আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালই আছেন,

আজকে আমরা শিখব নতুন একটি ট্রিকস যার মাধ্যমে চাইলেই সারাদিন আনলিমিটেড ফ্রি কল করা যাবে যে কোন নাম্বারে।
যদিও একটু ঝামেলাপূর্ণ কাজ কিন্তু কাজের, তো এই ফ্রি কল করার জন্য আমাদেরকে সর্বমোট দুইটি অ্যান্ড্রয়েড অ্যাপস এবং একটি ওয়েবসাইটের সহযোগিতা নিতে হবে।
তো কিভাবে কি করবেন নিজে এটুজেড আমি স্ক্রিনশট সহ বুঝিয়ে দেয়ার চেষ্টা করব, তাই ধৈর্য ধরে পোস্টটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ সবারই হবে।

যে দুটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে!
1. Google Hangout
2.Hangout dialler!
3.second line

তো উপরের অ্যাপ গুলোর নামের উপর ক্লিক করে সরাসরি গুগল প্লে স্টোর থেকে অ্যাপ গুলো ডাউনলোড করে নেওয়া যাবে।
তো যারা এখনো পর্যন্ত এই তিনটি অ্যাপ ডাউনলোড করেননি তারা দ্রুত সম্ভব ডাউনলোড করে নিন, কারণ এই অ্যাপ গুলো ছাড়া কোনভাবেই ফ্রি কল করা সম্ভব নয়।

তো চলুন এবার দ্বিতীয় ধাপে দেখা যাক এগুলো ডাউনলোড হয়ে যাওয়ার পর কি করবেন!

খুবই সোজা প্রথমে “সেকেন্ড লাইন” অ্যাপটি ওপেন করেন।যারা এর আগে সেকেন্ড লাইন অ্যাপ ব্যবহার করেছেন তারা নিশ্চয়ই জানেন এখান থেকে সম্পূর্ণ ফ্রি-তে ইউএসএ কানাডা নাম্বার নেওয়া পসিবল। এবং সেই নাম্বার গুলো ব্যবহার করে খোলা যায় অসংখ্য অ্যাপ্লিকেশন।
তো যারা আগে থেকেই সেকেন্ড লাইন সম্পর্কে জানেন তারা চটপট একটি ইউএস এর নাম্বার তৈরি করে ফেলুন! তারপর ওই নাম্বারটি কপি করে রাখুন, কি করবেন বলছি একটু পরেই। তার আগে যারা সেকেন্ড লাইন সম্পর্কে জানেন না তাদেরকে নাম্বার তৈরি করা শিখিয়ে নেয়া যাক।

তো এবার ফলো করুন যারা “সেকেন্ড লাইন” সফটওয়্যার এর নাম প্রথম শুনছেন এবং এর কী কাজ জানেন না।
তো প্রথমেই বলি “সেকেন্ড লাইন” মূলত একটি সফটওয়্যার যার মাধ্যমে ফ্রিতেই রেনডম ইউ এস এর নাম্বার তৈরি করা যায় এবং বিভিন্ন অ্যাপে একাউন্ট খোলার সময় ওই নাম্বার ব্যবহার করে একাউন্ট ভেরিফাইড করা যায়।
তো কিভাবে সেটা অনলাইনে একটি নাম্বার তৈরি করবেন তার স্ক্রিনশট নিচে দেয়া হল ফলো করে আপনিও তৈরি করে ফেলুন!





তো আশা করছি আপনি সম্পূর্ণ ভাবে একটি নাম্বার অলরেডি তৈরি করে ফেলেছেন, এবার ওই নাম্বারটি নিয়ে করবেন টা কি? একটু ধৈর্য ধরুন বলছি! তার আগে আপনি নাম্বারটি কপি করে ফেলুন।

তো চলুন এবার তৃতীয় ধাপে চলে যাওয়া যাক,
আপনার ফোনের মধ্যে থেকে যে কোন একটি ব্রাউজার এ চলে যান, এবং ভিজিট করুন https://sonetel.com/en/sign-up/ এই ঠিকানায়!

