Site icon
Trickbd.com

সিপিএ মার্কেটিং ও এপিলিয়েট মার্কেটিং করে মাসে ৮০০০-১২০০০ টাকা || ধারাবাহিক পর্বের পর্ব-০৩ ||

বিসমিল্লাহির রহমানির রহিম

আজ আমি তোমাদের মাঝে সিপিএ মার্কেটিং ধারাবাহিক পর্বের পর্ব ০২ লিখতে বসেছি।ইতি মধ্য সিপিএ মার্কেটিং দুই টি পোস্ট পাবলিশ করা হয়েছে। যারা আগের পোস্ট মিস করছে একটু কস্ট করে আগের পোস্ট গুলা দেখে আসবেন?

পর্ব -০1 ও পর্ব-৩ তা না হলে এজকের পোস্টে কিছুই বুঝবেন না? যারা ধারাবাহিক পর্ব দেখছেন তাদের জন্য আজকের এই পোস্ট। আজকের পোস্টের বিষয় হচ্ছে সিপিএ ভাল মার্কেটিংপ্লেস খুজে বের করে অ্যাকাউন্ট করা।। আজ কে আমি সিপিএ বেস্ট দুইটা সাইট শেয়ার করবো যা গত পোস্টে বলেছিলাম।

এখন আসি কিভাবে এই সিপিএ মার্কেটিং সাইটে অ্যাকাউন্ট করবেন?

আমি একটি সাইট অ্যাকাউন্ট করা দেখাবো অন্য সাইটি এক সিস্টেম অ্যাকাউন্ট করে নিবেন?অ্যাকাউন্ট করার জন্য আপনাদের বেস্ট ব্রাউজার সিলেক্ট করে দিবেন, ক্রম মরজিলা।

প্রথম সাইট

Cpagrip

লিংকে ক্লিক করে দেওয়ার পর এই রকম আসবে সব কিছু দিয়ে রেজিস্টার করে নাও।

তারপর যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেই জিমেইল গিয়ে লিংক ভেরিফিকেশন করে নিন।

 

লিংক ভেরিফিকেশন হলে গেলে তোমাদেরকে লগ ইন করতে বলবে। লগ ইন করে নিন।

 

তারপর এখান থেকে অ্যাকাউন্ট সেটিং ক্লিক করে দিন।

সব ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট সেটিং করে নিন।

আজকের মত এখানে শেষ দেখা হবে পরের পোস্টে 

না বুঝলে ভিডিও টি দেখতে পারেন

লিংক

Exit mobile version