Site icon Trickbd.com

ব্যাকলিঙ্ক কি?যাদের ওয়েবসাইট আছে তারা অবশ্যই এই পোস্টটি পড়ুন!!!

Unnamed

হ্যালো বন্ধুরা,আজকে আমি ব্যাকলিঙ্ক কি?কিভাবে তৈরি করবেন টা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব।চলুন শুরু করি।


আপনার যদি একটি ওয়েবসাইট থেকে থাকে এবং সেটাকে যদি আপনি গুগল এ সার্চ রাঙ্ক এ আনতে চান তাহলে আপনার অবশ্যই ব্যাকলিঙ্ক সম্পর্কে জানতে হবে।

ব্যাকলিঙ্ক কি?

আমি আপনাদের সহজ ভাষায় বলি ধরুন একজন বড়লোক তার অনেক টাকার কারনে তিনি বড়লোক।এখন আপনি যদি তাকে বলেন আমাকে কিছু টাকা দাও আমি ও বড়লোক হব।এখানে টাকা হলো ব্যাকলিঙ্ক আর বড়লোক হওয়ার মাধ্যম হলো গুগল এর সার্চ রাঙ্ক এ আসা।আশা করি বুঝতে পেরেছেন।আরও উদাহরণ দিলে বুজতে পারবেন।ধরুন বাংলাদেশের সেরা ট্রিক সাইট লিখে গুগল এ সার্চ করলে ট্রিকবিডির ওয়েবসাইট সর্বপ্রথম আসত কিন্তু এখন অন্য আরেকটি ওয়েবসাইট আসে।এর পিছনে কারণ কি?ব্যাকলিঙ্ক।যেই ওয়েবসাইট টি বর্তমানে সার্চ দিলে প্রথমে আসে সেই ওয়েবসাইট টি ট্রিকবিডির থেকে বেশি ব্যাকলিঙ্ক তৈরি করেছে,তাই তার ওয়েবসাইট টি গুগল এর প্রথম পেজে আসছে।


এখন বলা যাক ব্যাকলিঙ্ক টা কি?

ব্যাকলিঙ্ক হল আপনার ওয়েসাইটের একটি লিঙ্ক অন্য ওয়েবসাইট এ থাকা এবং সেই লিঙ্কের মাধ্যমে আপনার ওয়েবসাইট এ ট্রাফিক নিয়ে আশা।ব্যাকলিঙ্ক দুই প্রকার।dofolow এবং nofolow।
আমাদের শুধু dofolow কাজে আসবে তাই dofolow সম্পর্কে কথা বলি।
Dofolow ব্যাকলিঙ্ক অনেক ভাবে বানানো যায়।এবং টা নির্ভর করে সেই ওয়েবসাইটের উপর যেখানে আপনি আপনার ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক বানাবেন।ব্যাকলিঙ্ক শুধু ওয়েবসাইট এর জন্য না আপনার ওয়েবসাইটের পোস্ট এর জন্য,ইউটিউব ভিডিওর জন্য ফেসবুক প্রোফাইলের জন্যও ব্যাকলিঙ্ক বানাতে পারবেন এবং এটা জরুরী।ব্যাকলিঙ্ক বানানোর কয়েকটা মাধ্যম বলি।যেমন:কোন ওয়েবসাইটে আপনার প্রোফাইল ইনফরমেশন দেওয়ার সময় সেখানে আপনার ওয়েবসাইটের লিংক দিতে বলে সেটা হল একটা ব্যাকলিঙ্ক,অনেক ওয়েবসাইট এ কমেন্ট করার সময় নিজের ওয়েবসাইটের লিংক দিতে বলে সেটা একটা ব্যাকলিঙ্ক এবং সবচেয়ে সেরা ব্যাকলিঙ্ক হলো অন্যের ওয়েবসাইটে পোস্ট করা এবং সেখান থেকে নিজের ওয়েবসাইটে ট্রাফিক আনা।এই মাধ্যম গুলির মাধ্যমে যদি আপনি আপনার ওয়েবসাইটে ভিজিটর আনতে পারেন তাহলে আপনার ওয়েবসাইট গুগল এ রাঙ্ক করবে।
এখন আপনি কতটা ব্যাকলিঙ্ক বানালে গুগল এর সার্চ রাঙ্ক এ আসবেন?

টা জানতে হলে আপনি ahref টুল ব্যবহার করতে পারেন।এটির মাধ্যমে আপনার প্রতিদ্বন্দ্বীর কতটা ব্যাকলিঙ্ক এবং কোথায় কোথায় ব্যাকলিঙ্ক বানিয়েছে টা জানতে পারবেন।
ধরুন আপনার প্রতিদ্বন্দ্বী ট্রিকবিডির।এখন আপনি সার্চ রাঙ্ক এ Trickbd এর আগে আপনার সাইট আনতে চাইলে প্রথমে দেখতে হবে Trickbd কতটা ব্যাকলিঙ্ক বানিয়েছে এবং কোথায় কোথায় বানিয়েছে।আপনিও চাইলে সেসব ওয়েবাইট এ ব্যাকলিঙ্ক বানাতে পারেন।এবং আপনাকে Trickbd থেকে বেশি ব্যাকলিঙ্ক বানাতে হবে যদি আপনি Trickbd আগে আসতে চান।আজকে এত টুকুই।কোথায় কিভাবে ব্যাকলিঙ্ক বানাবেন।DA PA কি এবং ahref টুল সম্পর্কে পরবর্তী পোস্টে জানাব।পরবর্তী পোস্টটি পেতে আমার ওয়েবসাইটি ভিজিট করবেন
Click

????


FACEBOOK CLICK HERE
messenger message me
Twitter Click here……
Exit mobile version