Site icon Trickbd.com

কোনো ধরনের অ্যাপ ছাড়াই আপনার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন খুব সহজে।

Unnamed

সবাই কেমন আছেন আসা করি সবাই ভালো।

আছকে আমি দেখাবো যে কোনো ধরনের অ্যাপ ছাড়াই কি ভাবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এবং খুব সহজে।

তো শুরু করা যাক।
প্রথমে
এখানে ঢুকেন

তার পর এখানে ক্লিক করেন [যে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তা সিলেক্ট করেন]

তার পর কিছুক্ষণ অপেক্ষা করেন।

তার পর এখানে ক্লিক করেন।

তার পর এখানে ক্লিক করেন।

তার পর আপনার ছবির ব্যাকগ্রাউন্ড কি ধরনে কালার নিবেন তা সিলেক্ট করেন।

এবং আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে কোনো ছবিও দিতে পারবেন তার জন্য এখানে ক্লিক করেন।

তার পর এখানে ক্লিক করে আপনার ছবি টা সিলেক্ট করেন।

তার পর দেখেন হয়ে গিয়েছে।

তার পর ছবি টা save করতে চাইলে save তে ক্লিক করে save করে নিন।

বিঃদ্র: কাজ করার সময় ফোনের Browser ব্যবহার করবেন।

কোনো কিছু না বুঝলে comment করবেন।

আর আমার জন্য সবাই দোয়া করবেন।

ধন্যবাদ।