Site icon Trickbd.com

Best Budget Tripod With Bluetooth Remote Control Bangla Review [ Products Reviewss ]

আসসালামুআলাইকুম বন্ধুরা, দিন দিন ইউটিউব চ্যানেল অনেক বৃদ্ধি পাচ্ছে, তার সাথে বৃদ্ধি পাচ্ছে অনেক ভালো কোয়ালিটির ভিডিও। আমাদের অনেকেরই ভিডিও করার সময় সমস্যা হয়। মানে ভিডিও করার সময় আমাদের হাত নড়ে চার কারণে ভিডিও সুন্দর হয় না। তাই আমাদের ক্যামেরাটি না নড়াচড়ার জন্য আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের tripod। বাজারে অনেক ধরনের tripod রয়েছে কিন্তু কিছু কিছু tripod আছে যেগুলোর দাম অনেক, আমাদের বাজেটের মধ্যে না থাকার কারণে আমরা সে tripod গুলো কিনতে পারি না। আজ আপনাদের সামনে এমন একটি tripod রিভিউ করব যেটা দামে কম এবং অনেক ভালো ভালো কিছু ফিচার পাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি…

Review

এই tripod টির দাম মাত্র 1200 টাকা। এত কম দামে এই tripod টিতে রয়েছে অসাধারণ কিছু ফিচার। ইকির উল্লেখযোগ্য ফিচার এর মধ্যে একটি ফিচার হলো এটির সাথে দেওয়া রিমোট কন্ট্রোল। এই রিমোট কন্ট্রোল টির সাহায্যে আপনি দূরে বসে ভিডিও কন্ট্রোল করতে পারবেন, তাই এখন আর আপনাকে ভিডিও কন্ট্রোল করার জন্য আপনার ক্যামেরার কাছে যেতে হবে না। এছাড়া এই tripod টি 360 ডিগ্রী অ্যাঙ্গেলে ঘুরাতে পারবেন। যার ফলে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও শুট করতে পারবেন। এটির ওজন(০.৬ kg) অনেক কম হওয়ার কারণে আপনি এটিকে যেকোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। এই tripod টি আপনি আপনার মোবাইল ক্যামেরা সহ বিভিন্ন ধরনের ডিভাইসে ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই tripod টিম আপনি চার ফুট পর্যন্ত লম্বা করতে পারবেন। এই tripod টিতে আপনি 1.5 কেজি পর্যন্ত ওজনের ডিভাইস রাখতে পারবেন।

Features of Tripod with Bluetooth remote control (৳1,200 Only)
★ Model: YUNTENG VCT-5208
★ Head: three-dimensional head
★ Moving Head angle: 360 degrees
★ Tilt (downward): 90 degrees
★ Tilt (up): 65 degrees

★ Material: ABS High-quality aluminum and plastic combined
★ Weight: about 0.6kg
★ Maximum load: 1.5kg
★ Number of leg sections: 4
★ Maximum leg diameter: about 18mm
★ Tripod storage height: 43cm
★ Tripod Minimum height: 43cm
★ Tripod Maximum height: 125cm
★ Suitable SLR’s, Dig cams, Action Cameras, comes with Cell phone Holder and Bluetooth Remote Shutter forSmart phones
★ Price: ৳1200 Taka Only

 

Tripod টি কিনতে এখানে ক্লিক করুন

এ রকম আরো পোস্ট পেতে আমার সাইটটি থেকে ঘুরে আসতে পারেন

আসাকরি আজকের পোস্টটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।