Sequence এই খেলাটি কিছুদিন আগে পৃথিবীর অনেক
জায়গায়, বিশেষ করে সৌদি এরেবিয়াতে ভাইরাল হয়।
এটি বিক্রি হয়েছিল ২০০ রিয়াল করে এবং পরে এর দাম
কমে ৭০ রিয়াল বা এর কাছাকাছি হয়। আমার কাছে এক
পিচ আছে এর সেট। এটি খেলে অনেক মজা পাওয়া
যায় এবং আজকে এই গেইম এর রুলস এবং বিস্তারিত
জানানো হবে এবং ফোনে খেলতে পারার ব্যবস্থা ও করা
হবে। ইন্টারনেটে এই খেলার কোনো বাংলা নিয়ম বা কিছু
পেলাম না হয়ত আমাদের দেশে এটি খেলা হয় না। কিন্তু
খুব শীগ্রই এটি জনপ্রিয় হতে পারে তাই আমি এর বিস্তারিত
লিখছি হয়ত অন্য কোনো প্লেয়ারদের সাজায্য হবে যারা ইন্টারনেটে খুজছে।
INTRODUCTION OF SEQUENCE
- Players:2-12 জন খেলা যায় একসাথে এবং
২-১২ মধ্য যে সংখ্যাকে ২/৩ দিয়ে ভাগ করা যায় তত সংখ্যাক
মানুষ খেলতে পারবে। অর্থাৎ ২,৩,৪,৬,৮,৯,১০,১২ জন করে
খেলা যায়। - উপকরণঃগেইম বোর্ড, ১০৪ টি কার্ড, ৫০ টি করে সবুজ এবং নীল চিপস এবং ৩৫ টি লাল চিপস। ( যদি ২ জন খেলোয়ার থাকে তবে শুধু সবুজ এবং নীল চিপস ব্যবহার করা হয় বা গুটি)
- উদ্দেশ্যঃগেইম জিতার উদ্দেশ্যে হল একটি সিকুয়েন্স তৈরি করতে হবে ৫ টি গুটি দিয়ে। তা হতে পারে লম্বালম্বি,পাশাপাশি কিংবা কোণাকুণি ভাবে। সর্বপ্রথম সিকুয়েন্স তৈরিকারী হবে বিজয়ী। ২ জন প্লেয়ার হলে সর্বপ্রথম যে দুইটি সিকুয়েন্স তৈরি করবে সে বিজয়ী এবং ২ এর অধিক
প্লেয়ার হলে একটি সিকুয়েন্স তৈরি কারী হবে বিজয়ী।
কতভাবে করা যাবেঃআপনার ৫ টি চিপ্স বা গুটি মিলাতে হবে একসাথে এবং তা পাশাপাশি, লম্বালম্বি বা কোনোকোনি হতে পারে। বোর্ডের চার কর্ণারে ৪ টি গুটি প্রিন্ট করা আছে। এই কর্ণার গুলোতে চাইলে যে কেউ সিকুয়েন্স তৈরি করতে পারে। এর জন্য দরকার হবে ৪ টি চিপ্স মিলানোর। এক কর্ণারের গুটিতে চাইলে একাধিক প্লেয়ার সিকুয়েন্স তৈরি করতে পারে। - কার্ডের ভূমিকা:প্লেয়ারদের মধ্য কিছু সংখ্যাক কার্ড
দিয়ে দেয়া হবে। তার মধ্য থেকে প্রতিবার একটি করে কার্ড
প্লেয়াররা তুলবে এবং কার্ড এ যে সংখ্যা টি উঠবে আপনার
চিপস বা গুটি বোর্ডে সে জায়গায় স্থাপন করবেন। যেমমঃ যদি
হার্ট ৬ উঠে তবে গুটিটি বোর্ডে সে হার্ট ৬ খুজ বসাতে হবে।
RULES OF SEQUENCE
ধাপ ১ঃ
প্রথমে মাটিতে বোর্ডটি বিছাতে হবে এবং প্লেয়ার নির্বাচন করতে হবে কতজন খেলছে। তারপর কার্ডগোলো শাফল করতে হবে সবগুলো কার্ড থেকে কিছু সংখ্যাক কার্ড প্লেয়ারদেরকে দিতে হবে। একজন কয়টি করে কার্ড পাবে তা নির্ভর করে প্লেয়ারের উপর।
৩/৪ জন প্লেয়ার —-> ৬ টি কার্ড
৬ জন প্লেয়ার —-> ৫ টি কার্ড
৮/৯ জন প্লেয়ার —-> ৪ টি কার্ড
১০/১২ জন প্লেয়ার —-> ৩ টি কার্ড
বাকি কার্ডগুলো একপাশে রেখে দিতে হবে। একজন প্লেয়ার
আরেকজন প্লেয়ারের কার্ড দেখবে না। এখন প্রতিবার একটি
করে করে কার্ড তুলতে হবে যা প্লেয়ারদের মধ্য বরাদ্ধ করে দেয়া
হয়েছে এবং কার্ড এর নাম্বার অনুযায়ী বোর্ডে গুটি বসাতে হবে।
ইউস করে ফেলা কার্ডটি একপাশে রেখে দিতে হবে এবং
