আসসালামুয়ালাইকুম
গুগলে চাকরি অনেকের স্বপ্ন। আচ্ছা সেটা যদি সত্যি হয় তাহলে তো কোনো কথাই নেই। গুগল এবার সেই সুযোগ দিচ্ছে।
Kick Start একটি বিশ্বব্যাপী অনলাইন কোডিং প্রতিযোগিতা যা Google প্রকৌশলী দ্বারা ডিজাইন করা বিভিন্ন অ্যালগরিদমিক চ্যালেঞ্জগুলির তিন ঘন্টার রাউন্ডগুলি। অংশগ্রহণকারীরা সারা বছর ধরে অনুষ্ঠিত এক বা একাধিক অনলাইন রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এবং Google এ তাদের ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতাগুলির নজরে পড়ার সময় তাদের প্রোগ্রামিং ক্ষমতাগুলি বিকাশ এবং বৃদ্ধি করার সুযোগ পাবে (শীর্ষ অংশগ্রহণকারীদের Google এ সাক্ষাত্কারে আমন্ত্রণ জানানো হবে)।
মহিলা টেকমেকার্স স্কলার প্রোগ্রাম এশিয়া প্যাসিফিক 2019: [শেষ তারিখ: 31 মে]
এই বৃত্তি প্রোগ্রামটি কম্পিউটার বিজ্ঞান অধ্যয়নরত মহিলা শিক্ষার্থীকে শিক্ষা শিক্ষা, গুগল একটি বিনামূল্যে সফর এবং স্কলার সম্প্রদায়ের অংশ হওয়ার সুযোগ করার পুরষ্কার দেয়!
উইমেন টেকমেকার্স স্কোলার প্রোগ্রামের অংশ হতে আবেদন করুন এবং Google সমস্ত খরচ দিবে।
আবেদন করতে:-
এখানে ক্লিক করুন ও বিস্তারিত জানতে পারবেন
নতুন লেখক হিসেবে লাইক ও কমেন্ট করে উৎসাহিত করতে ভুলবেন না।
ধন্যবাদ