আসসালামুয়ালাইকুম,
হোয়াটসঅ্যাপ গাইজ ইস্মিয়া বই ইমরান এন্ড ওয়েলকাম টু কতজনি? ও হ্যাঁ পোস্ট ২০১?
তো আজকে আমরা কি শেয়ার করব? ? ওই বেটা তুই কি শেয়ার করবি তুই জানোস আমরা কেমনে কমু।?
ভাই মনে নাই কি ট্রপিক এ পোস্ট করব ভুইলা গেছি। ? ৬ ইঞ্চি ভইরা দিলে এমনিতেই মনে পরবো।? থাক ভাই তার আর দরকার নাই মনে পড়ছে।?
সো গাইজ একটু মজা করেই পোষ্টটি শুরু করলাম……. আজকের পোষ্টের টপিক হচ্ছে কিভাবে *PUBG MOBILE LITE* এর Lag সমস্যার সমাধান করবেন যেভাবে।
চলুন জেনে নিই আসলে লেগ হয় কিসের জন্য।
সোজাসুজি বলি Lag হয় মূলত অল্প বাজেটের ফোনগুলোর ক্ষেত্রে কারণ ঐ সকল ফোনে শক্তিশালী প্রসেসর ও র্যাম সিপিইউ ভালো থাকেনা। যার জন্য পাবজির মতো হাই গ্রাফিক্সের গেম গুলো স্মুথলি রান করতে হিমশিম খেতে হয় এইসকল স্মার্টফোনগুলোর।
লেগ কি অনেকে হয়তো জানেন না লেগ হচ্ছে আপনি যখন পাবজি মোবাইল লাইট টা খেলেন বা যে কোন হাই গ্রফিকস গেমস খেলতে চান তখন খেয়াল করবেন আপনার ফোনটি সেই গেমটি স্মুথলি রান করতে পারবে না। এর মানে হচ্ছে আপনার ফোনটি হয়ে যাবে হ্যাং আর আপনার ও মাথা যাবে গরম হয় বেচারা নির্দোষ ফোনটা রে মারবেন দেওয়ালে আষাঢ়। ?
কিন্তু ফোনটা রে হাত থেকে ছুঁড়ে ফেলার আগে একটু ভাবুন তো আপনি যদি খেতে পারেন ১ কেজি মিষ্টি আর আপনাকে যদি যোর করে ২ কেজি মিষ্টি খেতে বলা হয় তাহলে কি করবেন? হয়তো খেতে পারবেন কিন্তু আপনার অবস্থা কি হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। ?
তো উপরের ধাপগুলা যদি আপনি পড়েন তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে সমস্যাটা কোথায় হয়। তো আমি আজকে এই সমস্যাটা সমাধান নিয়ে আসছি।
অ্যাপটির কাজ কি সেটা বলব তার আগে আপনি এই লিংকে ক্লিক করে অ্যাপটি কে আগেই ডাউনলোড করে ফেলুন। ভয় পাইয়েন না মাত্র ৩ মেগাবাইট খরচ হবে।
এই অ্যাপটির কাজ কি বাংলায় বোঝাই এটির কাজ হচ্ছে আপনার ফোন যদি ১ লিটার পানি খেতে পারে তাহলে আপনার ফোনকে ঠিক ১ লিটারি দিবে আই মিন জোর জবরদস্তি করে খাওয়াইবে না।?
পাবজি মোবাইল লাইট এ যতই গ্রাফিক্স ডেভলপার মামা দিকনা কেন এই অ্যাপটি আপনার ফোন যতটুকু নিয়ে স্মর্টলি রান করাতে পারবে ততটুকুই দিবে আর বাকিটা এই অ্যাপটিই খেয়ে ফেলবে।?
এখন নিশ্চয়ই পুরাটাই বুঝতে পারছেন যে আসলে এই অ্যাপটির কাজ কি তাই বিস্তারিত লিখার প্রয়োজন মনে করলাম না কারণ আমি জানি বাঙালিরা একটু বেশিই বুঝেন।?
আর একটা কথা বলে রাখাই ভালো এই অ্যাপটি কাজ করবে শুধুমাত্র পাবজি মোবাইল লাইট এর ক্ষেত্রে তাই ফ্রী ফায়ার বা অন্য কোন গেম এ কাজ করছে না দেখে কমেন্ট বক্সে উল্টাপাল্টা কিছু লিখেন না। ?
তো চলুন মোবাইল স্ক্রিনে যেয়ে তারপর অ্যাপটি সেটিং গুলা ঠিকমতো করে নিই এবং আপনার আমার স্বপ্নের গেম এই অল্প বাজেটের গরিবের ফোন এই রান করায়।
রেজুলেশন দিবেন সর্বপ্রথম ৭৬৮×৪৩২
আর গ্রাফিক্স দিবেন সর্বপ্রথম smooth
আর বাকিগুলা স্ক্রিনশট দেখে করে ফেলুন।
রান গেম এ ক্লিক করার সাথে সাথেই আপনার ফোনের মধ্যে যদি পাবজি মোবাইল লাইট থেকে থাকে তাহলে অটোমেটিকালি গেমটি রান হয়ে যাবে এবং আপনার সমস্যার সমাধান।☺
আর একটা কথা বলতে তো ভুলেই গেছি আমি খুব শিগগিরই ইউটিউব এ আসছি তাই প্লিজ ভাই অন্তত এই লিংকে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
সো গাইজ আজকের পোস্ট এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী কোন পোস্টে নিশ্চয়ই তাই লাইক এন্ড শেয়ার করে আমাকে খুশি করুন।