Site icon Trickbd.com

যারা নতুন অনলাইনে কাজ করবেন বলে ভাবছেন কিন্তু হোস্টিং নিয়ে ভাবছেন তাদের জন্য সুখবর

Unnamed

বাড়ি তৈরীর আগে যেমন জমির কথা মনে পড়ে, একটি স্থানের কথা মনে পড়ে। তেমনি ওয়েবসাইট তৈরীর কথা ভাবলেই মনে পড়ে হোস্টিং আর ডোমেইনের কথা।

একটা সময় ছিলো যখন হোস্টিং সার্ভার অনেক কম ছিলো, আর তখন বাংলাদেশী হোস্ট প্রোভাইডার তো ছিলোই না। আর বিদেশি সার্ভার থেকে হোস্ট নিতে হলে আরেক ঝামেলা পেমেন্ট মেথড।

-মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তো আর বিদেশি সার্ভারে পেমেন্ট করা যেতো না, বিদেশি সার্ভার থেকে নিতে হলে ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড এর প্রয়োজন হতো।

-পেমেন্ট মেথড আবার আরেক ঝামেলা, তাছাড়া সে সময় হোস্টিং ডোমেইনের মূল্যো ও অনেক ছিলো এখনকার তূলনায়।

তাই কারোর ওয়েবসাইট তৈরীর ইচ্ছা থাকলেও উপায় থাকতো না, আর বর্তমানে প্রযুক্তির অনেকটাই উন্নতি হয়েছে যার কারণে আমরা এখন আমাদের বাংলাদেশী প্রোভাইডার থেকেই হোস্ট ডোমেইন কিনতে পারি।

আজকে আমরা বাংলাদেশি অনেক ভালো একটি হোস্টিং ডোমেইন প্রোভাইডার এর সাথে পরিচিত হবো,

serverneed.com

সার্ভার নিড ডট কম একটি বাংলাদেশী ডোমেইন সরবারাহকারী সার্ভার, সুপার ফাস্ট হোস্টিং এবং সবচেয়ে ভালো ডোমেইন সরবরাহ করে হোস্টবিডি।
তাছাড়া খুব সল্প মূল্যোই serverneed থেকে ভালো মানের হোস্টিং নিতে পারেন।

আমি সাজেস্ট করব, আপনি যদি ভালো মানের হোস্টিং ডোমেইন চান? এবং আপনি যদি আপনার প্রতিষ্ঠানটি অনেক বড় করতে চান তাহলে অবশ্যয় Serverneed থেকে সার্ভিস নিবেন।

কেনো Serverneed.com থেকে সার্ভিস নিবেন?

Serverneed থেকে কেনো আপনি হোস্টিং ডোমেইন নিবেন?

• প্রথমত Serverneed বাংলাদেশের সবচেয়ে ফাস্ট হোস্টিং সরবারহ করে।
• মূল্যোও অনেক কম।

• যেকোনো সমস্যাই তাৎক্ষণিক সমাধানের জন্য আছে সাপোর্ট টিম।

• প্রতিদিন ২৪ ঘন্টা লাইভ চ্যাট, সাপোর্ট টিকেট, এবং ফোন কল এর মাধ্যমে হোস্টবিডি তার ক্লাইন্টকে সাপোর্ট দেই

তাছাড়া আরো অনেক গুলো এক্সট্রা সুবিধা আছে Serverneed যেসব সুবিধা বাংলাদেশি কোনো হোস্টিং প্রোভাইডার দিবে না।

কিভাবে হোস্ট ডোমেইন অর্ডার করবেন?

প্রথমে serverneed.com এ চলে এক্সান এবং আপনার পছন্দের প্যাক বাছাই করুন

অনেক গুলো প্যাকেজ পাবেন সেখান থেকে যেকোনো একটি প্যাকেজ অর্ডার করুন।

এবার হোস্টিং কেনার জন্য সর্বপ্রথম ডোমেইন সার্চ করুন, আর ডোমেইন যদি অলরেডি আপনার কেনা থাকে তাহলে
I will use my existing domain and update my nameservers এখানে ক্লিক করে আপনার কেনা ডোমেইনটির নাম লিখুন।
এরপর Continue করুন।

আবারও Continue এ ক্লিক দিন।

সবকিছু থেকে এবার Checkout এ ক্লিক দিন।

এবার নরুন পেইজে আপনার তথ্য দিয়ে একাউন্ট করে নিন।


এবার পেমেন্ট আমি বিকাশে করব।


আমার পেমেন্ট শেষ।
এবার দেখুন কনফার্ম মেইলে আমার সকল তথ্য দিয়ে দেওয়া হয়েছে।

আজকের এই পোস্টার মূল উদ্দেশ্য হলো মানুষকে ভালো কিছু উপহার দেওয়া। অনেকে অনেক জায়গা থেকে হোস্ট কিনছে কিন্ত ভালো হোস্ট নয় সেগুলো আবারও টাকা ও মার খাচ্ছে।

serverneed.com এর হোস্ট এবং কাস্টমার সেবা দেখে আমার ভালো লেগেছে তাই আপনাদেরকেও সাইটটির কথা জানিয়ে দিলাম।

যেকোনো সাহায্য আমাকেও বলতে পারেন।