আসসালামু আলাইকুম ট্রিকবিডিবাসী। আশা করছি সকলেই ভাল এবং সুস্থ আছেন। ট্রিকবিডি নিয়মিত ভিজিট করেন কিন্তু রেজিস্টার্ড মেম্বার নন এরকম পাব্লিকের অভাব নাই ট্রিকবিডিতে। কেননা রেজিস্ট্রেশন করতে গিয়ে তাদেরকে নিচের স্ক্রিনশটটি দেখে ঘুরে আসতে হয়েছে!
প্রথমেই চলুন দেখে নেই কেন আপনারা এতদিন রেজিস্ট্রেশন করতে পারেননি ওয়েবসাইট থেকে সেই কারনটা দেখে আসি।আমি ট্রিকবিডির অফিসিয়াল ফেসবুক পেজের একটা পোস্টের স্ক্রিনশট এখানে তুলে দিলাম।
স্ক্রিনশটটি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে রেজিস্ট্রেশন করা যাবে শুধুমাত্র ট্রিকবিডি App ব্যবহার করে। তাই আপনারা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে গিয়ে এতদিন থেকে ” User registration is currently not allowed ” এই মেসেজটি দেখে আসছেন। (হয়তো TrickBD App এর প্রচলন বাড়ানোর জন্য Admin রা এই কাজটা করেছেন।)
পুরো পোস্ট মনোযোগ দিয়ে পড়বেন নয়তো সমস্যায় পড়তে পারেন।
এবার চলুন দেখে নেই কীভাবে খুব সহজেই আপনারা ট্রিকবিডিতে রেজিস্ট্রেশন করে হতে পারেন একজন রেজিস্টার্ড মেম্বার! রেজিস্ট্রেশন করার জন্য প্রথমেই আপনাদেরকে প্লেস্টোরে গিয়ে TrickBD App টি ইন্সটল করে নিতে হবে। প্লেস্টোরে গিয়ে TrickBD লিখে সার্চ করলেই App টি পেয়ে যাবেন। অথবা এই লিংক থেকে সরাসরি ইন্সটল করে নিতে পারেন। ইন্সটল করা হয়ে গেলে এবার App টি ওপেন করুন।ওপেন করলে নিচের মতো ইন্টারফেস দেখতে পাবেন। এবার Next এ ক্লিক করুন।
আবারও Next এ ক্লিক করুন।
এবার Got it এখানে ক্লিক করুন।
এখন Register Now এখানে ক্লিক করুন।
এবার একটি ইউনিক ইউজার নেম,আপনার ইমেইল এবং পরিশেষে আপনার ডাকনাম দিয়ে Register এ ক্লিক করুন।
দেখুন রেজিস্ট্রেশন সফল হয়েছে।এবার আপনার ইমেইল ইনবক্সে চলে যান আর দেখুন ট্রিকবিডি সাপোর্ট থেকে কোনো মেইল আসছে কিনা।মেইল আসলে মেইলে দেওয়া লিংকে ক্লিক করে পাসওয়ার্ড সেট করে নিন।
অনেকসময় দেখা যায় কনফার্মেশন ইমেইল আসেনা। সেক্ষেত্রে করনীয় কাজটা নিচের স্ক্রিনশটের নোটিশে দেখে নিন! অর্থাৎ আমাদেরকে পাসওয়ার্ড রিসেটের জন্য রিকোয়েস্ট পাঠাতে হবে। তাই Reset Password এ ক্লিক করুন।
এবার একটু আগে যে ইমেইল এবং ইউজারনেম দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেগুলোর যেকোনো একটি অর্থাৎ ইমেইল অথবা ইউজারনেম দিয়ে Reset Password এ ক্লিক করুন।
এবার দেখুন পাসওয়ার্ড রিসেটের জন্য একটা মেইল চলে এসেছে।এবার মেইলে প্রদত্ত লিংকটিতে ক্লিক করুন।
এবার এই বক্সে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে আবারও Reset Password এ ক্লিক করুন।
পাসওয়ার্ড স্ট্রং করার জন্য-
- বড় হাতের অক্ষর
- ছোট হাতের অক্ষর
- সংখ্যা
- স্পেশাল সিম্বল যেমনঃ @#%& এগুলো ব্যবহার করুন।
পাসওয়ার্ড রিসেট হয়ে গেলে এবার Login এ ক্লিক করুন।
এবার লগিন পেজে প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে লগিন করুন।
দেখুন লগিন হয়ে গেছে।
বি.দ্র: আমার ক্ষেত্রে আমি খেয়াল করেছি একই পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে লগিন হলেও সেই পাসওয়ার্ড দিয়ে App এ লগিন হচ্ছেনা।আশা করছি ট্রিকবিডি Admin রা খুব শীঘ্রই এই সমস্যাটা সমাধান করবেন।
এবার আসুন প্রফাইল কমপ্লিট করি।প্রোফাইল কমপ্লিট করার জন্য উপরে থাকা Profile লেখাটিতে ক্লিক করুন।
এবার Edit Profile এখানে ক্লিক করুন।
ফার্স্ট নেম,লাস্ট নেম এবং ডাকনাম দিন। Display name publicly as অপশনটিতে ক্লিক করলে আপনার নামের কয়েকটি ফরম্যাট দেখতে পাবেন।যে ফরম্যাটটি আপনি পাবলিকলি শো করাতে চান সেটি সিলেক্ট করুন।
এবার Contact info হেডলাইন অনুযায়ী যা যা দেওয়ার মতো আছে আপনার সব দিয়ে দিন।
এবার বায়োগ্রাফিক্যাল ইনফোতে আপনার সম্পর্কে কিছু লিখুন।আমি আমার একটা স্বপ্নের কথা লিখলাম।
গ্রাভাটার অর্থাৎ প্রতিমূর্তিতে নিজের ছবি যুক্ত করতে চাইলে Choose File এ টাচ করে গ্যালারি থেকে কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করুন।
অতঃপর সব কাজ শেষ হয়ে গেলে Update Profile এ ক্লিক করুন।
মাশাল্লাহ!! আপনার ট্রিকবিডি প্রোফাইল কমপ্লিট!!!
ট্রিকবিডিতে তো একটা কমপ্লিট একাউন্ট তৈরি করে ফেললেন।এখন আপনি ট্রিকবিডির একজন নিবন্ধিত সদস্য। এবার আপনার অনুভূতি কি কমেন্ট বক্সে জানাবেন না???
আমি আশা করছি অবশ্যই আপনারা প্রত্যেকেই রেজিস্ট্রেশন এর পরে এই পোস্টে এসে কমেন্ট করে আপনাদের অনুভূতি প্রকাশ করবেন।
রেজিস্ট্রেশন করতে গিয়ে কোনো সমস্যা হবেনা আশা করছি।তারপরও যদি কোন হতভাগা সমস্যার সম্মুখীন হন তাহলে ফেসবুক গ্রুপে বিস্তারিত (পারলে স্ক্রিনশটসহ)লিখে পোস্ট করবেন।আমি সহায়তা করব ইনশাআল্লাহ।
আজ এ পর্যন্তই।আবারও কথা হবে অন্য কোনো পোস্টে ইনশাআল্লাহ।ততদিন পর্যন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন এই কামনা রইলো।
আল্লাহ হাফেজ।