Site icon Trickbd.com

গ্রামীণফোনের অব্যবহৃত সিম স্থায়ীভাবে বন্ধের নোটিশ ।

সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ০৮ আগস্ট, ২০১৩ বা তার পূর্ব থেকে অব্যবহৃত সকল গ্রামী্ণফোন প্রিপেইড সংযোগসমূহকে অত্র নোটিশ প্রকাশের ৩ (তিন) মাস পর হতে স্থায়ীভাবে বন্ধ (ডিঅ্যাক্টিভ) করে দেয়া হবে । উল্লেখ্য যে-

> গ্রাহকদের সাথে সম্পাদিত ‘সাবস্ক্রিপশন এগ্রিমেন্ট’ অনুযায়ী স্থায়ীভাবে বন্ধ করে দেয়া সংযোগসমূহের মালিকানা/স্বত্ত্ব গ্রামীণফোনের
> স্থায়ীভাবে বন্ধ করে দেয়া কোন প্রিপেইড সংযোগের পূর্ববর্তী গ্রাহক উক্ত সংযোগ ব্যবহার/পরিবর্তন/রিচার্জ বা এর মালিকানা দাবী করতে পারবেন না
> গ্রামীনফোন স্থায়ীভাবে বন্ধ করে দেয়া প্রিপেইড সংযোগসমূহের পুনঃবিক্রয়/পুনঃব্যবহার/রি-সাইকেল করার অধিকার সংরক্ষন করে

উপরোল্লিখিত বিবরণ অনুযায়ী যেসকল প্রিপেইড সংযোগসমূহকে স্থায়ীভাবে বন্ধ (ডিঅ্যাক্টিভ) করে দেয়া হবে, তার তালিকা গ্রামীণফোনের ওয়েবসাইট (www .grameenphone .com), গ্রামীনফোন কাস্টমার কেয়ার সেন্টার এবং বিটিআরসি’র ওয়েবসাইটে (www .btrc .gov. bd) পাওয়া যাবে ।

যেসকল গ্রাহক ইতোমধ্যে আমাদের পণ্য ও সেবা গ্রহণ করেছেন তাঁদের সকলে প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ । দেশের সবচেয়ে বড় আস্থার নেটওয়ার্কে অনন্য সব সেবা উপভোগের জন্য আপনাদের সাদর আমন্ত্রণ ।

আপনার ০৮ আগস্ট ২০১৩ বা তার পূর্ব থেকে অব্যবহৃত কোনো বন্ধ সযোগ থেকে থাকলে আজই এক্টিভেট করে ফেলুন । অন্যথায় আর গ্রামীণফোন আপনার সিম আবার নিয়ে নিবে এবং আবার বাজারে ছাড়বে বিক্রির জন্য । এক্টিভেট করার জন্য সিমকার্ডটি কোনো মোবাইল হ্যান্ডসেটে লাগিয়ে যেকোনো এমাউন্টের রিচার্জ কার্ড দিয়ে রিচার্জ করে ফেলুন (ফ্লেক্সিলোড হবে না, রিচার্জ করতে *৫৫৫*গোপন কার্ড নাম্বার# ডায়েল করুন) । কোনো সমস্যা হলে নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারে যান ।