Site icon Trickbd.com

কম বাজেটের মধ্যে চমৎকার একটি পাওয়ার ব্যাঙ্ক রিভিউ সাথে থাকছে ব্যবহার করার অভিজ্ঞাতা (১০০০০এমপিআর)

Unnamed

হ্যালো ফ্রেন্ডস
আশা করি সবাই ভালো আছেন।
ঘরে থাকুন সুস্থ থাকুন।

বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে দারুন একটা পাওয়ার ব্যাঙ্ক রিভিউ করবো।পাওয়ার ব্যাঙ্কের নাম টা হচ্ছে TANKখুবই ভালো।
কারণ এখন বর্ষাকাল চলে আসছে আমাদের অনেকের বাসা গ্রাম অঞ্চল হওয়ার কারণে বৃষ্টি হলেই বিদ্যুৎ চলে যায় এসময় দেখা যায় দুই-তিন দিন বিদ্যুৎ থাকে না যা আমাদের খুব সমস্যায় পরতে হয়,এজন্য আমরা সবাই কম বেশি পাওয়ার ব্যাঙ্ক কিনে থাকি তা ও প্রতারিত হয়ে থাকি এজন্য আমি সাজেশন করবো শোরুম থেকে পাওয়ার ব্যাঙ্ক কেনার চেষ্টা করবেন আশা করি টাকা বেশি নিলেও ভালো পণ্য পেয়ে যাবেন।

এখন আশা যাক আমি যে পাওয়ার ব্যাঙ্কটা রিভিউ করে দেখাবো এই পাওয়ার ব্যাঙ্কটা খুবই ভালো আমি বেশ কিছু দিন ব্যবহার করছি এবং সেই অভিজ্ঞতাটা শেয়ার করছি।

পাওয়ার ব্যাঙ্কটা মূলত বাজারে ৪ টি কালারের পাওয়া যাবে যেটা ইচ্ছা সেটা কিনে নিবেন।
পাওয়ার ব্যাঙ্কের নাম টা হচ্ছে TANK খুবই ভালো।
এর পাওয়ার হচ্ছে ১০,০০০ এমপিআর।

আমি যে কয় দিন ব্যবহার করছি এতে দেখা গেছে যে পাওয়ার ব্যাঙ্কটা দিয়ে ৩ বার চার্জ দেওয়ার পরও চার্জ শেষ হয়নি আর খুব দ্রুত চার্জ দিচ্ছিলো
পাওয়ার ব্যাঙ্কটিতে ৩ টি পোর্ট আছে একবারে ৩ টি মোবাইল চার্জ দেওয়ার ক্ষমতা আছে।তবে ৩ টি একবারে চার্জ দিলে একটু স্লো চার্জ হবে।

পাওয়ার ব্যাঙ্কটা একটু মোটা ও একটু ভারি তবে বহন করতে কোন সমস্যা হবে না।
আমার কাছে খুব ভালো লাগছে যে অনেকবার চার্জ দেওয়া যায় যথেষ্ট ভালো মনে হয়েছে।
এই পাওয়ার ব্যাঙ্কটা কোন ব্রান্ডের পাওয়ার ব্যাঙ্ক নয় যে কোন দোকানে খুজলে এমন আনব্রান্ড পাওয়ার ব্যাঙ্ক পেয়ে যাবেন তবে দামের ক্ষেত্রে তারতম্য হতে পারে ৩৫০-৪০০ টাকা নিতে পারে, আপনি চেষ্টা করবেন কম দাম দিয়ে কেনার জন্য।

চলুন পাওয়ার ব্যাঙ্কটা দেখে আশা যাক______







আশা করি পাওয়ার ব্যাঙ্কটি আপনাদের খুবই ভালো লাগছে।যদি কোন সমস্যা হয় তাহলে কমেন্ট করো।

সবাই ভালো থাকুন দেখা হবে নতুন কোন পর্বে।