Site icon Trickbd.com

OnePlus 7 Pro Full Specifications & Price In Bangladesh

আসসালামু আলাইকুম, আজ আপনাদের সাথে OnePlus 7 Pro এর সম্পুর্ণ রিভিউ নিয়ে আসলাম। তাহলে চলুুুন আর কথা না বাড়িয়ে শুরু করি…

 

সৌজন্যে: Ghaner Alo

 

OnePlus 7 Pro Price ( Official Price)
৳ 68,990.00 (6/128 GB)
৳ 75,990.00 (8/256 GB)
৳ 79,990.00 (12/256 GB)

 

OnePlus 7 Pro
★ Display: OnePlus 7 Pro তে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি এর একটি বড় ডিসপ্লে, এবং এর রেজুলেশন Quad HD+ 1440 x 3120 pixels (516 ppi)। এই স্মার্টফোনটি এর ডিসপ্লে টেকনোলজি হিসেবে ব্যবহার করা হয়েছে Fluid AMOLED Touchscreen, এবং এটির প্রটেকশন করার জন্য রয়েছে Corning Gorilla Glass। যার ফলে আপনারা এটির মাধ্যমে ভিডিও অনেক Smoothly চালাতে পারবেন। এছাড়া এতে চালানো ভিডিও গুলো অনেক কালারফুল। এছাড়া এতে ভালো ডিসপ্লে ব্যবহার করা কারনে এর ডিসপ্লে ছিল অনেক কালারফুল এবং ব্রাইটনেস।

★ Camera: এর পেছনে 12+12+16 Megapixel এর তিনটি ক্যামেরা(1/2″, Laser/PDAF, OIS, f/1.6, f/2.2 & f/2.4, ultrawide, telephoto, 3x optical zoom, dual LED flash & more) ব্যবহার করা হয়েছে। যা দিয়ে আপনারা Ultra HD 4K (2160p), OIS, super slow-mo ইত্যাদিতে ভিডিও করতে পারবেন। এছাড়া এর সামনের দিকে 16 Megapixel এর একটি পপ-আপ ক্যামেরা(F/2.0, wide-angle, 1/3.0″, 1.0µm & more) ব্যবহার করা হয়েছে। যা দিয়ে আপনারা Full HD (1080p), EIS ইত্যাদিতে ভিডিও করতে পারবেন। এছাড়া অনেকের প্রশ্ন থাকতে পারে এতে যেহেতু পপ-আপ ক্যামেরা ব্যবহার করা হয়েছে সেহেতু এটি হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে কিনা। এর জন্য আপনাদের কোন চিন্তা করার দরকার নেই, কারণ ওয়ানপ্লাস তাদের এই ক্যামেরার প্রটেকশনের জন্য একটি স্পেশাল সেন্সর ব্যবহার করেছে। যার ফলে যখন স্মার্টফোনটি আপনার হাত থেকে পড়ে যাবে সাথে সাথেই স্মার্টফোনটির পপ-আপ ক্যামেরাটি বন্ধ হয়ে যাবে। এতে করে ক্যামেরাটি ভাঙ্গার কোন সম্ভাবনা থাকবে না।

★ Storage & Chipset: এই স্মার্টফোনটি আপনারা যথাক্রমে তিনটি Ram(6/8/12 GB) এর ভেরিয়েন্ট এ পেয়ে যাবেন। এছাড়াও এতে আপনারা যথাক্রমে দুটি Rom(128/256 GB) এর ভেরিয়েন্ট পাবেন। এই স্মার্টফোনটিতে আপনারা কোন MicroSD Slot পাবেন না, যার কারণে আপনারা এক্সট্রা কোন এসডি কার্ড/মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। এতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 855 (7 nm) এবং এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Octa core, up to 2.84 GHz। যার ফলে আপনারা এই স্মার্টফোনটিতে যে কোন গেম অনায়াসে খেলতে পারবেন।

★ Security: OnePlus 7 Pro তে সিকিউরিটি আনলক হিসেবে ব্যবহার করা হয়েছে Fingerprint(In-display) ও Face Unlock। এটাতে ব্যবহার করা ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক ছিল অনেক ফাস্ট।

