এমন মানুষকে হয়তো খুঁজে পাওয়া যাবে না যারা এখনো হ্যারি পটার দেখেনি। অনেকে ছোট থাকতে টিভিতে দেখেছেন, অনেকে ডিভিডি কিনে রেখেছেন, কিন্তু সেগুলো ছিল ইংরেজি যার ফলে অনেকেই হয়তো সম্পূর্ণ বুঝেননি। আবার অনেকে হয়তো মাঝখান থেকে ১ থেকে ২ টা পর্ব দেখেছেন।
তাই আজকে আমি সিরিয়াল বাই পর্ব এবং তার সাথে লিংক নিয়ে হাজির হয়েছি সাথে ডাউনলোড লিংক। এতে আপনি অনেক কম এমবিতে হিন্দি ডাবড পর্ব গুলো ডাউনলোড করতে পারবেন।
হ্যারি পটারের টোটাল আটটা পার্ট আছে। এটা তো মনে হয় অনেকে জানেনই না।
আজকের পোস্টে আমরা আলোচনা করব হ্যারি পটার এর আটটা পার্টি নিয়ে আর তার সাথে মাত্র ৪০০ এমবির হিন্দি এইচডি কোয়ালিটির ডাউনলোড লিংক আপনাদের মাঝে শেয়ার করব।
তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
হ্যারি পটারের যে আটটি পার্ট আছে সেগুলোর নাম যথাক্রমে :
১। হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন (২০০১)
লিংক: Click Here
২। হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস (২০০২)
লিংক: Click Here
৩। হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অফ আজকাবান (২০০৪)
লিংক: Click Here
৪। হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার (২০০৫)
লিংক: Click Here
৫। হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য ফিনিক্স (২০০৭)
লিংক: Click Here
৬। হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ-ব্লাড প্রিন্স (২০০৯)
লিংক: Click Here
৭। হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস পার্ট -১
লিংক: Click Here
৮। হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস পার্ট – ২
লিংক: Click Here
এই সবগুলো পর্ব হিন্দিতে রূপান্তর করা, প্রিন্ট এইচডি, তার সাথে এমবি সাইজ গড়ে 400mb এর মত।
হ্যারি পটার এই জনপ্রিয় সিরিজটি ব্রিটিশ লেখিকা জে কে রাউলিং এর লেখা সাত খন্ডের হ্যারি পটার উপন্যাসের কাহিনী ওপর তৈরি করা হয়েছে।
এই লেখিকা যখন উপন্যাসটি প্রকাশ করেছিল তখন কিন্তু এটাও জনপ্রিয়তা একেবারেই ছিল না, এমনকি যার কাছে এই উপন্যাস প্রকাশ করার জন্য গিয়েছিল সেই ব্যক্তি সহ অনেকেই উপন্যাসটি রিজেক্ট করেছিল বাজারে ছাড়তে,পরে অনেক কষ্টে একজনকে পেয়েছিল উপন্যাসটি পাবলিশ করার জন্য, বিস্তারিত জানতে ইউটিউব এ সার্চ করতে পারেন।
লেখিকা উপন্যাসের সিরিজে সাতটি পর্ব থাকলেও মুভিতে এর থেকে একটা বেশি টোটাল আটটি পর্ব তৈরি করা হয়েছে কারণ, উপন্যাসের শেষের পর্বটি অনেক বড় এবং জটিল ছিল সেটাকে মুভি তে রুপান্তর করতে নিলে অনেক বড় এবং বোরিং হয়ে যেত বলে সেটাকে দুটি পর্বে ভাগ করা হয়েছে। “হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস” এটাই সে পর্ব যেটা উপন্যাসে 1 পর্ব হিসেবে থাকলেও মুভিতে দুটি পর্ব হিসেবে তৈরি করা হয়েছে।
এই হ্যারি পটার সিরিজ এত জনপ্রিয় হয়েছিল যে এর জনপ্রিয়তা এখনও বিন্দুমাত্র কমেনি বরং এখন এটা প্রত্যেকটা ছেলে-মেয়ের আইকনে পরিবর্তিত হয়েছে। ছোটবেলায় যারা এই মুভিটা দেখেছেন তারা এখনও এই সিরিজটা দেখে বেড়ায়। এবং ইতোমধ্যেই সিরিজটি সর্বকালের সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্র সিরিজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
এই পর্যন্ত হেরি পটার সিরিজটি ৬ বিলিয়ন ডলারের মতো আয় করেছে এবং এবং এই পর্যন্ত হলিউডে যে মুভিগুলো সবচেয়ে বেশি আয় করেছে তার প্রত্যেকটা মধ্যে হ্যারি পটারের সবগুলো সিরিজের পর্ব রয়েছে।
আশা করছি এই পোস্টটি আপনাদের ভাল লেগেছে। ভাল লাগলে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।