Site icon Trickbd.com

করোনাভাইরাস ( COVID-19 ) এর সকল তথ্য নিন একটি মাধ্যম থেকে। সঠিক তথ্য জানুন, আতংক এড়িয়ে চলুন। [ লাইভ আপডেট ]

Unnamed

আসসালামুআলাইকুম বন্ধুরা।
আশা করি সবাই ভালো আছেন।
আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

যদিও সমগ্র বিশ্বে একটি (Corona virus – COVID 19) ভয়ংকর মহামারী দেখা দিয়েছি, এই মহামারীতে আমরা আতংকিত না হয়ে বরং সচেতন হলে বিপদ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা বেশি।

Corona virus, COVID-19 ভাইরাস টি ২০১৯ সালের শেষের দিকে উহান শহরে দেখা দিলেও এখন সারা বিশ্বে একটি আতংকের নাম।

ভাইরাস টি ইতিমধ্যে আমাদের দেশেও দেখা দিয়েছে।
ভাইরাস টির কারণে আমাদের দেশেও প্রাণহানি হয়েছে।

অনেকেই ভাইরাস টির সঠিক তথ্য না জানার কারণে ভুল তথ্য দিয়ে আতংক তৈরী করে।

ভাইরাস টি সম্পর্কে যেনো আমরা সঠিক তথ্য জানতে পারি।
সে জন্য আমার এই ছোট্ট প্রয়াস।

আমি একটি ইউটিউব চ্যানেলের পরিচয় করিয়ে দেবো।
যেখানে মোট ভাইরাস আক্রান্ত, মোট মৃতের সংখ্যা, কোন দেশে কতজন আক্রান্ত, প্রত্যেক দেশের কতজন মৃতের সংখ্যা, কতজন ভালো হয়ে বাসায় ফিরেছেন।
এ সকল তথ্য পাবেন লাইভ আপডেটের মাধ্যমে।

চ্যানেলের নামঃ Roylab Stats
লাইভ ভিডিও লিংকঃ https://youtu.be/qgylp3Td1Bw

[LIVE-ENDED] Coronavirus Pandemic: Real Time Counter, World Map, News
আতংক নয় সচেতনতাই পারে এই এই দুর্যোগ থেকে মুক্তি দিতে।আমরা সকলে বাসায় অবস্থান করবো। প্রয়োজন ছাড়া বাহিরে বের হবো না।
এডমিন চাইলে পোস্ট টি নন-প্রফিট করতে পারেন।

আমি মোট ৩৬ টি পেমেন্ট পেয়েছি, তাই পেমেন্ট প্রুফ দেখে কাজ করবেন।

বিজ্ঞাপন দেখে দৈনিক শত শত টাকা আয় করুন, ১০ টাকা হলেই উইথড্র । [ পেমেন্ট প্রুফ + সহজে কাজ করার পদ্ধতি ]

Exit mobile version