Site icon Trickbd.com

ফ্রিল্যান্সার.কম থেকে কিভাবে মানি উইথড্রো করবেন?

Unnamed

আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই?
ফ্রিল্যান্সার থেকে সহজে ‍স্ক্রিল এবং লোকাল ব্যাংকের মাধ্যমে মানি উইথড্রো করা যায়। স্ক্রিল এবং বাংলাদেশী লোকাল ব্যাংকে উইথড্রো দিতে কোন চার্জ কাটবে না। স্ক্রিলে উইথড্রো দিলে আপনার একাউন্টের সকল কারেন্সি যেমন USD, AUD, GBP বা INR যাই থাকুক সব AUD তে কনভার্ট হয়ে যাবে এবং যখন স্ক্রিলে ট্রান্সফার হয়ে যাবে তখন আবার USD তে কনভার্ট হয়ে যাবে। (USD to AUD এবং AUD to USD তে কনভার্ট হওয়ার কারণে কিছু ডলার কমে যাইতে পারে, যেমন ফ্রিল্যান্সার থেকে ১০০ USD উইথড্রো দিলে স্ক্রিলে ৯৫-৯৭ USD পেতে পারেন) স্ক্রিলে উইথড্রো দিলে ২-৩ দিন সময় লাগবে।
আর সরাসরী লোকাল ব্যাংকে উইথড্রো দিলে কোন চার্জ কাটবে না এবং প্রতি ডলারে রেট পেতে পারেন ৭৮-৮০ টাকা পর্যন্ত। সরাসরী লোকাল ব্যাংকে উইথড্রো দিলে ৭-৯ দিন সময় লাগতে পারে। (রবিবার উইথড্রো দিলে পরের রবিবার অথবা সোমবার পেতে পারেন আর মঙ্গলবার উইথড্রো দিলে পরের বুধবার অথবা বৃহঃপতি বারে পেতে পারেন।)
তবে এটি যদি আপনার প্রথম উইথড্রো হয় তাহলে স্ক্রিলে যেতে সময় লাগবে ১৫-১৬ দিন আর লোকাল ব্যাংকে যেতে সময় লাগবে ১৮-২০ দিন।
স্ক্রিলে উইথড্রো দিতে চাইলে শুধুমাত্র স্ক্রিল এর ইমেইল লাগবে (যে ইমেইল দিয়ে স্ক্রিল একাউন্ট খোলা হয়েছে)
আর লোকাল ব্যাংকে উইথড্রো দিতে হলে নিম্নে দেওয়া সকল তথ্য লাগবে।
1.আপনার ব্যাংক এর নাম (যে ব্যাংকে একাউন্ট খুলছেন)
2.ব্যাংক একাউন্ট নাম্বার
3.ব্রাঞ্চের রাউটিং নাম্বার (ব্রাঞ্চ থেকে জেনে নিতে হবে অথবা 4.অনলাইন থেকেও নিতে পারেন অবশ্যই নয় ডিজিটের হতে হবে)
5.একাউন্ট টাইপ (ব্যাক্তিগত হলে individual দিবেন)
6.যে নামে ব্যাং একাউন্ট খোলা তার প্রথম অংশটুকু দিবেন।
7.নামের শেষ অংশটুকু দিবেন।
8.পরের অংশটুকু আপনার ঠিকানা এবং জন্মতারিখ সঠিক ভাবে লিখে সাবমিট করলেই কাজ হয়ে যাবে।
এরপরও বুঝতে না পরলে কমেন্ট করে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করবো।
আজ এ পর্যন্তই।