আজকের পোস্টে আপনাকে স্বাগতম ।
আশাকরি সবাই ভালো আছেন শুস্থ আছেন ।
তো কথা না বারিয়ে মুল পোস্ট এ চলে যাই ।
বিষয়ঃ
আজকের পোস্টের বিষয় হলো কিভাবে Unknown নাম্বার থেকে ফ্রীতে শত শত SMS পাঠাবেন বা Black SMS পাঠাবেন ।
তো এর জন্য ছোট একটি App ডাউনলোড করতে হবে । মাত্র 3 MB এর অ্যাপ ।
Download Now (Drive link)
মুল বিষয় হলো ফ্রীতে SMS করার জন্য আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে ।
তো অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে Install করে Open করুন ।
Open করার 2 সেকেন্ড পর নিচের ছবির মতো আসলে SingUp লেখায় ক্লিক করুন ।
তারপর একটু লোডিং নিবে (৩ সেকেন্ড এর মতো) তারপর নিচের ছবির মতো আসলে আপনার যে কোনো একটি মোবাইল নাম্বার দিন এবং Register এ ক্লিক করুন ।
এরপর আপনাকে নিচের ছবির মতো Registration Conformation মেছেজ দেখাবে । এরকম আসলে বুঝবেন আপনার রেজিষ্ট্রেশন সফল হয়েছে । এবার অ্যাকাউন্ট লগইন করার জন্যে নিচে Home এ ক্লিক করুন ।
লক্ষ্য করুন, ইতিমধ্যে নিচের ছবির মতো আপনার ফোনে একটি মেছেজ আসছে । সেই মেছেজ এ আপনাকে একটি Password দেওয়া হয়েছে । এটিই মুলত আপনার অ্যাকাউন্ট এর Password । তো পাসওয়ার্ড টি কপি করে রাখুন ।
তারপর নিচের ছবির মতো করে আপনার ✆ ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন ।
লগিন করার পর নিচের ছবির মতো আসবে । এখানে সরাসরি SMS সেন্ড করার মেনুটি চলে আসবে । তো আমি আপনাদেরকে একটি SMS সেন্ড করে দেখাচ্ছি ।
উপরের চিত্রের মতো করে Enter SMS এ আপনার Text SMS লিখুন এবং Resiver phone number এ যাকে পাঠাবেন তার ফোন নাম্বার লিখুন ।
তারপর Mask Option এ Without Mask সিলেক্ট করে Campaign Name এ যেকোনো কিছু লিখে Send এ ক্লিক করুন তারপর নিচের ছবির মতো আসলে Yes এ ক্লিক করুন SMS চলে যাবে ।
নিচের চিত্রে প্রুফ দেখুন, আমার পাঠানো SMS টি চলে এসেছে ।
এভাবে শতো শতো SMS ফ্রীতে পাঠাতে পারবেন ।
বিঃদ্রঃ যদি কখনো SMS পাঠাতে সমস্যা হয় তাহলে অ্যাপটির ডাটা ক্লিয়ার করে নতুন করে অ্যাকাউন্ট করুন । আশাকরি এ ধরনের কোনো সমস্যা হবে না ।
? ধন্যবাদ পোস্টটি পরার জন্য
Thanks for sharing this post with us
পরবর্তী sms at jonno ৬০ poisha kore Kate
বিকাশ থেকে রিচার্জ করা যাই
২০১৭ থেকে ইউজ করছি।
working
working
এখন আর এক রকম হইলে এডিট করা লাগবে তাইনা ?
তো আমি তো ভাই কন্ট্রিবিউটর, ইডিট করার পারমিশন নাই ।
আর এইটাকে Bulk sms Service বলে সেটা সবাই জানে ব্র । Google এ সচরাচর চোখের সামনে পরে এইসব ।
এইটা আমার একধরনের টাইপিং মিসটেক বলতে পারেন ।
তারাতারি লেখেছি,
Ridmik কিবোর্ড এর Suggestion থেকে নেওয়া