এবার আমাদের এই ওয়েবসাইটটিতে চটপট রেজিস্ট্রেশন করে ফেলতে হবে! তো তার আগে বলে নিই sonetel.com আসলে কি আর এর কাজই বা কি?
sonetel মূলত ওয়েবসাইট যার মাধ্যমে ইউএসএর সহ হাজার হাজার দেশের নাম্বার ১০ দিনের জন্য ফ্রিতে নেওয়া যায় প্রতিটি একাউন্টের জন্য! এবং সেই নাম্বার চাইলেই ড্রাইভার বা ফরওয়ার্ড করা যায় বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাম্বারে।
ফর এক্সাম্প্লে আপনি কল দিচ্ছেন sonetel থেকে তৈরি করা একটি নাম্বারে কিন্তু ওই নাম্বারটা আবার ফরওয়ার্ড করা বাংলাদেশী কোন এক নাম্বারে, তখন আপনি ওই নাম্বারে কল দেয়ার সঙ্গে সঙ্গেই কল চলে যাবে আপনার ফরওয়ার্ড করা নাম্বারে।

এককথায় আপনি যেমন আপনার সিমটি থেকে কল ফরওয়ার্ডিং করে আরেকটি সিমে নিয়ে যান কলটা ঠিক একই নিয়মে এই sonetel থেকে আপনাকে একটি সিম কার্ড অথবা নাম্বার দেয়া হবে যেটি আপনি চাইলেই ফরওয়ার্ডিং করে যেকোনো নাম্বারে কল টা নিয়ে যেতে পারেন।
আশা করছি এতক্ষণ আপনি বুঝে গিয়েছিলেন এই ওয়েবসাইট টা সম্পর্কে? না বুঝলে অবশ্যই কমেন্ট বক্স তো রয়েছেই।

তো চলুন এবার কই এর তেলে ইলিশ মাছ ভাজা যাক?মানে একটা সিম কার্ড অথবা নাম্বার তৈরি করা যাক!

এখন আপনার মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাকখাচ্ছে আরে আপু নাম্বার তো একটা তৈরি করলাম সেকেন্ড লাইন থেকে, এখন আবার নাম্বার তৈরি করে হবে টা কি? আমি বলল ভাই একটু ধৈর্য ধরুন দুইটারই কাজ আছে।

বুঝতে পেরেছি বিষয়টা একটু কৌতূহল লাগছে আপনাদের কাছে তাই না? তাহলে শুনুন *সেকেন্ড লাইন* এপের নাম্বার ব্যবহার করব মূলত sonetel ওয়েবসাইটটিতে আনলিমিটেড রেজিস্ট্রেশন করার জন্য! কি বুঝতে পেরেছেন?
এখনো না বুঝলে বলবো আপনার ব্রেন টা আপডেট করা দরকার। ? একটু মজা করলাম কেউ আবার সিরিয়াসলি নিয়ে কমেন্ট বক্সে গালাগালি শুরু কইরা দিয়েন না। ?

তো যেভাবে sonetel রেজিস্ট্রেশন করবেন?
প্রথম স্টেপ, free sign up! বাটনে ক্লিক করবেন!

দ্বিতীয় স্টেপ এ আপনাকে রেনডম একটি আমেরিকান নাম্বার সিলেক্ট করতে বলবে তো ওখানে যেমন আছে তেমনি থাকবে কিছু করা লাগবে না, মানে রেনডম যে নাম্বারটি থাকবে ওইটাই থাকবে।
আপনি জাস্ট সোয়াইপ করে নিচে চলে যাবেন এবং try free তে ক্লিক করবেন।


