অনেক প্রার্থী আছে যারা – সেনাবাহিনীর মাঠ করতে করতে তাদের পদবী বা RANK গুলো হয়ত অনেকের মুখস্থ হয়ে গেছে –
আজকের পোষ্টে আমরা সেনাবাহিনীর কোন পদবী কাজ কি এই বিষয়ে আলোচনা করবো –
এবং আপনি যদি সেনাবাহিনীর একজন সদস্য হতে চান তাহলে আজকের পোষ্ট টি আপনার জন্য খুবি গুরুত্বপূর্ণ
- সেনাবাহিনীর সকল সদস্যের নির্দিষ্ট কাজের বাহিরেও মাঝে মাঝে অতিরিক্ত কাজ করতে হয় –
যেমন – যে কোন পরিস্থিতির উপর নির্ভর করে – যে কোন কাজ এর দায়িত্ব পালন করার প্রয়োজন হতে পারে ইত্যাদি
এবং একজন সেনা সদস্য কে এমন ভাবে তৈরি করা হয় – যাতে সে – যে কোন পরিস্থিতি নিজেকে প্রস্তুত রাখতে পারে।
প্রতিটি সদস্যের কাজ নির্ভর করে তার কোর এবং ট্রেড এর উপর
সৈনিক থেকে কর্পোরাল পদবী পর্যন্ত- এদের কাজ প্রায় একই বলা যায় –
- যেমন – বিভিন্ন চেক পোস্ট এ ডিউটি – অফিসার এর রানার – অথবা কোর এবং ট্রেড ভেদে অন্যান্য অফিশিয়াল কাজ ও হতে পারে ।
- সার্জেন্ট পদবী – সার্জেন্ট মোটামুটি একটি দায়িত্ব সম্পূর্ণ পোস্ট – সার্জেন্ট কে বিভিন্ন সময়ে একটি কোম্পানির সম্পূর্ণ দায়িত্বে থাকা সহ । ইত্যাদি আরো বিভিন্ন কাজ এ দায়িত্বে পালন করার প্রয়োজন হতে পারে।
জেসিও
বা – ওয়ারেন্ট অফিসার থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার পদবী পর্যন্ত -এদের কে জেসিও বলা হয় – আর্মি মধ্যম পর্যায়ের অফিসার হল জেসিও এবং সেনাবাহিনীর অফিসার পদবী শুরু হয় এই জেসিও RANK থেকে –
সৈনিক থেকে সার্জেন্ট পর্যন্ত যারা আছে তাদের সকল সুবিধা অসুবিধা প্রাথমিক পর্যায়ে জেসিও দের দায়িত্বে থাকে ।
লেফটেন্যান্ট –
এদের তেমন কোন কাজ থাকে না – নির্দিষ্ট কিছু কাজের দায়িত্বে থাকা সহ ইত্যাদি কাজ করে থাকে ।
ক্যাপ্টেন –
বি আর ইউ টিম এর মেডিকেল অফিসার হিসেবে এর দায়িত্বে থাকা ইত্যাদি ( ONLY AMC CORE )
মেজর – পদবী –
সাধারণ মানুষ সেনাবাহিনীর আর কোন পদবিকে চিনুক আর না চিনুক এই পদবী টিকে ভালো করেই চিনে –
এটি ক্যান্টনমেন্ট এর একটি খুবি গুরুত্বপূর্ণ পদবী –
একজন মেজর বিভিন্ন দায়িত্বে থাকতে পারে – যেমন একটি কোম্পানির কমান্ডার বা আর্মি মেডিক্যাল এর বিভাগীয় প্রধান বা মেডিকেল অফিসার ইত্যাদি ।
এরপর
লেফটেন্যান্ট কর্নেল পদবী থেকে লেফটেন্যান্ট জেনারেল পদবী
পর্যন্ত যারা আছেন তারা বিভিন্ন বড় বড় দায়িত্বে থাকে যেমন একটি ক্যান্টনমেন্ট এর সি এম ই বা জি ও সি ইত্যাদি ।
আর সম্মানিত সেনাপ্রধান যিনি আছেন তিনি -সেনাবাহিনীর সকল ভালো মন্দ উপর বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে ।
এবং গুরুতর দায়িত্ব পালন করে থাকেন।
বিদ্রঃ –
ডিফেন্স। সরকারি। প্রাইভেট সকল প্রকার চাকরির গোপন তথ্য – সাহায্য এবং ডিফেন্স এর মেডিক্যাল যে, কোন সমস্যার সমাধান এবং রহস্য ও রোমাঞ্চ ভিন্ন রকম ভিডিও পেতে আমাদের চ্যানেল টি ভিজিট করতে পারেন।
(ভালো লাগলে Subscribe করবেন)
( আমাদের চ্যানেল এ ১০০ ভাগ সঠিক তথ্য প্রদান করা হয় – যা আপনি নিজে যাচাই করে দেখতে পারেন )
আমাদের চ্যানেল – Career Message
যদি কোন যায়গায় বুঝতে সমস্যা হয় টিউমেন্ট করবেন আমি ইন শা আল্লাহ্ উওর দিবো।