Site icon Trickbd.com

এখন সকল Write Protected/Virus যুক্ত/Corrupted Pendrive-কে Format করে আবার ব্যবহারযোগ্য করুন খুব সহজে

আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আর সে জন্যই আল্লাহর রহমতে আপনাদের জন্য আরও একবার আরও একটি নতুন উপকারী Post নিয়ে হাজির হয়েছি। আমরা অনেক সময়ই Pendrive নিয়ে ঝামেলায় পড়ে যাই। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে Virus। এমন অনেক Virus আছে, যেগুলো Pendrive থেকে যেতেই চায় না। আবার অনেকের Pendrive নানা কারণে Corrupted হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায়, Pendrive-এর Size কমে গেছে কিংবা File Copy হয় না। Corrupted হয়ে যাওয়ার কারণে অনেক সময় আবার Pendrive Write Protected দেখায়। যারা এরূপ সমস্যায় আছেন, কিন্তু সমাধান পাচ্ছেন না, তাদের জন্যই বিশেষত আমার এই Post। তো চলুন শুরু করা যাক।

 

যেভাবে Format করবেন

এর জন্য আগে একটা খুবই ছোটো File Download করতে হবে। Size 1MB-র নিচে। Download করতে এখানে ক্লিক করুন

এবার File টার Right-এ ক্লিক করে Run as administrator-এ ক্লিক করুন। অবশ্যই Administrator-এ Run করাতে হবে।

 

তারপর Administrator Permission চাইবে, Yes করবেন।

তাহলে নিচের মতো Window Open হবে। এখানে আপনার Pendrive-এর Hard Drive এবং File System Choose করুন। আপনি চাইলে Volume label Option থেকে আপনার Pendrive-এর নাম রাখতে পারবেন। পরিশেষে Quick Format Option থেকে Tick Mark তুলে দিয়ে Start-এ ক্লিক করুন। কারণ, Quick Format আপনার Pendrive-কে পুঙ্খানপুঙ্খভাবে Clean করতে পারে না।

 

তাহলে আপনাকে একটা Confirmation Message দিবে। এটা Yes করবেন।

 

তাহলে আপনার Format শুরু হবে। শেষ হলেই আপনি পাবেন একটা Fresh Pendrive।

[ বি. দ্র.- Format হতে একটু time লাগবে (৫-১০ মিনিট)]

ধন্যবাদ। এতো কষ্ট করে লিখলাম। অনুগ্রহ করে একটা like না দিয়ে যাবেন না। আর অনুগ্রপূর্বক আমার YouTube Channel টাও Subscribe করবেন-

My YouTube Channel

সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।