আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মহান আল্লাহ্ তায়া লার নামে শুরু করছি _
আমাদের এই পোষ্ট এর শিরোনাম ছিল ঃ হস্তমৈথুন বা Masturbation করলে কি কি সমস্যা হয় এবং এর সমাধান (৯০% মানুষ যার উপর আসক্ত)
হস্তমৈথুন বা Masturbation যেটি একটি বদ অভ্যাস ৯০% মানুষ এর অন্য ভাবে বলা যায় যে , সিগারেট যেমন একটি নেশা এটি ও তেমনি একটি নেশা।
৯০% এর মধ্যে দেখা যায় ৮০% ছেলেরা এই কাজ এ আসক্ত এখানে সবচেয়ে বড় বেপার টি হলো সিগারেট ধরা যেমন সহজ ছাড়া টা কঠিন তেমনি এটিও ।
হস্তমৈথুন বা Masturbation এর ক্ষতিকর দিক গুলোঃ
- হস্তমৈথুন বা Masturbation এর ফলে আপনার শারীরিক শক্তি ওজন কমে যেতে পারে
- চোখের দৃষ্টি শক্তি কমে যাবে
- পেনিস ভেরিকস (Varicose ) দেখা দিবে
- ক্যালসিয়াম এর সমস্যা হবে ফলে হাত পা ব্যথা করবে
- ডিফেন্স এর চাকরির ক্ষেত্রে সমস্যা হবে
- বিবাহিত জীবনে সমস্যা হতে পারে
- সর্বপরি ইসলাম এর দৃষ্টিতে এটি একটি জঘন্য তম কাজ
কুরআন ও হাদীস এর আলোকে[সম্পাদনা]
ইমাম শাফেয়ী নিম্নক্ত কুরআনের আয়াত দ্বারা হস্তমৈথুন হারাম বলেছেন,
এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে। তবে তাদের স্ত্রী ও মালিকানাভূক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে সীমালংঘনকারী হবে।
— সূরা মুমিনুন, ৫-৭
উক্ত আয়াতে নিজ স্ত্রী ও দাসী ছাড়া সকল প্রকার যৌনাচার নিষিদ্ধ যার মধ্যে হস্তমৈথুনও রয়েছে।
[ সুএ ঃ Wikipedia ]
সমাধান ঃ
- সর্বপ্রথম __ঘুমানো ছাড়া বিছানায় কম চাওয়ার চেষ্টা করবেন
- যারা প্রতিদিন হস্তমৈথুন বা Masturbation করে থাকেন তারা দিনে একবার করলে ২ দিনে একবার করবেন এভাবে ধিরে ধিরে কমিয়ে আনবেন মাসে ২-৩ বার (এটা স্বাভাবিক)
- যাদের ওজন কমে গেছে তারা খাওয়া দাওয়া বেশি করে করেন
অনেকে ভাবে যে আমি অনেক খাওয়া-দাওয়া করার পরেও মোটা হচ্ছি না কেনো, কারন হলো হস্তমৈথুন বা Masturbation এর ফলে যা খাওয়া হয় তার থেকে বেশি শক্তি চলে যায় ]
- চোখের সমস্যা হয়ে গেলে এর কোন সমস্যা ব্যক্তিগত জীবনে সমস্যা হবে না তবে ডিফেন্স এর চাকরির ক্ষেত্রে বড় সমস্যা এটি।
- মানসিক সমস্যা এবং ডিপ্রেশন থেকে এই কাজ টি বেশি হয়ে থাকে সুতরাং টেনশন করা যাবে না মানসিক ডিপ্রেশন কমাতে হবে ।
- কনট্রোল নিজের উপরে তার পর ও যদি অতিরিক্ত সমস্যা হলে চর্ম ও যৌন বিশেষজ্ঞ দেখাতে হবে
এই রোগের সমসার জন্য ডাক্তার রা বেশির চাগ এ ভিটামিন ক্যালসিয়াম এবং ঘুম বা টেনশন কমানোর ওষুধ দিয়ে থাকে
অতিরিক্ত সমস্যা হলে প্রয়োজন মতে আমার Masturbation সম্পর্কে এই ভিডিও টি দেখতে পারেন আশা করি উপকার হবে – ভিডিও লিং Click Here
