2captcha Multiple Account

আসসালামু আলাইকুম।
জানিনা আপনারা সকলে কেমন আছেন?
সারা দুনিয়ার অবস্থা ভালো নেই কোরনা নামক প্রানঘাতি ভাইরাসের জন্য।
ট্রিকবিডিতে এটাই আমার প্রথম পোস্ট।

আপনারা যারা ট্রিকবিডির সাথে দীর্ঘদিন ধরে আছেন তারা নিশ্চয়ই 2captcha নিয়ে অসংখ্য পোস্ট দেখেছেন।

আমিও আজ আপনাদের সাথে 2captcha নিয়ে কথা বলব। তবে একটু ভিন্ন আঙ্গিকে। হ্যাঁ আমি চেষ্টা করব কিভাবে মোবাইল থেকে একাধিক 2Captcha একাউন্ট কিভাবে ব্যবহার করবেন। আমি চেষ্টা এই পোস্টিতে রেজিষ্ট্রেশন থেকে শুরু করে টাকা উত্তোলন করা পর্যন্ত। যদি এই ধরনের পোস্ট আগে হয়ে থাকে আমাকে বলবেন আমি ডিলেট করে দিবো।

তো আর বেশি কথা না বলে চলুন মুল পর্ব শুরু করি।।।।।

প্রথমে রেজিষ্ট্রেশন করতে নিচের দেয়া লিংকে প্রবেশ করুন
সরাসরি লিংক
রেফারেল লিংক

ওয়েবসাইটে আসার পর “Quick Start” এ ক্লিক করুন।


নিচের দেয়া স্ক্রিনশট এর মত করে রেজিশট্রেশন ফরম পূরন করুন। মনে রাখবেন আপনার পাসোয়ার্ড অবশ্যই বড় হাতের ছোট হাতের নামার ও যেকোন চিহ্ন ব্যবহার করতে হবে।


তারপর “I’m a worker” নির্বাচন করুন।


একাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর আপনাকে ইমেইল কনফার্ম করতে হবে।তার জন্য আপনার জিমেইল এপে চলে যান।


ইমেইল কনফার্ম হয়ে গেলে “Email has been confirmed” একটি মেসেজ পাবেন।

তারপর আবার লগ ইন পেইজে চলে যান।
আপনার ইমেইল ও পাসোয়ার্ড দিয়ে প্রবেশ করুন।




তারপর আবার আপনাকে ” I’m a worker” নির্বাচন করতে হবে। আপনার একাউন্ট এবার সম্পুর্ন প্রস্তুত।


এভাবে আপনাকে দুইটা একাউন্ট করে নিতে হবে। দুইটা একাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর আপনাকে নিচের এপটি ইন্সটল করে নিতে হবে।
App Download Link

এপটি ইন্সটল করার পর Open করুন। এরকম একটি Widget চালু হবে যা স্ক্রিনের উপর ভাসমান থাকবে।


সেটা তে ক্লিক করুন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে।


এখান থেকে ব্রাউজার টি সিলেক্ট করে নিন।


ব্রাউজার টি সিলেক্ট করার পর দেখতে পাবেন আপনার ফোনের উপর একটি ভাসমান ব্রাউজার চালু হয়েছে।


এবার সার্চ বক্সে ‘2captcha ডট কম” লিখুন



আপনার একটা একাউন্ট লগ ইন করে নিন


লগ ইন হয়ে গেলে মোবাইল ইন্টারফেস থেকে মোবাইল ইন্টার ফেস এ চলে আসুন।



এবার এপটি মিনিমাইজ করে রাখুন।



মিনিমাইজ করার পর আপনারা আপনাদের ফোনের যেকোন একটি ব্রাউজার নির্বাচন করুন। আমি ক্রোম ব্রাউজার নির্বাচন করলাম।


ক্রোম ব্রাউজার থেকে আরেকটি ২ ক্যাপচা একাউন্ট আগের মত লগ ইন করে মোবাইল ইন্টারফেস চালু করে নিবেন। এবং Start এ ক্লিক করে কাজ শুরু করবেন।



এবার মিনিমাইজ করে রাখা ব্রাউজার টি Open করে একই নিয়মে Start এ ক্লিক করুন।


আর এভাবে কাজ করতে শুরু করুন।






আমি যত বার উইথড্রো দিয়েছি তার পেমেন্ট প্রুফ




আশা করি আমার পোস্টের ভুল ভ্রান্তি গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মত এখানেই আল্লাহ হাফেয।
আমার ফেইসবুক আইডি

9 thoughts on "যেভাবে মোবাইল থেকে একাধিক 2captcha একাউন্ট একাসাথে ব্যবহার করবেন।"

  1. mdehsanurrahman Contributor says:
    এটাতে প্রতি ক্লিকে কত দেয়?
  2. S Contributor says:
    vai usd exchange er site tar nam bolen plz
    1. Xyber King Contributor says:
      QuickUSD site ta bes valo
    2. S Contributor says:
      Onek Thanks vaiya.
    3. mdkamal Author Post Creator says:
      bdwalletex r quickusd valo… Bdwalletex e nid card verify korte hoy…
  3. S Contributor says:
    Oh.thanks
    1. mdkamal Author Post Creator says:
      Wlcm. Shakib vai
  4. Mr.khan22 Contributor says:
    Wow,,, durdanto

Leave a Reply