলে পেমেন্ট

Cradit: Shanto Vai

Exit mobile version