[ আমার এর আগের পোষ্ট টি একজন কপি করে তার ফেসবুক Group এ পোষ্ট করেছে কিন্তু সে Trickbd এর ক্রেডিট ও দেয় নি আমার নিজের ক্রেডিট ও দেয় নি – তাই বলবো _কেও কপি করলে ক্রেডিট দিবেন ]
বিদ্রঃ ডিফেন্স জব/অথবা মেডিক্যাল কোন সমস্যার সমাধান এবং পপুলার সব জব এবং রহস্য ও রোমাঞ্চ ভিন্ন রকম ভিডিও পেতে আমাদের চ্যানেল টি ভিসিট করতে পারেন। (ভালো লাগলে Subscribe করবেন)
(আমাদের চ্যানেল এ ১০০ সঠিক তথ্য প্রভাইট করা হয়)
আমাদের চ্যানেল – Career Messeges
(আমার ম্যাসেঞ্জার GROUP এ জয়েন হয়ে থাকতে পারেন যখন সার্কুলার হবে GROUP এ জানিয়ে দিবো _
এবং যে কোন প্রশ্ন এর উওর দেয়া হয়ে থাকে (বিদ্রঃ সুধুমাএ জব রিলেটেড GROUP এটি)
লিংক – (Career Messeges)
যদি কোন যায়গায় বুঝতে সমস্যা হয় টিউমেন্ট করবেন আমি ইন শা আল্লাহ্ উওর দিবো।
আল্লাহ্ হাফেজ
https://m.me/ea.mahin.1
#Tnqu
and tnx for your comments
1)এটি আপনার মনকে প্রফুল্ল করে । আপনার পার্টনার ছাড়াই আপনি আপনার সারাদিনের ব্যস্ততা থেকে ,অবসাদ থেকে মুক্তি পান হস্তমৈথুন করেই ।সেক্সোলজিস্ট এভা ক্যাডেলের মতে
“Masturbation acts as a de-stressor and an antidepressant. It stimulates the release of pleasure endorphins from the brain, which flood the body and boost your mood-just like sex”
2)হস্তমৈথুনের পর ঘুম আসে খেয়াল করে দেখেছেন? এবং সেই ঘুম অনেক গভীর হয় ও উন্নতমানের (quality sleep) । কারণ যখন পুরুষের বীর্য বের হয়, তার সাথে কিছু ক্ষতিকর ক্যামিক্যাল যেমন –
অক্সিটোসিন,ভাসপ্রেসিন,প্রোল্যাক্টিন নামক কিছু পদার্থ বীর্যের সাথে বের হয়ে যায়, যা আপনার মাঝে ক্লান্তি এনে দেয় এবং রিপোর্ট সাইন লাইন একটি নতুন জানালা খোলে । হস্তমৈথুন শরীরের উপর প্রাকৃতিক ঘুমের প্রভাব বৃদ্ধি করে প্রতিদিনের স্ট্রেসের সাথে লড়তে পারে ।
3)সর্দি ঠান্ডা থেকে মুক্ত করে হস্তমৈথুন???
ভাবতে অবাক লাগলেও কথা সত্য। Neuroimmunomodulation জার্নালে একটি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয় যেখানে ১১ জন ভলান্টিয়ারকে হস্তমৈথুন করতে বলা হয় এবং শুরুর থেকে শেষ পর্যন্ত রক্ত পরীক্ষার পর দেখা যায় বীর্যৎপাতের সময় কিলার (killer cells called leukocytes) বৃদ্ধি পায় যা ছেলেদের শরীরের ইম্যুয়ুন সিস্টেম বাড়াতে সাহায্য করে।
4)প্রস্টেট ক্যানসার থেকে প্রতিরোধ করে
পুরনো স্পার্ম শরীর থেকে অপসারন করার মাধ্যমে নতুন স্পার্মের সৃষ্টি হয় যা ৩৩% ক্যানসার প্রতিহত করে । ২০০৪ সালে হার্ভাড স্টাডি জানতে পারে যে যারা মাসে ২১ বার হস্তমৈথুন করে তাদের প্রস্টেট ক্যানসার হওয়ার সম্ৰাবনা কমে যায় তাদের তুলনায় যারা মাসে ৫-৭ বার হস্তমৈথুন করে ।
Source on Wikipedia