আসসালামু আলাইকুম…
কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন, আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়াতে।ট্রিকবিডি ভিজিট করার জন্য আপনাকে স্বাগতম।
আজকের বিষয় দেখে তো বুঝে ফেলার কথা আমি কি নিয়ে বলতে চলেছি। হুম ঠিকই ধরতে পেরেছেন। কিভাবে Google Drive কে Web Hosting হিসাবে ব্যবহার করা যায়। এতে সুুুুবিধে হলো আপনি আপনার Website টিকে Free online এ Submit করতে পারবেন।
চলুন তাহলে শুরু করা যাক….
Step-01
প্রথমে ফোনে আপনার Gmail ID আইডিটি লগিন করুন। তারপর Google Drive এ প্রবেশ করুন।
Google Drive প্রবেশ করার পর একটি New Folder তৈরি করুন।
Step-02
তৈরিকৃত Folder টিকে User permission দেব।
Step-03
স্টেপ ০৩ তে আমাদের কাজ হলো আপনার Website Code গুলো তৈরি করা। এক্ষেত্রে আপনি php | Html কোড ব্যবহার করতে পারবেন।
যা যা তৈরি করবেন
- index.html
- single_page.html
- about.html
- service.html
যদি আপনি html তৈরি করতে না পারেন, এই Zip file টি Download করে Unzip করে Upload দিন। আপনি যদি চান, তাহলে Css | js ব্যবহার করতে পারবেন। যখন আপনার কোড গুলো তৈরি করা শেষ হয়ে যাবে, তখন Step-04 এ কাজ করব।
Step-04
আবার Google Drive প্রবেশ করি, তারপর কিছুক্ষণ আগের তৈরিকৃত Folder টা Rename করি www নামে।
Step-04
এবার আপনার তৈরি ফাইল গুলো www নামের ফোল্ডারে Upload দিয়ে দিন।
Step-06
এবার আপনি https://drv.tw এই লিংকে প্রবেশ করুন। তারপর ১নং Via Google Drive অপশন বাচাই করুন।
এরপর আপনার Account Login করুন। এবং Allow দিন।
এবার আপনি আপনার Website link দেখতে পারবেন। index.html এই লিংটি কপি করে শেয়ার করুন। আপনি নিজেই প্রবেশ করে দেখুন। এটিই আপনার Website link.
আশা করি বুজতে পারছেন, যদি বুঝতে কোন সমস্যা হয়, তাহলে কমেন্ট করে জানাও। আবারও ধন্যবাদ সবাইকে।
Vidmate সমস্যার সমাধান নিন
নতুন নতুন ট্রিকস পেতে TrickFOX ভিজিট করুন।