আসসালামু আলায়কুম ,
সবাই আশা করি ভালোই আছেন ? Trickbd এর সাথে থাকলে ভালো থাকারই কথা । আর একটা বিষয় এর জন্য আমি মাফ চেয়ে নিচ্ছি সেইটা হচ্ছে আমার লেখার মধ্যে ছোট ছোট বানান ভুল হয়ে যাই, আসলে কি আমি অভ্র কিবোর্ড ব্যাবহার করি , আমার লেখা গুলা বাংলিশ এ লিখতে হয় ,
Exmple দেখেন ।
আমি যদি লিখি
“Amar Sonar Bangla”
তাইলে আউটপুট আসে “আমার সোনার বাংলা”
কোথায় বানান ভুল হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না । তারপরে চেষ্টা করছি যতটা সম্ভব বানান গুলা ঠিক করা ।
আজকের পোস্ট এর বিষয় লিনাক্স এর তো অনেক সিস্টেম তাইলে আমারা কোন গুলা ব্যাবহার করবো ?
যেমন ধরেনঃ Ubuntu , Linux mint , Debain , Zorin OS , Deepin , Manjaro, Arch Linux , kali linux etc
এর এবার প্রতিটার আলাদা আলাদা Dristo আছে ,
যেমনঃ Ubuntu এর dristo গুলা
Ubuntu
Xubuntu
Lubuntu
Kubuntu
Manjaro এর আছে
Manjaro Xfac
Manjaro KDE Edition
Manjaro DEEPIN Edition
ভাই বললে অনেক হবে সব গুলারই এই রকম অনেক আছে ।
আমি প্রথমেই বলি আপনি যদি লিনাক্স এ নতুন হন তো আপনার জন্যও রয়ছে উবুন্টু , উবুন্টু একটু সহজ সুন্দর অপেরটিং সিস্টেম । আমি নিজে উবুন্টু ব্যাবহার করি , আজকে উবুন্টু সম্পর্কে বেশি কথা হবে এবং অন্য গুলা ও নিয়ে কথা হবে একটু কম , কারন নতুন দের জন্য উবুন্টু বেস্ট আমি আপনাদের উবুন্টু Suggest করবো , তবে আপনি যদি উবুন্টু ব্যাবহার করতে না চান তো Manjaro বাহবার করতে পারেন , এটা ও অনেক সহজ , এটা Arch bassed সিস্টেম । আপনারা বললে লিনাক্স এর অনন্য সব সিস্টেম নিয়ে লেখা হবে ।
আপনি যদি লিনাক্স এ অজ্ঞ হন লিনাক্স শিখার আগ্রহ যদি আপনার থাকে তাহলে আপনাকে উবুন্টু দিয়ে শুরু করতে হবে । আর আপনি যদি উবুন্টু ব্যাবহার করতে না চান তো আপনাকে suggest করবো manjaro । অনেকের প্রথম পছন্দ linux mint । তবে প্রথমেই mint ব্যাবহার করতে গেলে আপনার একটু সমস্যা হবে , ভালোভাবে বুঝতে পারবেন না । Manjaro কে আমি suggest করছি কারণ এটি বলতে গেলে উবুন্টু থেকে ও সহজ টার্মিনাল ব্যাবহার কম করে ও অনেক কিছু করা যায় ।
মনে করেন আপনি ঠিক করলেন যে আপনি উবুন্টু অথবা মানজারু ব্যাবহার করবেন , এখন এই গুলার তো অনেক সাব সিস্টেম আছে আকাশ ভাই এখন বলেন কোনটা দিব ?
আমি বলব আপনার যদি ডেক্সটপ কে খুব সুন্দর করে সাজাতে ইচ্ছে করে এবং অতি সহজ এ তাইলে আপনার জন্য Kubuntu / Manjaro KDE Edition . এই ২ টার ডেক্সটপ হুবুহু এক রকম পাবেন খুব সহজ এ আপনি সব কিছু কাস্টমাইজ করতে পারবেন ।
লিনাক্স এর প্রতিটা Dristo ই আপনি কাস্টমাইজ করতে পারবেন কিন্তু তার আগে আপনাকে লিনাক্স এ একটু Advance হতে হবে , কিন্তু লিনাক্স এর KDE Plasma এ আপনি কোন কিছু না জেনে ও ভালো ভাবে আপনার পিসি কে সাজাতে পারবেন , Kubuntu আর Manjaro KDE Edition এ KDE Plasma Desktop দেয়া হয়ে থাকে ।
আর একটা কথা আপনি লিনাক্স এর যে সিস্টেমই ব্যাবহার করেন না কেন KDE Plasma সব সিস্টেম ইন্সটল দিতে পারবেন ।
আপনি যদি খুব হাল্কা পাতলা সিস্টেম চান তো আপনার জন্য Lubuntu / Manjaro Xfac
কি বলব ভাই এই lubunt আর xfac এ খুব পাতলা dristo ব্যাবহার করা হয়েছে , যার কারণ এ এটা খুবই ফাস্ট ।
সব কিছু করতে পারবেন । এটার সব থেকে ভালো বিষয় হচ্ছে এটা অনেক ফাস্ট ।
এবার বলি আপনি এত কিছু তে না যেয়ে সরাসরি ubuntu ব্যাবহার করতে পারেন যেটা আমি করি ।
আপনি চাইলে উবুন্টু তে সকল প্রকার drsito ইন্সটল দিতে পারেন , কোন বিষয় না ।
এই নিয়ে পরে আরও পোস্ট হবে ।
আপনার পিসি তে যদি KDE Plasma Desktop হাং করে তো আপনি সরাসরি Manjaro Deepin দেন , এটা ও অনেক সুন্দর , দেখতে অনেক ভালো লাগে , খুব বেশি ভারি ও না এবার পাতলা ও না ।
এবার আপনি ঠিক করেন কোন টা দিবেন আপনার পিসি তে ? এই গুলার মধ্যে আপনার ভালো লাগল কোনটা কমেন্ট বক্স এ জানান ।
এখন আমি উবুন্টু ইন্সটল নিয়ে পোস্ট দিতে চেয়েছিলাম বাট অনেকে ভেবে পাচ্ছে না যে কোনটা দিবে তাই এই পোস্ট টা করা ।
২ টা গ্রুপ লিঙ্ক দিলাম লিনাক্স ব্যাবহার করতে গেলে দরকার হবে , আগেই বলি এই গ্রুপ এর এডমিন বা এডিটর আমি না , আপনারদের ভালোর জন্য শেয়ার কুরলাম
উবুন্টু গ্রুপ https://www.facebook.com/groups/ubuntubd/
মানজারু গ্রুপ https://www.facebook.com/groups/manjarobangladesh/
Official Site
আর একটা কথা আজকে উবুন্টু ১৯.০৪ রিলাইজ হল , ডাউনলোড করলে করতে পারেন লিঙ্ক টা দিলাম