আইডি কার্ড সংশোধনে দুইটি বিষয় দুইটি হচ্ছে………….
১। প্রেমেন্ট
২। প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন টি সম্পুর্ন করা ।
প্রথমতঃ
মোবাইল ব্যাংকিং Rocket একাউন্ট থেকে টাকা প্রেমেন্ট করে ডিপোজিট করে দিতে হবে।
আপনার Rocket apps লগইন করবেন।
তারপর Bill Pay অপশনে ক্লিক করবেন।
সার্চ বার 1000 লিখে সার্চ দিলে EC Bangladesh নামে একটি অপশন চলে আসবে সেখানে Click করবেন।
তারপর NID Number অপশনে ১০ অথবা ১৭ ডিজিট এর আইডি নাম্বার ও সংশোধন ক্যাটাগারি হিসেবে Application Type দিবেন Pay For নিজের হলে Self অন্যের হলে Other দিবেন তারপর ১১ ডিজিট এর ফোন নাম্বার বসাই দিবেন। ক্যাটাগারি হিসেবে এমাউন্ট বসাই দিবেন এর পর VALIDATE Option ক্লিক করবেন।
পিন নাম্বার দিয়ে দিয়ে Done করবেন।
এরপর টাকা প্রেমেন্ট এর এসএমএস আসলে ডিপজিট হয়ে যাবে তখন লগইন করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনটি সম্পুর্ন করবেন …
দিতীয়তঃ
প্রথমত Link এই ওয়েবসাইটে গিয়ে User Name,Password ও ক্যাপজা পূরন করে লগইন করবেন ।
(ওয়েবসাইটে একাউন্ট না থাকলে করে নিবেন অথবা আমাকে পেজে ম্যাসেজ দিবেন)
এরপর বহাল বাটনে ক্লিক করতে হবে
এরপর ভূল তথ্য গুলো সংশোধন করে পরবর্তী বাটনে ক্লিক করবেন।
এরপর পরবর্তী বাটনে ক্লিক করবেন।
এরপর পরবর্তী বাটনে ক্লিক করবেন।
এরপর প্রয়োজনীয় তথ্য স্ক্যান কপি বা পিকচার তুলে আপলোড দিতে হবে
যেমনঃ প্রয়োজন অনুযায়ী জন্মনিবন্ধন সার্টিফিকেট, বাবা মায়ের আইডি কার্ড ও চেয়ারম্যান এর প্রত্যয়ন পত্র সহ প্রয়োজনীয় স্ক্যান কপি বা পিকচার তুলে আপলোড দিতে হবে । এরপর পরবর্তী বাটনে ক্লিক করবেন।
এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে ।
এরপর প্রফাইল এ গেলে এডিট অপশন থাকবে না ডাউনলোড অপশন আসবে ডাউনলোড অপশনে ক্লিক করলে
এটা আসবে
পর্বর্তীতে সংশোধন অনুমতি দেওয়ার পর ফোনে এসএমএস চলে আসবে তখন লগইন করে সংশোধনীয় আইডি কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে ।
বুঝতে সমস্যা হলে ভিডিওটি দেখুন
আর কোন সমস্যা থাকলে নিচের লিংকে পেজ ও যোগাযোগ করুন——> Page link
Join Group Link