Site icon Trickbd.com

সাংবাদিকের পায়ে বাংলাদেশের পতাকা!! গুজবের বাংলাদেশ!!

Unnamed

আজকে আর ইন্ট্রু হবেনা। ব্যাস্ত আছি তারপরেও পোষ্ট করতে বাধ্য হলাম।
সকাল থেকেই মাথাটা গরম হয়ে আছে।
আমরা কি এজন্যই বাঙালী??

এজন্যই কি বিদেশীরা আমাদের নিয়ে ট্রল করে??

সকাল থেকেই দেখছি একটা পোষ্ট ফেইসবুক আর বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালগুলোতে ভাইরাল হয়েছে যে পাকিস্তানী সাংবাদিক Zainab Abbas এর জুতায় নাকি বাংলাদেশের পতাকা??

হোয়াট ইস দিস ভাই??
সিরিয়াসলি??

এই গুজব টা ছড়ানোর জন্য তারা নিচের এই ছবি টা ব্যাবহার করছে।

ছবিটা দেখে আপাতত তাই মনে। বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য গেলাম আইসিসির সেই ভ্যারিফাইড পেইজে।

যা ভেবেছিলাম তাই সত্যি হল।

এটা আসলে গুচির লগো ছিল।

নিচের ছবিটা দেখুন…..

যেটা একটা ইটালিয়ান ব্রান্ড। তাও ডাউট থাকলে আইসিসির পেইজ এ গিয়ে নিজ চোখে সেই ভিডিও টা দেখে আসতে পারেন৷

সেই ভিডিওটি দেখুন
ভাই আমরা কিভাবে পারছি নিজের দেশের অপমান নিজে করতে?? কত গুজব ছড়াব আর?? আর কত?? আমরা সুস্থ হব কবে??

সবার কাছে অনুরোধ রইল এইসব গুজব থেকে নিজে বাচুন, দেশকে বাচান।
ধন্যবাদ!!