আপনাদের ট্রিকবিডিতে আমার শুভেচ্ছা জানাই
তো টাইটেল নিশ্চয়ই দেখেছেন। এবার শুরু করা যাক।
FOREST APP কি ???….
.
ফরেস্ট অ্যাপ হলো এমন একটা অ্যাপ যেটি আপনার পড়াশুনায় আরো মনযোগ বৃদ্ধি করবে। অ্যাপটিতে টাইম সেট করা হলে একটি গাছ ছোট থেকে বড় হতে থাকে। কিন্তু যখনই অ্যাপ থেকে বেরোবেন তখনই গাছটি মরে যাবে।
এভাবেই আপনি যদি প্রতিদিন ব্যবহার করেন তবে একটি পূর্ন বৃক্ষ পাবেন। মাসশেষে একটি পূর্নাঙ্গ বনান্ঞ্চল ???
এভাবে আপনার ধৈর্য ও সময়কে কাজে লাগাতে পারেন ??
.
[[[বেনেফিট]]]
°পড়ালেখার মনযোগ বৃদ্ধি পাবে।
এরপর নিচে দেখুন অপশন বাটনে হিভিন্ন অপশন দেখা যাচ্ছে
উপরের ছবির গোল অংশ রোটেশন করুন। যত রোটেশন করবেন তত বাড়বে।
উপরের মতো অপশন আসলে সিটিংস করে নিন
দেখুন ফোন give up করামাত্রই গাছ মরে গেছে??
You must be logged in to post a comment.
কি বুঝালেন? কিছুই বুঝলাম না।
জানি না কেন বুঝলেন না। ??
এটি একটি সেল্ফ মোটিভেশন অ্যাপ। এই অ্যাপে নির্দিস্ট টাইম সেট করা হয়। ঐ সময়ে একটি গাছ বড় হয়। যখনি অ্যাপ থেকে বেরোবেন তার পূর্বে গাছটি মরে যাবে। অনেকটা গেমের মতো। আর যদি ঐ নির্দিস্ট সময়ে গাছটি বড় হয় এবং প্রতিদিন ব্যবহার করেন, তবে মাসশেষে একটা বনান্ঞ্চল পাবেন
তো এইটা কিছু হইল? রাতে অ্যাপ ওপেন করে ঘুমাইলেই ত সকাল সকাল বনাঞ্চল হয়ে যায়… ?
অবশ্য এক রাতেই বনাঞ্চল হবে না, কয়েক রাত লাগব্রেহ ?
এবং প্রতিটি গাছ আপনার কাজকে স্মরন করিয়ে দেবে ?
মোবাইল খোলা রাখলে তো পড়ালেখা হবেই না।
খোলা রাখলেও হবে, কারন আপনি অ্যাপ থেকে বেরোতে পারবেন না, যদি বের হোন তবে গাছটি মরে যাবে