Site icon Trickbd.com

[Update post]দেখে নিন কি ভাবে সহজেই PDF ফাইল WORD ফাইলে কনভার্ট করবেন ?

আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশাকরি আল্লার রহমতে আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি সব সময় নতুন কিছু চেষ্টা করতেছি

হয়তোবা অনেকেই জানেন পিডিএফ ফাইল কিভাবে কনভার্ট করতে হয় ৷ যারা জেনে থাকেন তারাও দেখুন আর যারা জানেনা তারা শিখুন ৷ তো বন্ধুরা আজকের পোস্টে আপনাকে স্বাগতম জানাই নিচে পিডিএফ ফাইল কনভার্ট এর পুরো বিস্তারিত দেখে নিন ৷
?
PDF File-এ কিছু বদল করতে হলে আপনাকে সেটি Word ফাইলে বদলাতে হবে

অফিসের কাগজপত্র হক বা অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলি PDF ফাইল ফর্ম্যাটে পাঠানো হয়

PDF ফাইলের সাথে সবচেয়ে বড় সমস্যা হল যে বেশিরভাগ PDF ফাইল এডিট করা যায় না

আজকাল অফিসের কাগজপত্র হক বা অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলি PDF ফাইল ফর্ম্যাটে পাঠানো হয়। এই ফর্ম্যাটে ফাইল অনেকটা কমপ্রেসড হয় যায়। ফাইলটি লাইট হওয়ার কারণে এটি যে কোনও জায়গায় সহজেই কোথাও থেকে কোথাও মুভ করা যায়। প্রতিদিনের কাজে আমরা প্রায় PDF ফাইলের ব্যবহার করি। তবে PDF ফাইলের সাথে সবচেয়ে বড় সমস্যা হল যে বেশিরভাগ PDF ফাইল এডিট করা যায় না। 

 

আপনি যদি ফাইলে কিছু এডিট করতে চান তবে এর জন্য আপনাকে PDF ফাইলটি Word-এ কনভার্ট করতে হবে। তবে অনেকেরাই PDF ফাইলকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে জানেন না। আজ আমরা আপনাদের একটি খুব সহজ উপায় বলব যার মাধ্যমে আপনি একটি PDF ফাইলকে Word ফাইলে কনভার্ট করতে পারবেন। তবে আসুন জেনে নেওয়া যাক..

 

PDF ফাইল কীভাবে WORD ফাইলে কনভার্ট করবেন ?

1- সবার প্রথমে গুগল সার্চে আপনি http://www.hipdf.com টাইপ করুন।

2- এবার ওয়েব পেজে যান এবং PDF to Word বিকল্পে ক্লিক করুন।

3- এখানে আপনাকে চুজ ফাইল (Choose File) অপশনে ক্লিক করতে হবে।

4- এখানে একটি ডায়লগ বক্স দেখা যাবে। এর পরে, আপনাকে সেই PDF ফাইলটিতে যেতে হবে, যা আপনি Word ফাইলে কনভার্ট করতে চান এবং এটি সেলেক্ট করুন।

5- এক বার ফাইলটি আপলোড হয়ে গেলে, আপনাকে ‘কনভার্ট’ বোতামে ক্লিক করতে হবে।

6- এই ওয়েবসাইটের সাহায্য়ে আপনার ফাইলটি PDF থেকে Word ডকুমেন্টে কনভার্ট হয় যাবে।

7- আপনার ফাইলটি ওয়ার্ডে কনভার্ট হওয়ার পরে আপনাকে ডাউনলোডের উপর ক্লিক করতে হবে।

8- এখন আপনি এখানে আপনার ইচ্ছামত যে কোনও পরিবর্তন করতে পারেন।
যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com
আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আগামী পোস্টে এই পর্যন্ত ট্রিকবিডি সঙ্গে থাকুন কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ ৷