আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই,আশা করি ভালো আছেন।আমিও মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি।
আজকের পোস্টে দেখাবো কিভাবে আপনার ব্লগসাইট/ওয়াপকিজ সাইট/ওয়ার্ডপ্রেস সাইট freebasic এ এড করবেন।তো চলুন শুরু করা যাক।
প্রথমে আপনার সাইট্টি এড করার আগে আপনার সাইটে ভালো মানের কিছু পোস্ট থাকতে হবে।তা না হলে আপনার সাইটটি এড নাও হতে পারে।
সাইট এড করার জন্য প্রথমে গুগল ক্রোমে চলে যান।আপনার ফেসবুক এক্যাউন্টটি লগ ইন করুন।তারপর সার্চবক্সে লিখুন partners.facebook.com/fbs/onboarding
অথবা এখানে ক্লিক করুন।
যদি ফেসবুকে লগিন করা না থাকেন,তাহলে পেজটি এমন দেখাবে।এখান থেকেও ফেসবুকে লগিন করে নিতে পারেন।
এবার একটি ফরম দেখতে পাবেন।এই সম্মপুর্ন ফর্মটি আপনাকে পূর্ন করতে হবে।আমি একে একে সবগুলো ফিলাপ করে দেখিয়ে দিচ্ছি।
Choose a buisness এ আপনার সাইট্টি যে ক্যাটাগরির সেই ক্যাটাগরির দিতে হবে।যেমন আমি দিয়েছি Tips And Trick ক্যাটাগরির।পাশে বিসনেস নেমও একি রকম দিবেন।Country বাংলাদেশ সিলেক্ট করুন এবং আপনার ফোন নাম্বার দিন।
এবার আপনার সাইটের নাম দিন।যেখানে site name লেখা আছে।ক্যাটাগরি Learning দিন।অর্থাৎ আপনার সাইট্টি যে ক্যাটাগরির।এবার আপনার সাইটের জন্য একটি থামলাইন ও একটি ব্যানার তৈরি করতে হবে।থামলাইন ও ব্যানার তৈরির অনেক পোস্ট আছে ট্রিকবিডিতে।তাই ট্রিকবিডি থেকে দেখে নিতে পারেন।আর মনে রাখবেন থাম্বলাইন হবে 114×114 সাইজের এবং ব্যানার হবে 720×352 সাইজের।
এবার Your Message ওপশেনে সুন্দর ইংরেজিতে আপনার সাইট্টি সম্মপর্কে লিখতে হবে।আপনার সাইট্টি কেমন বা মানুষ কেমন উপকৃত হবে আপনার সাইট থেকে,তা লিখতে হবে।তারপর Add a url এ ক্লিক করুন।
এবার প্রথম যেই বক্সটি দেখতে পারছেন,সেই বক্সে আপনার সাইটের এড্রেস লিখুন এবং Test এ ক্লিক করুন।
এবার দেখুন পাশে যেই ফোন স্ক্রিন আছে সেখানে কিছুক্ষণ লোড নিবে।এরপর আপনার এড্রেসের নিচে country বাংলাদেশ এবং language ইংরেজি এবং বাংলা এড করুন।এবার I have tested ওপশেনে রাইট চিনহে ক্লিক করুন।
এবার ওকে লেখাতে ক্লিক করুন।
এবার Localaziation ওপশেনে English এবং বাংলা এই দুই ক্যাটাগরিতে সাইট নেম ওপশেনে আপনার সাইটের নাম লিখুন।এবার one line description এ এক বাক্যের মধ্যে আপনার সাইট কিছু লিখুন।Long Description এ আপনার সাইট সম্বন্ধে মিনিমাম ৩০ ওয়ার্ডের কিছু লিখতে হবে।এবং একদম নিচে Acknowledgement ওপশেনে ক্লিক করে submit এ ক্লিক করুন।
এবার কিছুক্ষণ অপেক্ষা করুন।তারপর Sites ওপশেনে ক্লিক করুন।
দেখেন আপনার সাইট্টি রিভিউতে আছে।
আপনার সাইট্টি যদি ভালো মানের হয়।তাহলে ২-৩ দিনের মধ্যেই ফ্রীবাসিক এ চলে আসবে এবং এই Sites ওপশেনে আসলে success দেখাবে।তাই আপনার সাইটিও ফ্রীবাসিক এ এড করে নেন।আর এই এড করতে কোনো প্রকার সার্ভিস চার্জ লাগে না।
আমার পোস্টি যদি আপনাদের ভালো লাগে আমার সাইট TipsNow24.Com ভিজিট করে আসবেন
আমাদের সাইটে ১ টি পোস্ট করলে ১০ টাকা।আর ৩০ টাকা হলে পেমেন্ট
আমাদের সাইটে Emamulঅথর আমাদের সাইটে টিউন প্রথম প্রকাশ করেন
তো এই ছিল আজকের পোষ্ট।যদি পোস্টি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন।অনেক কষ্ট করে লিখতে হই পোস্টগুলো।তাই একটা লাইক দিয়ে TrickBD এর সাথে থাকুন।