আজ আমি দেখাবো কিভাবে আপনারা Termux অ্যাপের মধ্যে Extra Key / Shortcut Key / Magic Key অ্যাড করবেন কোনো প্রকার Extra অ্যাপলিকেশন ছাড়াই ?
যাদের জানা আছে তারা ইগনোর করুন পোষ্টটা ??
✌——————————————————————————-✌
SHORTCUT KEY কি?
# মূলত টার্মুক্সে কোনো টুলস রান করার পর সেটা স্টপ করার জন্য ctrl + z টাইপ করতে হয়, আর তাছাড়া এসব Key ছাড়া আরো অনেক KEY রয়েছে যা আমাদের দরকার হয়। সো এই KEY গুলো ইনস্টলের জন্য মূলত অনেকেই HACKERS KEYBOARD ইউজ করে থাকে। তো এসব EXTRA KEYBOARD ইউজ না করে কিভাবে ডিফল্ট ভাবে এগুলো আপনার টার্মুক্সে এনাবল করবেন সেটা নিয়েই আমার আজকেরই এই পোষ্ট ?
# প্রথমেই টার্মুক্স অ্যাপ অপেন করবেন। তারপর আপনাকে যাস্ট দুটো কমান্ড টাইপ করতে হবে।
- pkg install pip && pkg install pip2
- pip2 install bkey
এখন আপনাকে শুধু মাত্র নিচের কমান্ডটা লেখে ইন্টার করতে হবে। ব্যাস আর কিছুনা। অটোমেটিক ভাবে KEY অ্যাড হয়ে যাবে।
- bkey
# যাস্ট bkey লিখে ইন্টার করবেন ?
# সাথেসাথে আপনার টার্মুক্সে EXTRA KEY অ্যাড হয়ে যাবে। মূলত আমি আমার সুবিধা মত এই KEY গুলো এডড করে রাখছি। কারন এই KEY গুলোই খুব বেশি ইউজ করা হয় সকলের।?
তো এই ছিলো আজকের পোষ্ট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন,? পাশাপাশি বোতলের সাথে থাকুন, আর না থাকলে নাই আমার কি ?
যেকোনো সহযোগিতা পেতে
টুলস সম্পর্কে কোনো প্রকার সাজেশন দিয়ার থাকলে বা আরো নিত্য নতুন টুলসের আপডেট জানতে আমাদের গ্রুপে জয়েন হোন ??
??
VIDEO TUTORIAL
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন ??♥️??
আমার সাথে যোগাযোগ করার জন্য,