আসালামুআলাইকুম
আশা করি সকলে ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। তো আজকে আমার পোস্ট এর বিষয় হলো ফ্রি নেট নিয়ে আলোচনা। আমি যতদুর ফ্রি নেট নিয়ে জানি তা আপনাদের সাথে শেয়ার করবো
মানুষ মাত্রই ভুল।তাই আমার কোথাও ভুল থাকলে তা দেখিয়ে দিবেন।
ফ্রি নেট ফ্রি নেট ফ্রি নেট
ফ্রি পেতে কার না ভালো লাগে।আর সেটা যদি ফ্রি নেট হয় তাহলে তো কথাই নেই।আমরা বাঙালিদের ফ্রি নেট এর প্রতি আগ্রহ বেশি থাকার কারণ হল আমাদের সিম কোম্পানি ডাটা প্যাক এর জন্য একটু বেশি চার্জ নিয়ে থাকে।আমাদের পাশের দেশ ভারত এর চেয়ে অনেক ভালো। আপনি যদি তাদের ডাটা প্যাকেজ দেখেন তাহলে আপনি চাইবেন নেট চালানোর জন্য ভারতে চলে যেতে।যাইহোক অত কথা না বলে মুল পোস্ট এ ফিরে আসি।তো যেহেতু ডাটা প্যাক নিয়ে সমস্যা তাই আমরা সবসময় ফ্রি নেট খুজি। আসলেই কি ফ্রি নেট সম্ভব..? বাংলাদেশ এ কি ফ্রি নেট চালানোর উপায় আছে…?
উত্তর হল – হ্যা। ফ্রি নেট চালানোর অনেক উপায় আছে।কিভাবে ফ্রি নেট চালানো যায় তা আপনাদের জানাবো আস্তে আস্তে। তবে তার আগে আমাদের কিছু বিষয়ের উপর সাধারণ ধারণা থাকা লাগবে।আজকের এই পর্বে আমি সেগুলোই আপনাদের জানাবো।যারা জানেন তারা চাইলে ইগ্নোর করতে পারেন।
তো ফ্রি নেট চালানোর জন্য আমাদের কিছু জিনিস নিয়ে ব্যাসিক ধারণা থাকা উচিত না হলে বুঝতে সমস্যা হতে পারে।তো কথা না বাড়িয়ে চলুন জেনে আসি
১; Host
- হোস্ট বলতে সাধারণত বাহন বোঝানো হয়।ধরুন আপনি রাজশাহী থেকে বাসে করে ঢাকায় যাবেন। এই খানে হোস্ট হলো বাস।কেননা আপনি বাসের মাধ্যমেই গন্তব্য স্থলে যেতে পারবেন।ফ্রি নেট চালানোর জন্য আনেক সময় হোস্ট এর প্রয়োজন হয়।
2; Free Page
- Free Page হলো সেই সকল সাইট যেখানে আমরা কোনো এমবি / টাকা ছাড়া 0 Cost এ ঢুকতে পারি।বিভিন্ন সিমের বিভিন্ন ফ্রি পেজ আছে। যেমন জিপি সিমে Easynet.com এ।বাংলালিংক এ Eselfcare.banglalink.net ইত্যাদি। ফ্রি নেট চালাতে এসব ফ্রি পেজকে হোস্ট হিসেবে ব্যাবহার করা হয়
3: Port
- আপনাদের মোবাইলে চার্জ দেবার জন্য প্রতিটা ফোনেই একটি করে পোর্ট থাকে যা মাধ্যমে আপনি চার্জার এর পিন ফোনের সাথে সংযুক্ত করেন। পোর্ট কি তা বোঝানোর জন্য একটি উদাহরণ দেওয়া যাক। আপনি একটি বাড়িতে প্রবেশ করবেন।তো প্রবেশ এর জন্য দরজা ব্যবহার করবেন। দরজা বন্ধ থাকলে জানালা বা পিছন দরজা ইত্যাদি। এখানে বাড়ি হলো ইন্টারনেট। পোর্ট হল দরজা জানালা ইত্যাদি। ফ্রি নেট চালানোর জন্যও আমাদের কিছু Open Port লাগবে। Port এর কিছু ভাগ আছে।
- UDP Port;- এইটা খুব ভালো স্পিডের পোর্ট নেটওয়ার্ক এ যদি এই সব পোর্ট আপনি পান তাহলে খুব ভালো স্পিডে ফ্রি নেট চালাতে পারবেন।
