Visual effects (VFX ) হলো অবাস্তবকতাকে বাস্তবে প্রকাশ করা যদিও তার উপস্থিতি সেখানে ছিলো না। সহজ ভাষায় কম্পিউটার গ্রাফিক্স এর মাধ্যমে কোন কিছুকে তৈরি করা।
বর্তমান এই প্রযুক্তির সময় ভিএফএক্স প্রায় সব মুভিতেই ব্যবহার করা হয়।আর তা যদি হলিউড হয় তাহলে কথাই নেই। হলিউডের এতো সাই-ফাই মুভি দেখি তা সব এই ভিএফএক্স এর কেরামতি। আসুন কিছু দেখে নেইঃ
1. Game Of Thrones
2. Guardians of the Galaxy
3. The Twilight Saga: Eclipse
4. Life of Pi
5. The Hobbit
6. Alice in Wonderland
7. Pirates of the Caribbean
8. The Great Gatsby
9. The Wolf of Wall Street
10. Boardwalk Empire
11. The Matrix
12. Alice in Wonderland
13. The Dark Knight
14. Game Of Thrones
15. The Hobbit
16. Oz, the Great and Powerful
17. The Secret In Their Eyes
18. Harry Potter and the Half-Blood Prince
19. Life of Pi
20. X-Men: Days Of Future Past
VFX এর প্রকারভেদ-
VFX কে মুলত সহজে প্রকারভেদ করা যায় না কারন এর সংখ্যা অসংখ্য এবং অনেক গুলোর সাথে অনেক গুলো মিলে যায়। কিন্তু কিছু VFX কে প্রকারভেদে ফেলা যায় যাদের মধ্যে তেমন মিল নেই। একটি থেকে আরেকটি আলাদা।
১. লাইভ অ্যাকশানঃ এটি আমাদের কাছে অতিপরিচিত একটি ভিএফএক্স।এটি হলো মুলত Keying। অর্থাৎ কোনো ভিডিও রেকর্ডের সময় ব্লু স্ক্রীন(নীল কাপড়) অথবা গ্রীন স্ক্রীন(সবুজ কাপড়) ব্যবহার করা হয়। পরবর্তীতে সেই ভিডিও এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়।
২.ম্যাট পেইন্টিংঃ এটি হলো লাইভ অ্যাকশান থেকে আরও বেশি উন্নত ভিএফএক্স।এটিতে কোনো প্রকার স্ক্রীন ছাড়াই বদলে দেয়া হয় ভিডিও এর ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে যে কোনো অংশ।এমন কি একটি Still Picture কে Motion Picture এ রুপান্তরিত করা যায়। উদাহরণ সরূপ বলা যায় ধরুন আপনি একটি সমূদের ছবি তুললেন এবং অন্য কোথাও থেকে সমুদ্রের ঢেউ এর ভিডিও ডাউনলোড করে নিলেন। আপনি এই সমুদ্রের ঢেউ এর Movement টা আপনার সমূদের ছবিতে ব্যবহার করে আপনার ছবিকেই ভিডিওতে রূপান্তর করতে পারবেন।
৩. ডিজিটাল এনিমেশনঃ এনিমেশনও ভিএফএক্স এর মধ্যে পরে। এনিমেশন 2D বা 3D যেকোনোটা হতে পারে। মডেলিং,ট্যাক্সচারিং,রিগিং সব গুলই এই ডিজিটাল এনিমেশন এর অংশ।মুলত এই ভিএফএক্স এ কোনো ২ডি বা ৩ডি কনটেন্টকে ভিডিও এর সাথে যুক্ত করা হয়।
৪. সিজিআইঃ VFX এর বর্তমান সময়ের সবচেয়ে বড় রূপ হলো সিজিআই। যার ব্যবহার আপনার চোখকেউ ধোঁকা দিতে পারে। কোনো জিনিসকে কম্পিউটার গ্রাফিক্স এর মাধ্যমে বাস্তবের সাথে মিল রেখে বানানই হলো সিজিআই। অর্থাৎ সিজিআই এ একটি বাস্তব মানুষকেও তৈরি করা যায় কম্পিউটার গ্রাফিক্স এর মাধ্যমে।
সফটওয়্যার–
VFX এর অনেক সফটওয়্যার থাকলেও। কিছু পরিচিত সফটওয়্যার রয়েছে।এগুলো হলঃ
১. Adobe After Effects
২. Black Magic Design DaVinci Resolve 11
৩. Cinema 4D
৪. Autodesk Maya 2016
৫. Blender
৬. Adobe Premiere Pro CS6
৭. Nuke
৮. Adobe Speed Grade CC
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ .