আসসালামুয়ালাইকুম
আসা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আসলাম। অনেক কষ্ট করে লিখে ও আপনাদের কাছে মূল্য পাই না। লেখা দেখতে কম লাগলেও এর পেছনে অনেক শ্রম দিতে হয়।
আর বক বক না করে আজকের বিষয়ে চলে যায়
অনেক এপস এ ডার্ক মোড ব্যবহার করতে করতে মনে হয় সব এপস এ হলে ভালো হতো বিশেষ করে ফাইল ম্যানেজার এ। আর Mix Xplorer এর কাজ ও এটি কি করতে পারে তা সবার জানা।
আজ আপনাদের Mix Xplorer এর ডার্ক মোড দেখাবো।
1.প্রথমে নিচের লিঙ্ক থেকে লেটেস্ট ভার্সন Mix Xplorer Download করি।
✓ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
2. Mix Xplorer ইন্সটল করে ওপেন করুন।
3. নিচের লিঙ্ক থেকে Dark Mod থিম ডাউনলোড করুন।
✓ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
4. Dark Mod ফাইল টি ওপেন করে নিচের মতো export করি।
5. ফাইল ম্যানেজার টি ওপর থেকে নিচে সোয়াইপ করে ওপেন করুন।
ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন প্লিজ।