Site icon Trickbd.com

বলিউডের প্রথম ৮টি অস্কারজয়ী মুভি Slumdog Millionaire দেখে না থাকলে এখনি দেখে নিন! সাথে স্পয়লারহীন রিভিউ

Unnamed

Slumdog Millionaire

পরিচালনায়: Danny Boyle

কাস্ট: Dev Patel, Freida Pinto, Madhur Mittal, Anil Kapoor, Irrfan Khan

মিউজিক: A. R. Rahman

রিলিজ: 2008

রানটাইম: 120 minutes

দেশ: UK, India

Inspiring

Touching

Thought

Provoking

Realistic

Must Watch

Plot

স্লামডগ মিলিয়নিয়ার বলিউডের প্রথম অস্কারজয়ী মাস্টারপিস মুভি। এটি টোটাল 8 টি অস্কার সহ আরো অনেক রকম পুরস্কারে ভূষিত হয়েছিল!!!

ব্রিটিশ এবং ভারত যৌথ প্রযোজনায় 2008 সালে স্লামডগ মিলিয়নার মুভিটি তৈরি করা হয়। এই গল্পের চরিত্রে নায়ক জামাল মালিক যে কিনা মুম্বাইয়ের জুহু বস্তিতে বসবাস করে কোনরকম ভাবে সে অমিতাভ বচ্চনের কন বানেগা ক্রোড়পতি রিয়েলিটি শোতে অংশগ্রহণ করার সুযোগ পায় এবং ধাপে ধাপে সকল ধরনের সঠিক উত্তর দিতে থাকে।

তবে 20 মিলিয়ন রুপি এর শেষ প্রশ্নের আগেই তার জীবনের মোড় অন্ধকারে ঘুরে যায়। প্রতারক সন্দেহে পুলিশ তাকে থানায় ধরে নিয়ে যায়।

ঠিক কি কারণে পুলিশ জামালকে ধরে নিয়ে যায়, জামাল কিভাবে নিজের জীবন কাহিনী ব্যাখ্যা করে পুলিশের কাছ থেকে ছাড়া পায় নাকি পায়না, এর জন্য আপনাকে সম্পূর্ণ মুভিটি দেখতে হবে।

গল্পের কেন্দ্র একজন হলেও এখানে দুই ভাইয়ের একসাথে বড় হওয়া দৃশ্য দেখানো হয়েছে। একসাথে একই পরিবেশে দুইজন বড় হওয়ার পরেও কিভাবে একজনের মনে সৎ চিন্তা বিদ্যমান থাকে এবং অন্য জনের মনে অসৎ চিন্তা ধারণ করে সেটি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

একজন সৎ ভাবে ইনকাম করে বড়লোক হতে চায় পক্ষান্তরে অন্যজন অসৎ পন্থায় ইনকাম করে বড়লোক হতে চায়। মুভিটির সাউন্ড ট্র্যাক, গল্প, সিনেমাটোগ্রাফি, এ আর রহমান এর বিজিএম অসাধারণ লেগেছে।

এককথায় অনবদ্য!!!

দেব প্যাটেল, মধুর মিত্তাল, ফ্রিদা পিন্টো, অনিল কাপুর, ইরফান খান; এনাদের অভিনয় তো ভালো লেগেছে ই তার সাথে শিশু ক্যারেক্টারের অভিনয় অনেক মনমুগ্ধকর ছিল। এমন কিছু জায়গা আছে মুভিতে যেগুলো দেখলে আপনার গা শিউরে উঠবে।

মুভির গল্পটি এত সুন্দর করে সাজানো হয়েছে যে এটি দর্শককে শেষ পর্যন্ত ধরে রাখতে সক্ষম। এই মুভি আপনাকে হাসাবে, কাঁদাবে এবং কিছু কিছু ক্ষেত্রে আফসোস করাবে – তার সাথে অনেক বড় একটা শিক্ষা দিবে।




ডাউনলোড করতে চাইলে নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন: এখানে ক্লিক করুন

সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