Site icon Trickbd.com

[hot] এখন ১ক্লিকে ফেসবুকের সব ফ্রেন্ড আনফ্রেন্ড করে দিন এবং অন্যকে পাঠানো ঝুলে থাকা রিকুয়েষ্ট Cancel করে দিন ১ ক্লিকে ।__(Root/Unroot)_____0:\>

Unnamed

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।


 

আজকে আমি শেয়ার করতে এসেছি কিভাবে 1ক্লিকে ফেসবুকের সকল ফ্রেন্ড আনফ্রেন্ড করতে পারবেন || আমরা যদিও ফ্রেন্ড রিকুয়েস্ট কম পাঠাই তবুও আস্তে আস্তে অনেক ফ্রেন্ড হয়ে যায় ,, যা এক এক করে রিমুভ করতে প্রায় নাজেহাল অবস্থা || কিন্তু আমরা যদি এক ক্লিকেই 50 থেকে 60 জন ফ্রেন্ড রিমুভ করতে পারি তাহলে কিন্তু আমাদের পরিশ্রম খুব কম হবে এবং সময়ও বাচবে অনেক || আপনি হয়তো ভাবছেন পোষ্টের সাথে টাইটেলের কোনো মিল নেই !! আরে ভাই সব কাজের জন্য একটু টাইম আর একটূ খাটুনি করতেই হবে || তবে একসাথে আপনি 50/60 জনেরও বেশি ফ্রেন্ড রিমুভ করতে পারবেন ||
কিভাবে ??
আপনারা লক্ষ্য করে থাকবেন প্রথমে যদি ফ্রেন্ড লিস্টে যান তাহলে কিমতু 15/20 জনের নাম দেখা যায় কিন্তু আবার যদি উপরের দিকে টান দেয়া হয় তাহলে আরও 15/20 জনের আইডি চলে আসে ||| আর এভাবে যত উপরের দিকে টানবেন তত ফ্রেন্ডের প্রোফাইল চলে আসবে || আর যতগুলো প্রোফাইল আসবে ততগুলো ফ্রেন্ড জাস্ট 1ক্লিকে রিমুভ হবে আই ম্যিন আনফ্রেন্ড হবে |||
যাইহোক অনেক বকবক করে ফেললাম যারা বুঝেননি তারও বুঝে যাবেন যখন স্ক্রিনশট দেখে কাজ শুরু করবেন তখন ||
———————————————————————————
আজকে আমি দুইটা জিনিস শেয়ার করতে চলেছি
1/ 1ক্লিকে সকল ফ্রেন্ড রিমুভ করা ||
2/ 1ক্লিকে সকল সেন্ট রিকুয়েস্ট Cancel করা ||
———————————————————————————–
এখন নাম্বার 2 নিয়ে একটু আলোচনা করা যাক ||
———————————————————————————–
নাম্বার 2 হলো 1ক্লিকে সকল সেন্ট রিকুয়েস্ট Cancel করা ||
আমরা যখন ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাই তখন কেউ কেউ রিকুয়েস্ট গ্রহন করে আবার অনেকেই ঝুলিয়ে রাখে ||
50টি ফ্রেন্ড রিকুয়েস্ট সেন্ট করলে দেখা যায় 15টা কিংবা 20টা গ্রহন করছে আর বাকিগুলো ঝুলিয়ে রাখছে ||
কেমনডা লাগে যখন কেউ আপনারে ঝুলিয়ে রাখে ???
তবে আজ থেকে কেউ আপনাকে ঝুলিয়ে রাখতে পারবে না ||
আপনি একবার friends>view sent request এ গিয়ে দেখুন আপনাকে কতগুলো ফেসবুক প্রোফাইল ঝুলিয়ে রাখছে |
তবে আজকেই সব আবর্জনা পরিষ্কার করে ফেলতে পারবেন |
————————————————————————————–
আমি আজ জাস্ট দুইটা জিনিস নিয়ে আলোচনা করবো আর বাকিগুলো (confirm all friend request,delete all incoming friend request,leave from all group, all friend invite to your page and more more….. in one click) আপনারা নিজেই পারবেন আর যদি না পারেন তাহলে কমেন্টস এ জানাবেন আমি হেল্প করবো || আর নয়তো নিচে আমার ফেসবুক লিংক দেয়া থাকবে ফেসবুকে নক করবেন ||
————————————————————————————–
আমি নিচে এ্যাপ ডাউনলোডের দুইটা লিংক দিচ্ছি | Apk Pure & Google Play Store…..আপনারা Google Play Store থেকে ইন্সটল করুন এতে এম্বির সাশ্রয় হবে || কারন Apk Pure = 95mb+ & Google Play Store =55mb
———————————-

———————————
প্রথমে এ্যাপটি ওপেন করুন _____
সার্চবারে লিখুন Chrome Store And Search করুন______


Then Follow The Screenshot ______


Click on search box and type the keyword..the keyword is “Remove Friends Free” then click on Search___


Then click on the showed markup…এখানে আমার ব্রাউজারে ভাষাটা কিভাবে জানি না পরিবর্তন হয়ে গেছে ||


Then click “Add Extension”

 

Now go to home and click on facebook > username or email address > password > login ___


click on “OK” or “Not Now” (as your wish)

then follow the screenshots and work steps by steps>>




এইসময় আপনি যত পারেন উপরের দিকে Swipe করতে থাকুন ।। কারনতো আগেই বলে দিছি ।




এবার দেখতে থাকুন কি হয়__এমনে বুঝা যাবে না কিন্তু কিছুক্ষন পর স্ক্রিনে একটা নোটিফিকেশন আসবে তখন দেখবেন সব ফ্রেন্ড আনফ্রেন্ড হয়ে গেছে ।।


 


 

Number 2 (All Sent Request Cancel for 1 click)


 


 

হোমে চলে আসুন আবার Chrome Store search করুন ।


সার্চ বক্সে FB Tools লিখে সার্চ করুন ___


এক্সটেনশনটি পূর্বের মত যোগ করে নিন___



Desktop Mode On করে Friends এ ক্লিক করুন___




এবারেও যত ইচ্ছা উপরের দিকে৷ Swipe করুন ___তারপর 3Dot > Extension > Toolkit for FB ক্লিক করুন___


অনেকগুলো অপশন আছে একেকটা একেক কাজে লাগে ।। আমরা যেহেতু সেন্ট রিকুয়েষ্ট Cancel করবো তাই “Click All Cancel Pending Friend Request” এইটা খুজে বের করে Start Tool এ ক্লিক করুন ।


দেখুন নিচে লোড হচ্ছে ___আর Sent Request Cancel হচ্ছে ___

 


 

আজকের পোষ্টটি এই পর্যন্তই ছিলো । দেখা হবে নেক্সট পোষ্টে । ভালো থাকবেন । ধন্যবাদ ।


 


 

Find me on
Facebook→ http://m.facebook.com/addshakib92

Exit mobile version