Site icon Trickbd.com

বিমান বাহিনীর এম ও ডিসি নিয়ে সকল গোপন তথ্য । শুরু থেকে শেষ পর্যন্ত । Bd Air force MODC A To Z Info

এম ডি সই – যার পূর্ণ রূপ – মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারি 
এম ও ডিসি পদবী টি সামরিক ৩ টি বাহিনীতেই রয়েছে যেমন – সেনাবাহিনী – বিমান বাহিনী – এবং নৌবাহিনী


আজকের পোষ্ট এ  আপনারা জানতে পারবেন –

বিমান বাহিনীর এম ও ডিসি কি ? এদের কাজ কি ? এদের বেতন কত ? এবং আরও অন্যান্য সুযোগ সুবিধা সহ বিস্তারিত সকল তথ্য ।

এম ও ডিসি পদে আবেদন করার যোগ্যতা হিসেবে – সর্বনিম্ন এস এস সি বা সমমান পাশ এবং ফলাফল – সর্বনিম্ন ২.০০ থাকতে হবে ।
বয়স – সার্কুলার এর তারিখ অনুযায়ী – ১৬ থেকে ২১ বছর  ( সার্কুলার এর তারিখ অনুযায়ী কিভাবে বয়স বের করবেন – ভিডিও – https://youtu.be/yNozo4Aam6s   ) 

উচ্চতা – সর্বনিম্ন – ৫ ফিট ৬ ইঞ্চি

এবং এই এম ডিসি পদবীতে শুধুমাএ পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে ।

আবেদন প্রক্রিয়া –

আবেদন করার জন্য ব্যাংক ড্রাফট অথবা অনলাইন এর মাধ্যমে ১৫০ টাকা আবেদন ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ।
এরপর নির্দিষ্ট কেন্দ্রে নির্দিষ্ট তারিখ অনুযায়ী সকাল ৮ টা থেকে মাঠ এ প্রবেশ করানো হবে প্রার্থী দের ।
এবং কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবে – সেটি সার্কুলার এ উল্লেখ থাকবে ।

নির্বাচন পদ্ধতি প্রায় একই –

প্রাথমিক বাছাই করার পর – IQ এর উপর MCQ পরীক্ষা হবে – তারপর প্রাথমিক মেডিক্যাল হবে । এর পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে । এবং পরিশেষে ভাইবা এবং চূড়ান্ত মেডিক্যাল হবে ।

এইবার আপনাদের মনের ভিতর যে প্রশ্ন গুলো রয়েছে যেমন  –
নাম্বার – ১
এম ও ডিসির এর ট্রেনিং কত দিন ?

নাম্বার – ২
এম ও ডিসির কাজ কি ?

নাম্বার – ৩
এম ও ডিসির বেতন কত ? ভাতা কত ? সর্বোচ্চ বেতন কত ?

নাম্বার – ৪
এম ও ডিসির সদস্য রা কি মিশন পাবে ?

নাম্বার – ৫
এম ও ডিসির সদস্যা রা কি প্রমোশন পায় ?

উল্লেখিত প্রশ্ন গুলোর উওর সহ বিস্তারিত আরো কিছু জনাতে ভিডিও টি দেখতে পারেন – 

ভিডিও – বিমান বাহিনীর এম ও ডিসি নিয়ে সকল গোপন তথ্য । শুরু থেকে শেষ পর্যন্ত । Bd Air force MODC A To Z Info
https://bit.ly/AirforceMODC2020

বিদ্রঃ –

ডিফেন্স। সরকারি। প্রাইভেট সকল প্রকার চাকরির গোপন  তথ্য – সাহায্য এবং ডিফেন্স এর মেডিক্যাল যে, কোন সমস্যার সমাধান এবং রহস্য ও রোমাঞ্চ ভিন্ন রকম ভিডিও পেতে  আমাদের চ্যানেল টি ভিজিট করতে পারেন।

(ভালো লাগলে Subscribe করবেন)

( আমাদের চ্যানেল এ ১০০ ভাগ সঠিক তথ্য প্রদান করা হয় – যা আপনি নিজে যাচাই করে দেখতে পারেন )

( আমাদের চ্যানেল এ ১০০ ভাগ সঠিক তথ্য প্রভাইট করা হয় – যা আপনি নিজে যাচাই করে দেখতে পারেন )

আমাদের চ্যানেল – Career Message

যদি কোন যায়গায় বুঝতে সমস্যা হয় টিউমেন্ট করবেন আমি ইন শা আল্লাহ্‌ উওর দিবো।