এবার দেখবেন আপনার নাম ইমেইল এবং পাসওয়ার্ড চাচ্ছে।
তো আপনি যা ইচ্ছে একটা নাম দিবেন আর যে কোন একটা ইমেইল দিবেন এক্সাম্পল [email protected]
আর পাসওয়ার্ড মনে যা চাই দিয়ে দিয়েন ejejejejej এরকম একটা। ?
সবকিছু দিয়ে কন্টিনুয়ে এ ক্লিক করুন,

এবার দেখবেন আপনার কাছে নাম্বার চাচ্ছে তো মনে আছে ওই নাম্বারটা কপি করে নিলেন সেকেন্ড লাইন থেকে? ওটা সুন্দর মত এখানে পেস্ট করবেন, এবং কান্ট্রি টা অবশ্যই USA দিয়ে দিবেন।



এবার দেখবেন আপনার ওই সেকেন্ড লাইন নাম্বারে পিং পিং করে ভেরিফিকেশন কোড চলে গেছে, এবার ওই কোডটি দিয়ে sonetel একাউন্ট তৈরি করে ফেলবেন।

অ্যাকাউন্ট তৈরি হওয়ার সাথে সাথে দেখতে পাবেন, আপনার কোম্পানির নাম দিতে বলছে আমি তো ভাই অনেক বড়লোক আমার কোম্পানির নাম অ্যাপেল। ? আপনার টা আপনি দিয়েন? আমি বলি কি মাইক্রোসফট দিয়েন।?

এবার যা করবেন সেগুলো একটু কষ্ট করে স্ক্রিনশট টা ফলো করলেই বুঝতে পারবেন। আর না বুঝলে কমেন্ট বক্সে রয়েছেই ভাই?








কল ফরওয়ার্ডিং এ আপনি মূলত যে নাম্বারটি দিবেন ওই নাম্বারটিতে কল চলে যাবে। অবশ্যই কান্ট্রি কোডসহ দিবেন।
সবকিছু ঠিকঠাক থাকলে এবার sonetel এর নাম্বার টি কপি করুন।

এবং চতুর্থ ধাপে গুগোল হাংআউট অ্যাপ টি ওপেন করুন।


এবং আপনার ফোনের মধ্যে থাকা যে কোন একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগইন করে নিন।

এবং ডায়ালার প্যাড এ নাম্বারটি পেস্ট করে কল দেন।



ব্যাস হয়ে গেল। এবার ইনজয় করতে থাকুন আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে? ? কিন্তু দুঃখের বিষয় হলো আমি নিজে আজ ও একটা ছেলে পটাতে পারলাম না।?

আপনি sonetel এ যে বাংলাদেশি নাম্বারে কল ফরওয়ার্ডিং করেছেন সেই নাম্বারে কল চলে যাবে। আপনি চাইলে ইডিট করে নাম্বার চেঞ্জ করে তারপর আবার কল করতে পারবেন
এবং প্রতিটি sonetel অ্যাকাউন্ট নাম্বার থেকে কল করা যাবে সর্বোচ্চ ১০-১২ মিনিট তারপর আবার একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এভাবেই মূলত সারাদিন আনলিমিটেড কথা বলা যাবে।
কল কোয়ালিটির কথা বললে বলবো এক কথায় অসাধারণ পুরাই Skype এর মত এবং এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যেহেতু হ্যাংআউট একটি গুগলের অ্যাপ।


যাইহোক আপনাদের জন্য থাকছে দারুণ একটি অফার। ?

প্রথমে এই লিংক এ ক্লিক করে আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
এবং এই লিংক এ ক্লিক করে আমার ফেসবুকে ইনবক্স এ সাবস্ক্রাইব করেছেন তার একটা স্ক্রীনশট পাঠান এবং জিতে নিন ১০ টাকা মোবাইল রিচার্জ।?

বিঃদ্রঃ মোবাইল রিচার্জ পৌছাইতে সময় লাগতে পারে সর্বোচ্চ ২ দিন তবে ১০০% পাবেন আর অবশ্যই এটা সর্বোচ্চ ৩০০ জন ব্যক্তি পাবেন।

আমি চেষ্টা করছি এই পোষ্টের মাধ্যমেই সবাইকে বোঝানোর জন্য, তারপরও যদি বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন!

