Site icon Trickbd.com

ডাউনলোড করে নিন Jumanji The Next Level বাংলা সাবটাইটেলের সাথে এবং থাকছে আমার রিভিউ।

Unnamed

REVIEW

জুমাঞ্জি হল একটি গেইম, ছোট বেলায় ভিটিবি তে সবাই এই কার্টুন দেখেছি আমরা। এই মুভিটি জুমাঞ্জি ২য় মুভি। এর আগের মুভি আশা করি সকলেই দেখেছেন। জুমাঞ্জি হল একটি গেইম যা এর প্লেয়ার কে সরাসরি গেইমের দুনিয়ায় নিয়ে যায় এবং সকলকে একটি করে ক্যারেক্টার দেয়া হত এবংং দেয়া হয় ৩ টি লাইফ। অর্থাৎ আপনি গেইমের ভেতর সর্বনিম্ন ২ বার মারা যেতে পারবেন। ৩য় বার মারা গেলে সব শেষ আপনি আর কোনোদিন আসল দুনিয়ায় ফিরে আসতে পারবেন না। প্রথম পর্বে দেখানো হয় একদল বন্ধু এই গেইম খেলতে গিয়ে গেইমের দুনিয়ায় প্রবেশ করে কিন্তু অনেক কষ্টে মৃত্যুর ঝুকি নিয়ে গেইম থেকে বেরিয়ে আসে। বেরিয়ে এসেই তারা এই গেইম নষ্ট করে দেয় যাতে কেউ আর খেলতে না পারে এই ঝুকিপূর্ণ গেইম। কিন্তু এই ২য় পর্বে দেখানো হয় তারা আবার সেই গেইমে প্রবেশ করে। কি এমন হয়েছিল যার কারণে এই গেইম খেলতে তারা বাধ্য হয়? এবারের পর্বে রয়েছে আরো মারাত্মক এডভেঞ্চার। তা দেখতে এবং জানতে দেখে ফেলুন জুমাঞ্জি পার্ট ২.

SCREENSHOTS








DOWNLOAD LINK

SUPPORT ME

আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে নিচের লিংকে ক্লিক করুন।
Join My Telegram Channel