Site icon Trickbd.com

যে প্রথম ঘড়ি আবিষ্কার করেছিল, সে কিভাবে জানত তখন কয়টা বাজে?

বিষয়টা ততোটা কম্পলিকেটেড নয় যতটা আমরা ভাবি।

এক সময় ছিল যখন পৃথিবীতে ঘড়ি বলতে কিছু ছিলোনা। কিন্তু তখনও সঠিক সময়ে মসজিদে আজান দিতো, মানুষেরা সঠিক সময়ে ৫ ওয়াক্ত নামাজ পরতো, মাগরিবের সময় ইফতার করত।

কিন্তু কথা হলো কীভাবে তারা এটা করত???

এই সবকিছুই তারা করত সূর্যের পর নির্ভর করে।


লন্ডনের নিউ প্যালেসএ অবস্থিতি একটি সূর্যঘড়ি

আমরা এখন সময় জানার জন্য ঘড়ির দিকে তাকাই, তখন মানুষেরা সূর্যের দিকে তাকাতো। সূর্যের অবস্থান দেখে সময় বের করত।

আপনার প্রশ্ন হলো, যে প্রথম ঘড়ি আবিষ্কার করেছে, সে কীভাবে জানলো তখন কয়টা বাজে??

উত্তরটা হলো– সূর্যের দিকে তাকিয়ে। সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে তখন বারোটা বাজে।


লন্ডনের কিংস ক্রস রেলওয়ে স্টেশনে রক্ষিত প্লাটফর্ম ঘড়ি।
ঘড়ি এমন একটি যন্ত্র যা সময় নির্ধারণে সাহায্য করে।
 বিভিন্ন ধরনের ঘড়ি দেখতে পাওয়া যায়, 
যেমন হাত ঘড়ি, দেয়াল ঘড়ি ইত্যাদি।

সুত্রঃ wikipadia, google

পরের পার্ট পড়তে ? ক্লিক করুন এখানে

যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com

?ধন্যবাদ ৷

Exit mobile version