- TCP Port ;- এইটাও ভালো স্পিডের তবে Udp এর চেয়ে Slow একটু
আশা করি Port কি তা বুঝেছেন
3: Proxy
- Proxy নিয়ে জানার আগে আপনাকে IP নিয়ে জানতে হবে।আমাদের সবার ফোনেই একটি নির্দিষ্টভাবে IP আছে।এই IP দিয়ে যে কেউ আপনার লোকেশন। ফোন ডিটেইলস ইত্যাদি সহ অনেক কিছু জানতে পারবে।আমাদের দেশের সরকার আমাদের আইপি গুলো Porn Site এ ব্লক করে দিয়েছে যার জন্য আমরা আমাদের রিয়াল আইপি দিয়ে ব্লক সাইটে প্রবেশ করতে পারিনা এখন কাজ হল Proxy এর।প্রক্সিও এক ধরনের আইপি। তবে তা অন্য কারো। প্রক্সি ব্যাবহার করলে আমরা আমাদের রিয়াল আইপির বদলে অন্য আইপি শো করে। প্রক্সির মাধমে আমরা ব্লকেড সাইটগুলোতে ঢুকতে পারি। ফ্রি নেট চালানোর জন্যও কিছু প্রক্সি লাগে যা দিয়ে আমরা ফ্রি নেট চালাতে পারবো
4: Vpn & Tunnelers
- 90% Vpn ই Tunnels.. তবে সব Tunnels গুলো Vpn না। Vpn হলো সেই সকল টানেলার্স যা ব্যাবহার করে আপনি আপনার আইপি হাইড করতে পারবেন। ভিপিএন আপনার এমবি গুলো দিয়ে আপনার আইপি encrypted করে অন্য আইপি দেয় যাতে আপনি আপনার অনলাইন এক্টিভিটি নিশ্চিন্তে করতে পারেন।এবং বিভিন্ন ব্লক করা সাইটে access নিতে পারেন। Vpn আপনাকে কখনোই ফ্রি নেট দিতে পারবেনা। অন্যদিকে টানেলার্স হল সেই সকল ভিপিএন যা আপনাকে ফ্রি নেট চালানোর সুবিধা দিবে।কিছু টানেলার্স এ কনফিগারেশন করা লাগে আবার কিছু গুলোতে আগে থেকেই করা থাকে। টানেলার্স আপনার সিম কোম্পানির ফায়ারওয়াল ইঞ্জেকশন করে আপনাকে আপনাকে ফ্রি নেট চালানোর সুযোগ করে দেয়। Sky Vpn হলো এই ধরনের এক Tunneler ।অন্যদিকে Touch Vpn হলো Vpn….
- Touch Vpn..Turbo Vpn.. Proton vpn…cyber ghost vpn…Nord Vpn হলো কিছু ভালো Vpn….আর Sky vpn…Droid Vpn…Psiphon Vpn…এগুলো হলো Tunneler Vpn….
5: ISP
- isp হলো Internet Service Provider… বাংলা কথায় যারা আমাদের ইন্টারনেট সেবা দিয়ে থাকে। আমাদের দেশে৷ Grameenphone,, Banglalink,, Robi,,,, Airtel,,, হলো ISP যারা আমাদের ইন্টারনেট সেবা দিয়ে থাকে।
তো আজকের মত এখানেই শেষ করছি পরের পর্বে কিভাবে ফ্রি নেট চালানো যায় তা দেখানোর চেস্টা করবো।কোথাও বুঝতে সমস্যা হতে কমেন্ট করে জানাবেন যতটুকু পারি সাহায্য করার চেস্টা করবো।
পোস্ট ভালো লাগলে একটা লাইক দিয়েন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।আসলে লাইক কমেন্ট বেশি হলে পোস্ট করার আগ্রহটা বেড়ে যায়।
connect with me
Facebook – Ahmed Afnan
YouTube – TechX Brothers ( ভালো লাগলে SubsCribe করবেন।
যেকোনো Free Paid Mod apk পেতে জয়েন করুন আমার গ্রুপে
Join Group – Apks Market Free Paid Mod