পোস্টটি শেষ করবার পূর্বে ছোট্ট একটি কথা বলি,
ভাইয়া তুমি যখন উপলব্ধি করতে পারবে তুমি কতটা অসহায়, তখন আল্লাহর প্রতি তোমার আপনি আপনি ভালোবাসা বেড়ে যাবে। আর দিনশেষে বুঝতে পারবে আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেই।???
তাই বলে কি যে সারাদিনই আপনার কোন খোঁজ খবর রাখে নাই, সে রাতের বেলায় খোঁজ নিয়া উল্টাই ফেলবে না।
রাত জেগে চেহারা নষ্ট না করে ঘুমাতে যান। ?

তো পোস্টটি ভাল লাগলে লাইক করুন শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন!
আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ।

75 thoughts on "চলুন সারাদিন নাম্বার গোপন রেখেই আনলিমিটেড ফ্রি কথা বলি। ?"

    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      Thanks ♥️
    2. NaZmuL HaQuE Contributor says:
      It’s working well. Nice Tricks…ThnQ for this type of post…
  1. Farhan Rafi Contributor says:
    কি বলবো ,
    আপু পুরাই ফাটিয়ে দিয়েছেন। ♥️
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      Thanks ♥️
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      Hmmm!?
  2. Sohel Rana Contributor says:
    not avilable 2nd line bd……
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      কে বলছেন? ?

      প্লে স্টোর থেকে ডাউনলোড না করতে পারলেও গুগোল এ সার্চ করে ডাউনলোড করুন। ?

    2. Sohel Rana Contributor says:
      vpn dia try kore o hocche na
  3. ηιѕнαт ѕσмяαт Contributor says:
    vai ei post ache trickbd te
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      না গো ভাইয়া নাই। ?
  4. Sohel Rana Contributor says:
    424 location nicche na
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      তাহলে অন্য গুলো দিয়ে ট্রাই করুন ফর এক্সাম্প্লে 240 & 480 ইত্যাদি ইত্যাদি।
  5. Rifat Author says:
    Nice bro !
    Carry on..
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      Thank you apu?
  6. Prince? ?? Contributor says:
    Good Post.
    But আপনি জিনিয়াস → তো চলুন এবার কই এর তেলে ইলিশ মাছ ভাজা যাক ??
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      ?
  7. Alif Author says:
    হাজার হাজার দেশের নাম্বার ও আচ্ছা । ঠিক আছে 😛
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      ????
  8. Power ✔ Author says:
    tomar fb id link hobe ki?????wwww.facebook.com/shakildr
  9. hassin11 Contributor says:
    এর আগে এটা নিয়ে পোস্ট করা হইছে
    আর হ্যাঁ আপনার পোস্টের সব কিছু ওই পোস্ট থেকে কপি করা
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      Hmmm!
      কিন্তু ওনার অনুমতি নেওয়া আছে ধন্যবাদ।
  10. Md Tara Contributor says:
    Old post eta niye post ache
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      হ্যাঁ কিন্তু সেটা ডিলিট করা হয়েছিল সম্ভবত।
  11. কেউ কি আমকে Trickbd এর মতো একটা সাইট তৈরি করে দিতে পারবেন?
    অনেক টিউটোরিয়াল দেখলাম অনেক কিছুই করলাম,,সব Error দেখায়… সাহায্য করুন প্লিজ???
    Facebook : https://www.facebook.com/mrmjij333
  12. sojol Contributor says:
    Mobile number is invalid dkhai
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      কিছুক্ষণ পরে ট্রাই করুন।
  13. Al-Rishad Contributor says:
    Er age O ata Nia post korechilo ak vai… Hoyto sei post ti delete kore dewa hoyeche… Vebechilam je apnake kono din thanks janabo na…. But post ti korar jonnne thanks
  14. reaz101 Contributor says:
    ১ পোস্ট কতোবার করা হবে বুঝি না নতুন কিছু নাই
  15. Rakib hasan1 Contributor says:
    ইহাকেই বলে লাউয়ের আরেক নাম কদু। যদু চিন না তুমি মধু। যাইহোক যদিও ট্রিকবিডিতে আগে পোষ্টটি করা ছিল….। আর রইল আপনার ইউটিউব চ্যানেলের কথা আপনি আপনার চ্যানেলে ভালো মানের কন্টেন্ট পাবলিশ করুন। এইভাবে বিভিন্ন জায়গায় বলতে হবে না এবং চ্যানেলেও বলতে হবে না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে দেন।আপনা আপনি অনেক সাবস্ক্রাইবার পাবেন। নিয়মিত কন্টেন্ট পাবলিশ করে চ্যানেল seo ফ্রিডেন্টলি করুন। এই বাক্যটি অনেকটা বিজ্ঞাপনের মতো হয়ে গিয়েছে “প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন…….”
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      ??
  16. Rs Abubokor Contributor says:
    ফাল′তু
  17. Ubydullah Tareq Author says:
    তার মানে প্রতিবারই কল ফরওয়ার্ডিং নম্বর টা বদলাতে হবে। এত প্যাচাল?
  18. Shifat Shakhawat Contributor says:
    যাই হোক আপা, আপনি গুছিয়ে সুন্দরভাবে পোস্টটি উপস্থাপন করেছেন, তার কৃতজ্ঞতা স্বরূপ আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলাম? তবে চেষ্টা করবেন পুরোনো পোস্ট নতুন করে গুছিয়ে না লিখে নিজের আইডিয়ার নতুন কিছু লিখতে। ?

