আশা করি সবাই ভালো আছেন,
আমিও ভালো আছি। তো আজকে আমি কথা বাড়াবোনা, আমি আজ দেখাবো আমার দেখা সবচেয়ে ভালো গাইড ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য।
কিছু কথা বলে নেই এই এ্যাপ সম্পর্কে, এখানে পাবেন ব্যাসিক + এ্যাডভান্সড গাইড । আমি সবার জন্য এই পোস্ট করতেছিনা। কারণ সবার ভালো লাগবেনা। এই জন্যই ভালো লাগবেনা কেউ এই ধরনের কোড আগেই শিখেছে। আচ্ছা সবাই দেখতে পারেন। সমস্যা নাই। কিন্তু বিগিনারস ( নুবস) তাদের জন্য খুব ভালো হবে। কারন আমি নিজেই বিগিনারস। আপনারা ইতিমধ্যে অনেক ব্লগ পোস্টে, ইউটিউব ভিডিও তে দেখেছেন, পরেছেন যে ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য তিনটা কোড সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেগুলো -HTML,CSS,JAVASCRIPT (JS) –
আজকের পোস্ট এ আপনাদের একটা এ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিবো।
(আপনি যদি বিগিনারস হন,) যেটা আপনার জন্য একটা খুব ভালো গাইড হবে আমি মনে করি। সেখানে মহামারি কিছু পাবেন না। কিন্তু যা পাবেন সেইটুকু যদি চর্চা করতে পারেন। আপনি উক্ত তিনটি ভাষা ব্যবহার করে একটা ভালো মানের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সেখানে আপনি BASIC & Advanced। মজার বেপার হলো,,, একেক্টা অধ্যায়ে আপনি যা শিখবেন তা সেখানেই ট্রাই করার ব্যবস্থা আছে।
টিউটোরিয়াল শিখতে পারবেন।
তো আমি কিছু স্ক্রিনশট দিচ্ছি। আমি শিউর স্ক্রিনশট দেখার পর এ্যাপ ইন্সটল না করে থাকতে পারবেন না। ??
এখন তো বিশ্বাস হয়েছে?? আর বিশ্বাস না হওয়ার কি আছে। আর হ্যাঁ এই এ্যাপ্স সম্পুর্ন ইংরেজিতে। তার জন্য ইংরেজি ভাষায় মটামুটি জ্ঞান থাকতে হবে। আপনারা কিছু মনে করবেননা। আপনাদের শুবিধার্তে আমি এই এ্যাপস এর ভিতরে কি ধরনের কোড রয়েছে, তা নিয়ে আমি ছোট একটা ভিডিও তৈরি করেছি। আসলে অনেকেই বলতে পারেন ভিউয়ার নেওয়ার জন্য বেশি স্ক্রিনশট দেয় নি।
আবার বলতে পারেন “কেউ সার্থ ছাড়া কিছু করেনা। ”
হ্যাঁ ভাই আপনার দুইটাই একদমি সঠিক নতুন নতুন চ্যানেল খুলেছি। ভিডিও তে ভিউ নাই। তাই ফন্দি আটলো। এই রকম আবাল মার্কা পোস্ট দিয়ে তাও যদি দুই একটা ভিউ পাই। দূর ভাই কিসব ভাবেন না ভাবেন। যে কাজ করতে আসছেন সেইটা করেন।
এ্যাপসের স্ক্রিনশট দেখেই ভাবতেছেন ডাউনলোড দেবো লিংক কই। আরে দারান দারান
ভিডিও টা প্লে করে দেখেন কিধরনের কোড আছে। টিউটোরিয়াল এর স্ট্রাকচার কেমন।
ছটো ভিডিও প্লে করলেই দেখতে পারবেন। ভালো লাগবেই।
আপনারা অনেক্ষন ধরে ডাউনলোড লিংকের জন্য অপেক্ষা করছেন। তো নিচে দেখুন ডাউনলোড লিংক দেওয়া আছে।
????ডাউনলোড লিংক (প্লেস্টোর লিংক) ???
App Size: 21mb
___________________________________________
10$ মূল্যের Enside premium ভার্সন ব্লগার থিম ডাউনলোড করে নিন।
১৫৪ টি ফানি সাউন্ড ইফেক্ট নিন একটা জিপ ফাইলে ( রিভিও সহ)