আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা? আশাকরি ভালোই আছেন,, আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি.. হেডিং দেখে বুজে গিয়েছেন আজকের বিষয়। কথা না বাড়িয়ে শুরু করছি☞
প্রথমেই বলে নিচ্ছি কিছু কথা,, আজকাল দেখা যায় দোকান থেকে অনেকে ট্রেনের টিকেট কিনছেন । কিন্তু দেখা যাচ্ছে চওড়া মূল্যে কিনতে হচ্ছে টিকেট। যেটির দাম (১৫০+২০)=১৭০ সেই টিকেট আজকাল বিক্রি হচ্ছে ৩০০ টাকা দিয়ে।
এপপ ডাউনলোডের লিংক ?? Click here
যাদের একাউন্ট খুলা নেই, তারা দেখে নিন গ্রুপে আগের একটা পোষ্ট রয়েছে।
তারপর নিচের স্কিনসটে স্টেপ বাই স্টেপ দেখানো হচ্ছে কিভাবে টিকেট কাটতে হয়??
বি:দ্র: টিকেট কাটার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন
১. এই পিডিএফ নিয়েই ট্রেনে উঠা যাবে নাকি এই পিডিএফ দেখিয়ে স্টেশন থেকে রিয়েল টিকেট কাটতে হবে?
২. এই পিডিএফ কি প্রিন্ট করে ট্রেইনে উঠতে হবে? নাকি ট্রেইনের টিটিকে ফোনে পিডিএফ দেখালেই হবে?