    আর ফেসবুক মেসেঞ্জারের যুগে কারো ঠেকা পরে নাই যে, এতো কেচ্ছা কাহিনি করার পর মাত্র ১০-১২ মিনিটের জন্য গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে। পারলে একই কলে আনলিমিটেড কথা বলার ট্রিকস বের করেন। ধন্যবা। ভালো থাকবেন ?

  19. MD Shakib Hasan Contributor says:
    কথা বলার মানুষ নাই তাই এই পোস্ট আমার দরকার নাই ?
  20. King Author says:
    2?

    আর ফেসবুক মেসেঞ্জারের যুগে কারো ঠেকা পরে নাই যে, এতো কেচ্ছা কাহিনি করার পর মাত্র ১০-১২ মিনিটের জন্য গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে। পারলে একই কলে আনলিমিটেড কথা বলার ট্রিকস বের করেন। ধন্যবা। ভালো থাকবেন ?

    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      কিছু কমু না খালি দেখমু।?
  21. Soyon Contributor says:
    USA Nambar Ashe Na….
  22. shuvo Contributor says:
    Good post
  23. Hridoy Mini Expert Author says:
    Helpful post ?
  24. Adib Contributor says:
    this post=good 🙂 , youtube=not good 🙁 , but thakuk.
  25. NS Sabur Legend Author says:
    Agulo niye post kora dekchi age…… Lekhar jonno thx…

