Site icon Trickbd.com

How To Remove Kalahari Map In Rank Mod [] Rank থেকে কালাহারি বাদ দিন

Unnamed

আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভালো আছে- Trickbd এর সাথে থাকলে ভালোই থাকবেন

তো চলুন পোস্টে ডুকে পড়া যাক

আজ নিয়ে আসলাম Free Fire Awesome একটা Tricks

★আজ দেখাবো Rank থেকে Kalahari Map কিভাবে Remov করবেন ?
• আসলে Map তো Deleted করা যাবে না – যেহেতু এটা Adjust Map ?
• এই কালাহারি ম্যাপ র্যাংক এ এড করে দিয়ে অনেকের র্যাংক পুশে সমস্যা + ফোনে অনেক ল্যাগ করছে। যাদের একটু Low Configuration Phone.
• তারা ল্যাগের জন্য অনেক সমস্যায় পড়ছে।

-* তাই আজ একটা টিপস দেখাবো – যারা আগে থেকে জানেন প্লিজ ইগ্নোর। ?

• এই টিপস টা Use করলে গেম যখন স্টার্ট করবেন Loby তে গিয়ে ই বুঝে যাবেন যে আসলে Kalahari নাকি Bermuda আসতেছে। যদি দেখেন কালাহারি ম্যাপ তাহলে Game Loby থেকেই Back করে দিবেন। তাহলে অন্তত মাইনাস খেতে হবে নাহ ?

★ এর জন্য আপনার বা টিম মেট এর Wukong Character টা থাকতে হবে।
হয়ত জানেন Wukong Ability হলো ঘাস হয়ে লুকিয়ে থাকা যা।

★তো আমরা এই টাই Use করবো Loby তে।
কারন Bermuda Map এ Wukong এর ঘাসের রং হয় সবুজ।
★আর কালাহারি তে ধুসর বর্নের হয়।

স্কিনশট দেখে নিন??

আমি Wukong Selecte করলাম

Rank Mod Selected করে Game Loby তে গেলাম এবং Wukong Ability use করলাম
দেকুন সবুজ ঘাস দেখাচ্ছে — তার মানে Bermuda Map আসবে



★ এখন দেখেন ঘাসের রং ধুসর – তার মানে কালাহারি আসতেছে?

★ তো এভাবে Game Loby তেই বুঝতে পারবেন। এবং ব্যাক করতে পারবেন। কোন মাইনাস ছাড়া ?তাহলে ইন্জয় করেন।

Join Teligram -Latest Update
????

BOSS YT

???

Exit mobile version