আমরা আজকাল সোশ্যাল মিডিয়া বলতে বেশিরভাগ বুঝে থাকি ফেসবুক কে । অন্য কোন সোশ্যাল নেটওয়ার্ক এই জায়ান্ট এর ধারে কাছেও নেই । তাই বলে কেউ টুইটার বা অন্য মিডিয়া ব্যবহার করতে পারবে না তার তো কোন মানে নেই ।
দেশে টুইটার ব্যবহার করে এমন লোকের সংখা একেবারে কম নয় । আপনি যদি ইমেইল দিয়ে টুইটার এ সাইন আপ করে থাকেন তাহলে তা আপনার জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে । শত শত মেইল টুইটার থেকে এসে আপনার ইনবক্স ফুল করে ফেলবে । আজকে এই প্রব্লেম এর সলুশন থাকছে পোস্ট এ …
চলুন দেখে নেই কিভাবে এই বিরক্তিকর মেইল আসা বন্ধ করা যায় …
১। প্রথমে আপনার মেইল এর ইনবক্স এ গিয়ে টুইটার থেকে পাঠানো যেকোনো একটি মেইল ওপেন করুন ।
২। এবার স্ক্রল করে একেবারে নিচে চলে আসুন
৩। দেখুন ছোট করে একটা ACTION বাটন আছে UNSUBSCRIBE নামে ।
৪। এটায় ক্লিক করলে আপনাকে পপ আপ উইন্ডো তে টুইটার এর একটা পেজ এ নিয়ে যাবে ।
ব্যাস , আপনার কাজ শেষ । আর কোন নোটিফিকেশান আপনার মেইল এ আসবে না ।