    Fake call diye unlimited kotha boli koidin por post korbo……

  26. NS Sabur Legend Author says:
    Agulo niye post kora dekchi age Lekhar jonno thx

    Fake call diye unlimited kotha boli koidin por post korbo

  27. NS Sabur Legend Author says:
    Agulo niye post kora dekchi age Lekhar jonno thx

    Fak.e call diye unlimited kotha boli koidin por post korbo

  28. NS Sabur Legend Author says:
    পোস্টের ক্যাটাগরি ঠিক করেন
  29. Mahim Author says:
    বাট আপু এটা করে লাভ টা কি? সেই ১০/১২ মিনিট-ই তো ঘুরিয়ে ফিরিয়ে,সাথে আবার অনেকের 2ndline এ সমস্যা….বত্ব ধন্যবাদ
  30. আন্নে এতো সুন্দর আর আন্নের বয়ফেন্ট নাই বিশ্বাস করতে চাদে যাওয়া লাগবে,,,,,,
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      ?
  31. JonyKar2 Contributor says:
    Duplicate old post ?
  32. MiniShuvo Contributor says:
    ভাল পোস্ট বাট অনেক কস্ট?
  33. Faysal Hossan Contributor says:
    সব কিছুই করলাম, শেষ দিকে আইসা, Hangout ইমেইল দিয়ে লগ ইন করার পর কল পেড অপশন পেলাম নাহ, কিভাবে কল দিব,???
    হেল্প মি
  34. tupoahmed112 Contributor says:
    1number a 5bar besi call deya jaina ..,
  35. sojol Contributor says:
    Sonetel no. Dicce na ,..
    Apu hlp me plz
  36. Palash chandra P Contributor says:
    Appu second line isn’t install.
  37. Palash chandra P Contributor says:
    Appu Vpn use korar lagbe naki
  38. ʝɑʞɑʀɪɑ ɪʂʟɑm Contributor says:
    অনেক কাহিনী। সর্টকাট কিছু দিয়েন
  39. Sohel Howlader Contributor says:
    হাহা তিনটা এ্যাপসে এত সময় খাটিয়ে ১০-১২ মিনিট ??
  40. Binidro Contributor says:
    আপনি মেয়ে না হলে, টিউনার হতে পারতেন না। যত্তসব কপি পোস্ট আর বাজে পোস্ট। এই পোস্ট Trickbd তে আগেও করা হয়েছে।
  41. YASIR-YCS Author says:
    কপি পেস্ট বলে চিল্লাতে থাকা লোকজন?️
    আর এদিকে জীবনে প্রথমবার এই পোস্ট দেখে কিছু শিখে ফেলে আমি??
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      ?
  42. ?MSR? Contributor says:
    Acca Apu….

    Ami kicu din age 2nd line app use korar try korecilam.but number to ditece na….?

  43. Muhammad Hasan Contributor says:
    3?
    আর ফেসবুক মেসেঞ্জারের যুগে কারো ঠেকা পরে নাই যে, এতো কেচ্ছা কাহিনি করার পর মাত্র ১০-১২ মিনিটের জন্য গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে। পারলে একই কলে আনলিমিটেড কথা বলার ট্রিকস বের করেন। ধন্যবা। ভালো থাকবেন?
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      ?
  44. Mir Mohit Champ Author says:
    চালিয়ে যান! যদি সত্যিকারের একজন মেয়ে অথর হয়ে থাকেন তো, সে হিসেবে যথেষ্ট ভালো লিখেছেন।
  45. mdamirul Contributor says:
    আমি পুরাই মেন্টাল হয়ে গেছি,এতো কিছু পরার পর যখন শুনলাম ১০-১২ মিনিট, মুজে মারো মুজে মারো,,,,, ♥♥
  46. Nirbashito Pothochary Contributor says:
    আপনি সত্যিই মেয়ে..?? আর সত্যিই সিংগেল..?? কোনোটায় যে বিশ্বাস করতে পারলাম না..।। পোস্ট এ কথাটা না বললেই পারতেন..।। মাথা ঘুরছে এখন..।।
  47. Rifat al hasan Contributor says:
    এতটুকু কথা বলার জন্য দুনিয়ার কাজ করা লাগবে দেখতেছি ?
  48. Prince Rahat Contributor says:
    boin re ai shit aow fan hoya galam jani na kaj a lagbe ki na ??
  49. oni136901 Contributor says:
    ট্রিকবিডির নাম পরিবর্তন করে মারোকপিবিডি.কম দিলে কেমন হয়?
    যতই আপনি পার্মিশন নেন অন্তত লেখেন কালেক্টেড বা কপিড।

Leave a Reply