★ Performance & Others: এই স্মার্টফোনটির দামের তুলনায় অনেক ভালো ফিচার ব্যবহার করা হয়েছে। তবে এর দাম যদি আরেকটু কম হতো তাহলে আরো ভালো হতো, কারণ ওয়ানপ্লাস কে মানুষ পছন্দ করে তাদের কম দামে ভালো ভালো ফিচার দেওয়ার কারনে। এ স্মার্টফোনটিকে প্রায় সব ধরনের সেন্সরই(Accelerometer, Gyro, Proximity, Fingerprint, E-Compass, Ambient Light, Sensor Core, Laser Sensor) ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে একটি ছোট্ট নোটিফিকেশন লাইটও ব্যবহার করা হয়েছে। এই স্মার্টফোনটিতে বেশি ব্যাটারি(4000mAh) ব্যবহার করার কারণে আপনারা এই স্মার্টফোনটি একবার চার্জ করে অনেকক্ষণ চালাতে পারবেন, এছাড়া এতে ফাস্ট চার্জিং মোড ব্যবহার করার কারণে আপনারা খুব দ্রুত আপনার ফোনটি চার্জ করে নিতে পারবেন। এছাড়াও এতে হাই কোয়ালিটির প্রসেসর ব্যবহার করার কারণে যে কোন গেম অনায়াসে খেলা যাবে এবং এই স্মার্টফোনটির Speed ও ছিল অসাধারন ফাস্ট।

Imaze

OnePlus 7 Pro Full Specifications
? CONNECTIVITY ?
Network: 2G, 3G, 4G support ✅
SIM: Dual Nano SIM
WLAN: (Yes) dual-band, Wi-Fi direct, DLNA, Wi-Fi hotspot
Bluetooth: (Yes) v5.0 – A2DP, LE, aptX HD
GPS: (Yes) A-GPS, GLONASS, BDS, GALILEO, SBAS
Radio: No
USB: v3.1
OTG: Yes
USB Type-C: Yes

? BODY ?
Style: Max Full-View, Pop-up Camera
Material: Gorilla Glass front, 3D Gorilla Glass back & aluminum frame
Water Resistance: Yes
Dimensions: 162.6 x 75.9 x 8.8 millimeters
Weight: 206 grams
? DISPLAY ?
Size: 6.67 inches
Resolution: Quad HD+ 1440 x 3120 pixels (516 ppi)
Technology: Fluid AMOLED Touchscreen
Protection: (Yes) Corning Gorilla Glass
Features: Multitouch, HDR10+, DCI-P3, 90Hz, night mode, reading mode
? BACK CAMERA ?
Resolution: Triple 12+12+16 Megapixel
Features: 1/2″, Laser/PDAF, OIS, f/1.6, f/2.2 & f/2.4, ultrawide, telephoto, 3x optical zoom, dual LED flash & more
Video Recording: Ultra HD 4K (2160p), OIS, super slow-mo
? FRONT CAMERA ?
Resolution: Pop-up 16 Megapixel
Features: F/2.0, wide-angle, 1/3.0″, 1.0µm & more
Video Recording: Full HD (1080p), EIS
? BATTERY ?
Type and Capacity: Lithium-ion 4000 mAh (non-removable)
Fast Charging: (Yes) 30W Warp Charge
Reverse Charge: No
? PERFORMANCE ?
Operating System: Android Pie v9.0 (OxygenOS 9)
Chipset: Qualcomm Snapdragon 855 (7 nm)
RAM: 6/8/12 GB
Processor: Octa core, up to 2.84 GHz
GPU: Adreno 640
? STORAGE ?
ROM: 128/256 GB
MicroSD Slot: No
? SOUND ?
3.5mm Jack: Yes
Features: Loudspeaker, audio & video players, noise cancellation mic, Dolby Atmos, dual stereo speakers
? SECURITY ?
Fingerprint: (Yes) In-display
Face Unlock: Yes
? OTHERS ?
Notification Light: (Yes) Special Horizontal Light
Sensors: Accelerometer, Gyro, Proximity, Fingerprint, E-Compass, Ambient Light, Sensor Core, Laser Sensor
Manufactured by: OnePlus

 

সৌজন্যে: Ghaner Alo

★ আসছে নকিয়ার নতুন অ্যান্ড্রয়েডচালিত ফিচার ফোন

★ Xiaomi Mi CC9 Full Specifications And Price In Bangladesh

★ OnePlus 7 Pro Full Specifications & Price In Bangladesh

★ বাংলাদেশে কার্যক্রম চালু করছে মার্কিন জায়ান্ট আমাজন!!

Like Our Facebook Page For Technology Updates

 

আসাকরি আজকের পোস্টটি আপনাদের ভারো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন ও আমার সাইটটি থেকে ঘুরে আসতে পারেন। আল্লাহ্ হাফেজ