Site icon Trickbd.com

নোয়াখালিতে এক শিশু জন্ম নিয়েছে করোনা ভাইরাসের মুক্তির কথা বলে গেছে গুজব নাকি সত্য

Unnamed

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকেন এই কামোনা ই করি।

টাইটেল দেখে হয়তো বুঝে গিয়েছেন আপনাদের মাঝে আমি কিছু গুজব নাকি সত্য এগুলো তুলে ধরার চেষ্টা করবো।
সবাই বর্তমানে করোনা ভাইরাসের দোহায় দিয়ে অনেক গুজব ছড়িয়ে বেরাচ্ছে সোশাল মিডিয়ায় গুলো।অনেক গুজব শুনছি তবে আজকে শেয়ার করবো ভাইরাল একটা গুজব, আমি মনে করি ইতিমধ্যে গুজবটি আপনারা শুনে থাকবেন।

গুজব টি হচ্ছে



ধর্ম মতে এগুলো কি বলে___

আচ্ছা আপনারাই বলুন একই শিশু এক সাথে বাংলাদেশের কত স্থানে জন্ম নিতে পারে?
অনেকে দাবি করছে এই শিশু নাকি ভারতে জন্ম নিয়েছে।
সত্য কি না মিথ্যা আপনি এখন বিচার করে দেখুন।
এমন খবরের কখনো শিশুর মা বাবার নাম ঠিকানা পাবে না,কারণ এটার কোন সত্যতা নেই।
ভুয়া একটা খবর মানুষ কে হয়রানি করছে রাত্রে উঠে এগুলো করো এটা খাও করোনা মুক্তি পাবেন।

আরে ভাই আপনরা এগুলো বিশ্বাস করবেন না কারণ এতো বড় বড় বিজ্ঞানিরা ঔষধ তৈরি করতে পারছে না,তাহলে এটা খেলে কি ভাবে রোগ থেকে মুক্তির আশায় করেন?

এগুলো প্রাচীন যুগের মানুষ বিশ্বাস করতো কিন্তু এখন বিজ্ঞান নির্ভর যুগ তো এগুলো ছাড়ুন পারলে
যে যে ধর্মের লোক আছেন সে তার স্থান থেকে তার সৃষ্টি কর্তার নাম জব করুন ওনি একমাত্র ভরসা।

দয়া করে কেউ গুজব ছড়াবেন না এতো আপনার জেল জরিমানা ও হতে পারে।গুজব রটনাকারী আটক___

আমাদের Trickrun24.com সাইট টি বিক্রয় করা হবে।

আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী কারণ টেকনোলোজি সাইটে এগুলো পোষ্ট করা ঠিক না,
আমি মানুষ কে সঠিক তথ্য দেওয়ার জন্য পোষ্টি করছি ধন্যবাদ।

Exit mobile version