Site icon Trickbd.com

Fiverr অ্যাকাউন্ট করুন খুব সহজে,নতুনদের জন্য পার্ট-১

আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন,আসা করি ভালো।

আজকে দেখাবো কি করে Fiverr অ্যাকাউন্ট খুলবেন একদম সহজে শুধু মাত্র যারা জানেন না তাদের জন্য পোস্ট করা।Fiverr হোলও অনলাইনের মার্কেটের সবচেয়ে বড় প্লাটফর্ম যেখানে আপনি কাজ করবেন এবং কাজের বিনিময়ে ডলার পাবেন।এছাড়া আরও অনেক মার্কেট আছে কিন্তু আমার মতে Fiverr ভালো।এখানে আপনারা কাজ করে Paypal,Payoneer এ ডলার তুলতে পারবেন।Fiverr এ অনেক রকম কাজ আছে আপনি যেটা পারবেন সেটা করবেন।এর মধ্যে হোলওঃ-

এগুলো হোলও নাম এর ভেতর আপনারা সব কাজ পাবেন।আর কথা বলবো না কি করে অ্যাকাউন্ট করবেন চলুন দেখিয়ে দেই।অ্যাকাউন্ট করতে  Fiverr.com এ যান এ রকম আসলে Become a Seller এ ক্লিক করুন।

তারপর আবার Become a Seller এ ক্লিক করুন।

আপনার Gmail দিয়ে Continue তে ক্লিক করুন।

Username এবং Password দিয়ে Join এ ক্লিক করুন।

তারপর এ রকম আসলে ৪বার Continue তে ক্লিক করুন।

আপনার Full Name,Profile Picture,Description,Languages দিয়ে Continue তে ক্লিক করুন।

Your Occupation,Skills,Education,Certification,Personal Website দিয়ে Continue তে ক্লিক করুন।

আপনার ভালো লাগলে Social media তে Connect করে Continue তে ক্লিক করুন।

তারপর আপনার ইমেইল ভেরিফাই করে নিন।

ইমেইল ভেরিফাই করে এবং একটা ফোন নাম্বার বসিয়ে Finish এ ক্লিক করুন।

তারপর একটা Fiverr Gig তৈরি করতে বলবে সেটা পরের পোষ্টে দেখিয়ে দিবো।আর সবাই ওপরের Details গুলা ভালোভাবে দিবেন।সবাই ভালো থাকবেন পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে,আল্লাহ হাফেজ।