একপাশে রেখে দেয়া কার্ড থেকে আরেকটি কার্ড তুলতে হবে।
চলুন একটি উদাহারণ দেয়া যাক। প্রথমে আমি একটি কার্ড
তুললাম তাতে লেখা ♥ ৬ এখন আমি আমার গুটি
নিয়ে বোর্ড এ ♥ ৬ খুজব এবং সেখানে বসাব। তারপর আমার
♥ ৬ কার্ডটি রেখে দিবে একপাশে যা আর ইউস করা যাবে না
এবং একপাশে রেখে দেয়া বান্ডেল থেকে আরেকটি কার্ড তুলব।
একই ভাবে অপর প্লেয়ার তাকে দেয়া কার্ড থেকে একটি ইউস করবে এবং তা রেখে দিয়ে বান্ডেল থেকে আরেকটি কার্ড নিবে। এভাবে চলতে থাকবে যতক্ষণ না সিকুয়েন্স মিলে। এখান থেকে যা বুঝা গেল তা হল প্রত্যেক প্লেয়ার থেকে ৭ টি করে কার্ড থাকবে এবং সে চিন্তাভাবনা করে বোর্ডে গুটি বসানোর জন্য একটি কার্ড ইউস করবে এবং সে কার্ড ইউস করা হয়ে গেলে নতুন আরেকটি কার্ড নিবে।
ধাপ ২ঃ Jacks
কার্ডগুলোর মধ্য ৮ টি Jack কার্ড আছে।
♣ Club+ ♢ Diamond = 4 টি ( ২ চোখ)
♥ Heart+♠ Spades= 4 টি ( ১ চোখ)
১ চোখ Jack কার্ড যদি আপনার ভাগ্য পড়ে তবে সে
কার্ড ইউস করে বোর্ড থেকে অপনেন্ট প্লেয়ারের যেকোন
একটি গুটি সরিয়ে ফেলতে পারবেন। ধরেণ যদি সে ৪
টি মিলিয়ে ফেলেছে তবে আপনি চাইলে এই কার্ড অউস করে
তার সিকুয়েন্স নষ্ট করে দিয়ে পারেন অথবা সে আপনার সিকুয়েন্স এর মাঝখানে গুটি বসিয়ে দিলে আপনি তা নষ্ট করে
দিতে পারেন। ২ চোখ Jack কার্ড যদি আপনার ভাগ্য পড়ে
তবে সে কার্ড ইউস করে বোর্ডের যেকোন জায়গায় আপনি
আপনার গুটি বসাতে পারবেন। এতে কোনো ধরাবাধা নেই।
এটি কিছুটা মাস্টার কি এর মত কাজ করে।
ধাপ ৩ঃ Dead Card
আপনার হাতে যদি একটি কার্ড থাকে মনে করুন ♥ ৬ এবং
তাতে গুটি বসানোর জন্য বোর্ডে কোনো জায়গা না থাকে তবে
আপনার সে কার্ড Dead বলে গণ্য হবে এবং তা ইউস করতে
পারবেন না।
ধাপ ৪ঃ Loss Of Card
নিয়ম অনুযায়ী একটি কার্ড ব্যবহার করার পরে
কার্ডের বান্ডেল থেকে আরেকটি কার্ড সাথে সাথে তুলতে
হয়। এখন যদি আপনি কার্ড তুলতে ভুলে যান এবং অন্য প্লেয়ার
তার চাল চেলে ফেলে তবে আপনি আর কার্ড তুলতে পারবেন
না অর্থাৎ আপনার সেই কার্ড তুলার চান্স শেষ। এখান থেকে
দেখা যায় আপনি কার্ড তুলতে ভুলে গেলে আপনার একটি কম
কার্ড দিয়ে খেলতে হবে। এতে প্রতিবার আপনার ৬ টি থাকলেও
আপনার অপনেন্ট এর ৭ টি কার্ড থাকবে।
ধাপ ৫ঃ অন্যান্য
খেলার সময় তৃতীয় কোনো ব্যাক্তি সাহায্য করতে পারবে না
অর্থাৎ কেউ খেলা বুজিয়ে দিলে চলবে না। খেলা হবে
ঘড়ির কাটার দিকে। অর্থাৎ ঘড়ি যেভাবে ডান দিকে ঘুড়ে
ঠিক তেমন বোর্ডের চারপাশে খেলোয়াড় রা তার চাল চেলে
যাবে ঠিক তাস বা ছক্কা খেলার মত। খেলা শেষ হলে এবং নতুন
খেলা খেলতে হলে কার্ড গুলো এলোমেলো করতে হবে।
আর খেলার মূল উদ্দেশ্য হল একটি সিকুয়েন্স তৈরি করা।
PLAY ON PHONE
এখান ক্লিক করে ডাউনলোড করে নিন
এটি একটি অনলাইন/অফলাইন গেইম। তবে অফ্লাইনে কম্পিউটারের সাথে খেলতে পারবেন৷ এখানে ২-৩ জন খেলা যায়, নিয়ম সব সেইম। এখানে খেলে প্রেক্টিস করতে পারেন।
SUPPORT ME
আমার টেলিগ্রামে জয়েন করুন।
JOIN MY TELEGRAM CHANNEL