বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন। আশা করি ভালোই আছেন। আর ঈদের দ্বিতীয় দিন কেউ ভাল না থাকার কথা না।
আজকে যে পোস্ট টি নিয়ে আমি লিখতে বসলাম এই পোস্ট টি সবার জন্য গুরুত্বপূর্ণ। কেন না আমরা সবাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি।আর এই ফোনে আমাদের প্রিয়জন বন্ধু বান্ধব আর অনেক প্রয়োজনীয় লোকের কন্টাক্ট নাম্বার সেইপ করে রাখি।আর এই কন্টাক্ট নাম্বার প্রত্যেকে অনেক দরকারি।অনেক সময় আমরা ফোন নস্ট বা ফ্ল্যাশ দিয়ে থাকি কিন্তু আমাদের প্রয়োজনীয় কন্টাক্ট নাম্বার গুলো ব্রেকআপ করে রাখি না?ভুল বসত আমাদের এই কন্টাক্ট নাম্বার গুলো ডিলিট হয়ে যায়।আর এই কন্টাক্ট নাম্বার গুলো ডিলিট হলে অনেকে বিভ্রান্তি মধ্যে পড়ি।তাই আমার এই পোস্ট টি আপনাদের জন্য।ভুল বসত এই কন্টাক্ট নাম্বার ডিলিট হয়ে গেলে কিভাবে ফিরিয়ে আনবেন।আর এই টেক্নলজির জগতে কোন না কোন ব্যবস্থা রয়েছে। হয়তো এই পোস্ট টি অনেকে করেছেন কোন না কোন অ্যাপ দিয়ে কিভাবে কন্টাক্ট ফিরিয়ে আনবেন। এখানে ক্লিক দিয়ে আরো জানুন আজ কে আমার এই পোস্ট টি ভিন্ন।অ্যান্ড্রয়েড ফোনে লুকিয়ে রয়েছে অনেক কিছু। হয়তো আমরা জানি না।আমরা কি জানি আমাদের ফোনের কন্টাক্ট নাম্বার গুলো গুগল সেইপ করে রাখছে।যেকোন সময় চাইলে আমরা আবার এই ডিলিট হওয়া কন্টাক্ট নাম্বার গুলো ফিরিয়ে আনতে পারি।
কিভাবে ভুল বসত ডিলিট হওয়া কন্টাক্ট নাম্বার ফিরিয়ে আনবেন?
তারপর দেখুন
তারপর দেখুন
তারপর দেখুন
তারপর দেখুন
তারপর দেখুন
তারপর দেখুন
যেকোন প্রয়োজনে আমি ……
আজকের মত এখানে শেষ দেখা হবে পরবর্তী পোস্টে
সবাই কস্ট করে পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ।।।