Site icon Trickbd.com

সেনাবাহিনীর কোন পদবীর কাজ কি ? সৈনিক থেকে সেনাপ্রধান পর্যন্ত জেনে নিন। Bangladesh Army

অনেক প্রার্থী আছে যারা – সেনাবাহিনীর মাঠ করতে করতে তাদের পদবী বা RANK গুলো হয়ত অনেকের মুখস্থ হয়ে গেছে –
আজকের পোষ্টে আমরা সেনাবাহিনীর কোন পদবী কাজ কি এই বিষয়ে আলোচনা করবো –
এবং আপনি যদি সেনাবাহিনীর একজন সদস্য হতে চান তাহলে আজকের পোষ্ট টি আপনার জন্য খুবি গুরুত্বপূর্ণ

প্রতিটি সদস্যের কাজ নির্ভর করে তার কোর এবং ট্রেড এর উপর 
সৈনিক থেকে কর্পোরাল পদবী পর্যন্ত- এদের কাজ প্রায় একই বলা যায় –

 

জেসিও 

বা – ওয়ারেন্ট অফিসার থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার পদবী পর্যন্ত -এদের কে জেসিও বলা হয় – আর্মি মধ্যম পর্যায়ের অফিসার হল জেসিও এবং সেনাবাহিনীর অফিসার পদবী শুরু হয় এই জেসিও RANK থেকে –

এদের কাজ মূলত সৈনিক থেকে সার্জেন্ট যারা আছে তাদের কন্ট্রোল করা । বা কোন একটি নির্দিষ্ট স্থানের দায়িত্বে থাকা ।
সৈনিক থেকে সার্জেন্ট পর্যন্ত যারা আছে তাদের সকল সুবিধা অসুবিধা প্রাথমিক পর্যায়ে জেসিও দের দায়িত্বে থাকে ।

লেফটেন্যান্ট –

এদের তেমন কোন কাজ থাকে না – নির্দিষ্ট কিছু কাজের দায়িত্বে থাকা সহ ইত্যাদি কাজ করে থাকে ।

ক্যাপ্টেন –

বি আর ইউ টিম এর মেডিকেল অফিসার হিসেবে এর দায়িত্বে থাকা ইত্যাদি ( ONLY AMC CORE )

মেজর – পদবী –

সাধারণ মানুষ সেনাবাহিনীর আর কোন পদবিকে চিনুক আর না চিনুক এই পদবী টিকে ভালো করেই চিনে –
এটি ক্যান্টনমেন্ট এর একটি খুবি গুরুত্বপূর্ণ পদবী –
একজন মেজর বিভিন্ন দায়িত্বে থাকতে পারে – যেমন একটি কোম্পানির কমান্ডার বা আর্মি মেডিক্যাল এর বিভাগীয় প্রধান বা মেডিকেল অফিসার ইত্যাদি ।

এরপর

লেফটেন্যান্ট কর্নেল পদবী থেকে লেফটেন্যান্ট জেনারেল পদবী

পর্যন্ত যারা আছেন তারা বিভিন্ন বড় বড় দায়িত্বে থাকে যেমন একটি ক্যান্টনমেন্ট এর সি এম ই বা জি ও সি ইত্যাদি ।

আর সম্মানিত সেনাপ্রধান যিনি আছেন তিনি -সেনাবাহিনীর সকল ভালো মন্দ উপর বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে ।
এবং গুরুতর দায়িত্ব পালন করে থাকেন।

 

( নতুন সার্কুলার এর নতুন নিয়ম সহ বিস্তারিত জানতে আমাদের চ্যানেল এ চোখ রাখুন  )

বিদ্রঃ –

ডিফেন্স। সরকারি। প্রাইভেট সকল প্রকার চাকরির গোপন  তথ্য – সাহায্য এবং ডিফেন্স এর মেডিক্যাল যে, কোন সমস্যার সমাধান এবং রহস্য ও রোমাঞ্চ ভিন্ন রকম ভিডিও পেতে  আমাদের চ্যানেল টি ভিজিট করতে পারেন।

(ভালো লাগলে Subscribe করবেন)

( আমাদের চ্যানেল এ ১০০ ভাগ সঠিক তথ্য প্রদান করা হয় – যা আপনি নিজে যাচাই করে দেখতে পারেন )

আমাদের চ্যানেল – Career Message

যদি কোন যায়গায় বুঝতে সমস্যা হয় টিউমেন্ট করবেন আমি ইন শা আল্লাহ্‌ উওর দিবো।