আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই?
বাজারের সস্তা পাওয়ার ব্যাংক ব্যাবহার করে যখন অতিষ্ঠ তখন চিন্তা করলাম নিজেই একটা পাওয়ার ব্যাংক বানিয়ে নেই।
আবশেষে বানিয়েও ফেললাম। ব্যাকাপ এর কথা তো বলবোই না পুরাই অস্থির। আমার 4000Mah এর ফোন ফুল ৪/৫ বার চার্জ দোওয়া যায়।
প্রথমে যা যা লাগবেঃ
১। পুরাতন ল্যাপটপের ব্যাটারি (১০০-১৫০ টাকার মধ্যে পেয়ে যাবেন কম্পিউটারের দোকানে)
২। পাওয়ার ব্যাংক সার্কিট মডিউল (ইলেক্ট্রিক্যাল শোপ বা টেক শোপে পেয়ে যাবেন)
কাজের ধাপঃ
ব্যাটারিগুলোর সমান্তরাল সংযোগ দিন।
এরপর সার্কিট এর (+) সংযোগ এর সাথে ব্যাটারির সংযোগ এবং (-) সংযোগের সাথে ব্যাটারির সংযোগ দিন।
ব্যাস কাজ শেষ!
সুবিদার্থে ভিডিও দেখতে পারেন।
আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না Creators Bangla
আমি লোকাল দোকান থেকে ১৬০ টাকা দিয়ে কিনছি
কিনতু আমার জিমেইল কে যেন হ্যাক করে ফেলেছে….
এখন আমি যদি উথর হয় তাহলে জিমেইলে কি কোন মেইল যাবে?
যাই হোক, আপনি অথর হলে খুব সম্ভবত আপনার হ্যাকড মেইলে ম্যাসেজ যাবে, যদিও আমি জানি না।