হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন । আশা করি সবাই ভালো আছেন । অনেকদিন পর আজ একটা নতুন পোস্ট নিয়ে আসলাম ।



আমরা সবাই অনলাইনে প্রতিদিন আনাগোণা করি । বিভিন্ন সাইটে গেলে অথবা কোনো লিংকে ক্লিক করলেই দেখা যায় এড এর একটা ট্যাব ওপেন হয়ে যায় । এটা বেশ বিরক্তিকর একটা ব্যাপার । আবার কোনোকিছু ডাউনলোড করতে গেলেও দেখা যায় এমন বিড়ম্বনায় পরতে হয় । আজ এই বিড়ম্বনার হাত থেকে বাঁচতে একটি সমাধান নিয়ে আসলাম । প্রথমেই আপনি আপনার ব্রাউজার ওপেন করুন ।
তারপর সেটিংস এ যান, তারপর Extension এ যান, তারপর Get Extension এ ক্লিক করুন । আপনার ব্রাউজার যদি অন্যকোনো ব্রাউজার হয় তাহলেও সমস্যা নেই । একই রকম পদ্ধতি সব ।

তারপর সার্চবক্সে টাইপ করুন Ghostery আর সার্চ করুন ।

তারপর এড এ ক্লিক করুন । অথবা ইন্সটল অপশন আসলে ইন্সটল করুন । তখন দেখতে পারবেন আপনার ব্রাউজারে উপরে এমন একটা চিহ্ন আসবে । এটায় ক্লিক করুন । এখানে Block All লেখা থাকবে, সব ব্লক করে দিন । এন্ড স্ক্রীনশট ফলো করুন ।

পরে পারপেল বক্স অফ করে দিন । এটা না করলেও সমস্যা নেই ।

।।



এবার যেকোনো সাইট ভিজিট করে এখুন, এড আসবে না । এবং ওই পেইজে কয়টা এড ব্লক হইছে তা উপরে ঐ আইকনে শো করবে , …


আপনারা চাইলে এন্ড্রয়েডের জন্যও পোস্ট করবো , কিভাবে ফোনেও সকল এড অফ করা যায় এই বিষয়ে ,।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন । আল্লাহ হাফেজ ।

Leave a Reply